1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এরশাদের ‘নাটক’

৩ ডিসেম্বর ২০১৩

নির্বাচনকে সামনে রেখে সহিংসতা এবং নাটকীয়তা চলছেই৷ মনোনয়নপত্র জমা দেয়ার পরের দিনই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হুসেইন মুহাম্মদ এরশাদ৷ তাঁর এই সিদ্ধান্তে এক ব্লগার খুঁজে পেয়েছেন ‘ব্যাপক বিনোদন৷'

ছবি: JEWEL SAMAD/AFP/Getty Images

প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৮ দলীয় জোটের বিরোধিতার পরও নির্বাচন কমিশনের ঘোষণা করা তফশিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা৷ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের আগেই তফশিল ঘোষণা করার প্রতিবাদে আন্দোলন আরো জোরদার করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট৷ হরতাল-অবরোধ চলছে৷ অবরোধের সময় দেশজুড়ে চলছে ব্যাপক সহিংসতা৷ যানবাহন পোড়ানো হচ্ছে, যানবাহনের সঙ্গে পুড়ছে মানুষ, প্রতিদিন বাড়ছে আহত এবং মৃতের সংখ্যা৷ নির্বাচনকে ঘিরে বিরোধী দলগুলোর আন্দোলন জোরদার হতে পারে – এমন আশঙ্কা থাকা সত্ত্বেও নির্বাচনকালীন সরকারের অংশ হয়েছিল জাতীয় পার্টি৷ দলের চেয়ারম্যান, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ তার আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে বেরিয়ে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিলেও তখন রাতারাতি সিদ্ধান্ত বদলেছিলেন৷ সেই সুবাদে তাঁর স্ত্রী এবং ভাইসহ জাতীয় পার্টির সাতজন ইতিমধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা হিসেবে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে শুরু করেছেন৷

নির্বাচনের দিন ঘনিয়ে আসছে৷ ঠিক এ অবস্থাতেই মঙ্গলবার ‘পরিবেশ নেই' বলে নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন হুসেইন মুহাম্মদ এরশাদ৷

তাঁর এই নাটকীয় ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত হচ্ছে নানা ধরণের প্রতিক্রিয়া৷ সামহয়্যারইন ব্লগে ফকির মজুমদার এরশাদের এই নতুন সিদ্ধান্তকে দেখছেন ‘ব্যাপক বিনোদন' হিসেবে৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে হালে শব্দের ব্যাপক বিকৃতির যে চল লক্ষ্য করা যায়, সেই ধারায় ফকির মজুমদার ‘ব্যাপক বিনোদন'কে ‘ব্যাপুক বিনুদন' লিখেছেন বলে লেখার শিরোনামটা হয়েছে ‘আবারও এরশাদ রঙ্গ ; ব্যাপুক বিনুদুনই বটে'৷

‘‘নাটকের বাকি অংশ দেখতে পপকর্ন অথবা চালভাজা নিয়ে বসে পড়ুন টিভি সেটের সামনে’ছবি: JEWEL SAMAD/AFP/Getty Images

এ লেখায় নব্বইয়ে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট এরশাদের রাজনৈতিক জীবনের বিতর্কিত, সমালোচিত বিষয়গুলোকে তুলে আনেননি ফকির মজুমদার৷ শুধু রাজনৈতিক এবং রাজনীতির বাইরের নানা জনের এরশাদ সম্পর্কে কিছু মন্তব্য এবং ফেসবুক স্ট্যাটাস তুলে ধরেছেন৷ ফকির মজুমদারের দেয়া তথ্য একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক তাঁর ফেসবুক স্ট্যাটাসে ‘মানুষ পরিবর্তনশীল'- এর ইংরেজি অনুবাদ করতে গিয়ে লিখেছেন,‘ম্যান ইজ এরশাদ'৷ তবে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ সরাসরি বলেছেন, ‘এরশাদের সিদ্ধান্ত জাপার নেতাকর্মীরাই জানেন না৷'

কয়েকদিন আগে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের কারণে ক্ষুব্ধ হয়ে এরশাদের সঙ্গে বিতর্কে জড়ানো জাতীয় পার্টির সিনিয়র নেতা কাজী জাফর আহমেদ মঙ্গলবার বলেছেন, ‘‘দেরিতে হলেও এরশাদ ভুল বুঝতে পেরেছেন৷'' মনজুর রহমান রাহাত নামে তাঁর এক ফেসবুকবন্ধুকেও উদ্ধৃত করেছেন ফকির মজুমদার৷ ফেসবুকে মনজুর রহমান রাহাত নাকি লিখেছেন, ‘‘নাটকের বাকি অংশ দেখতে পপকর্ন অথবা চালভাজা নিয়ে বসে পড়ুন টিভি সেটের সামনে৷''

সংকলন : আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা : জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ