দুটি ভিডিও আপলোড করে চাকরি হারালেন পাকিস্তানের এক পুলিশ অফিসার৷ ‘টিকটক’ অ্যাপে শেয়ার হওয়া প্রথম ভিডিওতে ভারতীয় অভিনেতা অনিল কাপুরের সংলাপ অনুকরণ করেছেন তিনি৷
বিজ্ঞাপন
গোবিন্দার গানের সাথে নাচার আরেকটি ভিডিও-ও ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
পাকিস্তানের পাকপট্টন অঞ্চলের এক পুলিশকর্মীও মজেছেন জনপ্রিয় অ্যাপ ‘টিকটক'-এ৷ সেখানে দুটি ভিডিও আপলোড করেছেন তিনি৷
প্রথম ভিডিওতে তাঁকে দেখা যাচ্ছে ভারতীয় অভিনেতা অনিল কাপুরের সংলাপ অনুকরণ করতে৷ দ্বিতীয় ভিডিওতে তিনি একা নন৷ সেখানে তিনি এক নারীকে সাথে নিয়ে আরেক ভারতীয় অভিনেতা গোবিন্দা’র গানের সাথে নাচছেন৷
পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম ও সোশাল মিডিয়ায় এই দুটি ভিডিও ভাইরাল হওয়ায় চাকরি খোয়ালেন এই পুলিশকর্মী৷
ইউটিউবে ভিডিওটি দেখা হয়েছে কয়েক হাজারবার, তবে ‘টিকটক’ অ্যাপের মাধ্যমে ভিডিওটি পৌঁছেছে আরো অনেক বেশি মানুষের কাছে৷
চাকরি হারানো পুলিশকর্মীর দাবি, ভিডিওটি করা হয়েছিল একটি মঞ্চনাটকের প্রস্তুতি হিসাবে৷
এসএস/এসিবি
‘ডার্টি ড্যান্সিং’ এর জানা-অজানা
গর্ভপাত, চৌর্যবৃত্তি, শ্রেণিবিভেদ – প্যাট্রিক সোয়েজি আর জেনিফার গ্রে অভিনীত অবিস্মরণীয় নাচের ছবি ‘ডার্টি ড্যান্সিং’-এ কিন্তু আরো অনেক গুরুগম্ভীর বিষয় ছিল৷ দর্শক সেটা কতটা খেয়াল করেছেন, সে আরেক প্রশ্ন৷
ছবি: picture-alliance/dpa/Enterpress
‘ডার্টি ড্যান্সিং’ হিট হবে বলে কেউ ভাবেনি
এমিলে আর্দোলিনো পরিচালিত ‘ডার্টি ড্যান্সিং’ যখন ১৯৮৭ সালে মুক্তি পায়, তখন সেটা হিট হবে বলে কেউ ভাবেনি – এমনকি ছবিটি সরাসরি ভিডিও হিসেবে বের করার কথাও ভেবেছিলেন স্টুডিও-র হর্তাকর্তারা৷
১৯৮৩ সালের হিট ছবি ‘ফ্ল্যাশড্যান্স’-এও যা ছিল না৷ কিন্তু ‘ডার্টি ড্যান্সিং’ দর্শকদের দিয়েছে ষাটের দশকের গানের সঙ্গে চমকপ্রদ সব ড্যান্স মুভস৷ অভিনেতা-অভিনেত্রীদের সত্যিই নিজেদের নাচতে হয়েছে৷ প্যাট্রিক সোয়েজি শিকাগোর জফ্রে ব্যালেতে নেচেছেন, এই তথ্য জানার পর পরিচালক আর্দোলিনো তাঁকে মুভির জন্য বাছাই করেন৷
ছবি: picture alliance/Mary Evans Picture Library
সাব-প্লট হিসেবে গর্ভপাত
মুভির এক পর্যায়ে নর্তকী পেনিকে (ছবিতে বাঁয়ে) সন্তানসম্ভবা দেখানো হয়৷ এর মাধ্যমে গর্ভপাতের বিষয়টি সামনে আনা হয়েছিল, যা ছবির কাহিনিকালীন সময়ে অবৈধ ছিল৷ ছবির চিত্রনাট্য রচয়িতা ও যুগ্ম প্রযোজক এলিনর বার্গস্টাইন বলেন যে, তিনি জেনেশুনেই অবৈধ গর্ভপাতের বিষয়টি রাখতে চেয়েছিলেন, কেননা ছবির সময় হল ১৯৬৩; মার্কিন সুপ্রিম কোর্ট গর্ভপাতকে বৈধ করে তার প্রায় এক দশক পরে৷
ছবি: Imago
হিরো হিরোইনের বিশেষ বনেনি!
শোনা যায় প্যাট্রিক সোয়েজি আর জেনিফার গ্রে নাকি এর মাত্র কয়েক বছর আগে ‘রেড ডন’ ছবিটিতে একসঙ্গে কাজ করেছেন ও তখন থেকেই দু’জনের মধ্যে বনিবনা ছিল না৷ কিন্তু ‘ডার্টি ড্যান্সিং’-এর জন্য দু’জনের প্রাথমিক স্ক্রিন টেস্ট দেখে ‘শ্বাসরুদ্ধ করা রসায়ন’-এর কথা বলেছিলেন প্রযোজিকা এলিনর বার্গফেল্ড৷
ছবি: picture-alliance/dpa/Enterpress
ভুল, নাকি ঠিক সময়ে হেসেছিলেন জেনিফার?
ছবির একটি রোম্যান্টিক মুহূর্তে হেসে ফেলে শটটির বারোটা বাজাতে যাচ্ছিলেন জেনিফার, কিন্তু পরিচালক আর্দোলিনো দৃশ্যটি রেখে দেন৷ পরে সমালোচকরা এই দৃশ্যটিকেই তার সততা ও বাস্তবতার জন্য প্রশংসা করেছেন৷
ছবি: Imago
লোকেশানে শুটিং চলার সময় সেক্স নিষিদ্ধ ছিল
ভার্জিনিয়া আর নর্থ ডাকোটার গ্রামাঞ্চলে প্রায় দু’মাস ধরে শুটিং চলে৷ সন্ধ্যায় কাস্ট আর ক্রু মিলে সত্যি সত্যি ডিস্কোর ব্যবস্থা করতেন, চলত তুমুল নাচগান, খানাপিনা৷ কিন্তু প্রযোজিকা এলিনর বার্গফেল্ড নাকি নির্দেশ দিয়েছিলেন, অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে সেক্স চলবে না, কেননা তাহলে পরদিন সেটে তাদের মধ্যে ‘উত্তাপের’ অভাব ঘটতে পারে৷
ছবি: AP
লেকের জল অনেক বেশি ঠান্ডা ছিল
‘ডার্টি ড্যান্সিং’ ছবির একটি স্মরণীয় দৃশ্যে প্যাট্রিক সোয়েজি লেকের জলে নেমে জেনিফার গ্রে-কে ‘লিফ্ট’ নামের ড্যান্স মুভটি প্র্যাকটিস করাচ্ছেন৷ ‘লিফ্ট’ মানে নর্তক নর্তকীকে কোমর ধরে নিজের মাথার ওপর তুলে ধরবেন৷ আসলে ভার্জিনিয়ার মাউন্টেন লেকের জল ছিল বরফ ঠান্ডা, পরে বলেছেন জেনিফার৷ বয়স কম ছিল বলেই সেদিন তারা দৃশ্যটা করতে পেরেছিলেন৷
সামার রিসোর্টের মালিকের সঙ্গে ঝগড়ার পর ‘জনি’ (প্যাট্রিক সোয়েজি)-কে সেখান থেকে চলে যেতে বলা হয় – কিন্তু মরশুমের শেষ সন্ধ্যায় ‘জনি’ ফিরে এসে ‘বেবি’ (জেনিফার গ্রে)-র সঙ্গে নাচে ও তাকে ‘লিফ্ট’ করে৷ এই নাচের সঙ্গে বাজানো ‘দ্য টাইম অফ মাই লাইফ’ গানটি বিলবোর্ড চার্টের শীর্ষে উঠেছিল৷ ব্রিটেনে সমাধি অনুষ্ঠানে যে সব গান সবচেয়ে বেশি বাজানো হয়, তাদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে এই গানটি৷