1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাট্যশিল্পী ও দর্শকদের পরম প্রাপ্তি ‘নান্দীকার জাতীয় নাট্যমেলা’

১৫ ডিসেম্বর ২০১১

প্রতিবছরের মত ১৬ই ডিসেম্বর থেকে কলকাতার ‘অ্যাকাডেমি অব ফাইন আর্টস’-এ শুরু হচ্ছে ২৮তম ‘নান্দীকার জাতীয় নাট্যমেলা’৷ চলবে বড়দিন, অর্থাৎ আগামী ২৫শে ডিসেম্বর পর্যন্ত৷

কলকাতায় মঞ্চায়িত নাটকছবি: DW

পশ্চিমবঙ্গে থিয়েটার দলগুলির নাম করলেই উঠে আসে বহুরূপী, লিটল্ থিয়েটার গ্রুপ অথবা নান্দীকার-এর নাম৷ অজিতেশ বন্দ্যোপাধ্যায়, কেয়া চক্রবর্তীর মত কতো বড় মাপের সব মানুষের অভিনয় উপহার দিয়েছে নান্দীকার কলকাতার নাট্যামোদী মানুষদের কাছে৷ মঞ্চায়ন করেছে মনে রাখার মতো কতো নাটক৷ ১৯৭৯ সালে প্রায় দৃষ্টিহীন অবস্থায় নান্দীকার প্রযোজিত ‘মুদ্রারাক্ষস' নাটকে চাণক্যের ভূমিকায় অভিনয় করেছিলেন শম্ভূ মিত্র স্বয়ং৷ দারুণ সাড়া ফেলেছিল নাটকটি৷ নান্দীকারের প্রাণপুরুষ রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং তাঁর স্ত্রী স্বাতিলেখা সেনগুপ্তর অভিনয়ও সদা নজর কাড়ে সবার৷

‘নান্দীকার জাতীয় নাট্যমেলা'-র শুরুটা ছিল ১৯৮৪ সালে৷ নান্দীকারের জন্মলগ্ন উপলক্ষে নতুন কিছু করার তাগিদে, সেই প্রথমবার অনুষ্ঠিত হয় ‘নান্দীকার জাতীয় নাট্যমেলা'৷ তবে সে সময় এই উৎসব ছিল মাত্র দু'দিনের৷ তখন দল ছিল ছোট৷ এখন ১০ দিনব্যাপী এক উৎসবে পরিণত হয়েছে এই বাৎসরিক নাট্যমেলা৷

ছবি: DW

শোনা যাচ্ছে, এবছরের এই নাট্যমেলায় যোগ দিতে প্রায় ১০টি দল কলকাতায় আসছে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে৷ এদের মধ্যে রয়েছে অসম, মধ্যপ্রদেশ, দিল্লি, জম্মু ও কাশ্মীর, ওড়িশা এবং মাহারাষ্ট্র৷ এমনকি, সুদূর ইজরায়েল আর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের নাটকও দেখার সুযোগ থাকবে এবার৷ এছাড়া, নান্দীকার-এর নিজস্ব নির্দেশনা এবং প্রযোজনায় মঞ্চস্থ করা হবে মোট পাঁচটি নাটক৷ যার মধ্যে দু'টিতে অভিনয় করবেন দলের তরুণ প্রজন্ম৷

শুক্রবার সন্ধ্যায়, নাট্যমেলার উদ্বোধনী আনুষ্ঠানে মঞ্চস্থ হবে দেবেশ চট্টোপাধ্যায়ের নির্দেশনা এবং ‘মিনার্ভা রেপার্টারি' নাট্যদলের প্রযোজনায় ‘দেবী সর্পমস্তা' নাটকটি৷

বলাই বাহুল্য, নাট্যমেলার জন্মলগ্নে এই উদ্যোগের প্রশংসা করেছিলেন শম্ভূ মিত্র৷ অভিনন্দন জানিয়েছিলেন গিরীশ করনাড, শ্রীরাম লাগুর মতো নাট্যব্যক্তিত্ব৷ তাই আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও, ২৮ বছর ধরে জাতীয় নাট্যমেলার এই বিরতিহীন পথচলা, নাট্যশিল্পী এবং দর্শকদের এক পরম প্রাপ্তি৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ