1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাছোড়বান্দা একেই বলে!

২০ ডিসেম্বর ২০১৬

ট্রেনের দরজায় প্রচণ্ড ভিড়৷ অবস্থা এমন যে, কামরায় তিল ধারণের ঠাই নেই আর৷ কিন্তু তাই বলে তিনি হাল ছাড়তে রাজি নন৷ বরং মোবাইল টিপতে টিপতেই শরীরের পেছনের দিকটা ঢুকিয়ে দিলেন সেই ভিড়ে৷ তারপর…

Deutschland, Berlin Hauptbahnhof
ছবি: picture alliance

বলছি টোকিও-র এক ট্রেন যাত্রীর কথা৷ প্রতিদিন যাত্রাপথে ঢাকা বা কলকাতার গণপরিবহনে যে ভিড় দেখেন, তারচেয়ে জাপানের রাজধানী টোকিও-র সাবওয়েতে ভিড় কিন্তু কোনো অংশে কম নয়৷ বরং ক্ষেত্রবিশেষে সেই ভিড় এমন মাত্রায় পৌঁছায় যে, রীতিমত ট্রেনের দরজা লাগাতে যুদ্ধ করতে হয়৷

সেই যুদ্ধে অবশ্য বেশ পারদর্শী স্টেশনের দায়িত্বে থাকা কর্মীরা৷ এই যাত্রীর কথাই ধরুন৷ ট্রেনের দরজায় এমনভাবে দাঁড়িয়ে ছিলেন তিনি যে, তাঁকে না ঢুকিয়ে বা বের করে দরজা লাগানোর জো ছিল না৷ অথচ সেই অবস্থাতেই তিনি দিব্যি মোবাইল টিপে যাচ্ছিলেন৷ শেষমেষ স্টেশনের তিন কর্মী এসে তাঁকে ঠেলে ঢুকিয়ে দিলেন আগে থেকে ভর্তি ট্রেনের কামরার মধ্যে৷ আর তারপরই বন্ধ হলো দরজা৷

ভিডিওতে লক্ষ্যণীয় হচ্ছে লোকটির কঠোর চেহারা৷ কারম এতকিছুর মধ্যেও তাঁর চেহারায় কোনো পরিবর্তন দেখা যায়নি৷ বরং মনে হচ্ছিল, এ সব যেন তাঁকে স্পর্শই করছে না৷ ইটালির আলোকচিত্রী মার্কো পেটেলা সাবওয়ে কমিউটের এই দূর্লভ চিত্র ক্যামেরাবন্দি করেছেন৷

এআই/ডিজি

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ