1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাদালকে হারিয়ে জকোভিচের শিরোপা জয়

৯ মে ২০১১

মাদ্রিদ ওপেন’এ পুরুষ এককের শিরোপা জিতে নিলেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জকোভিচ৷ আর মেয়েদের চ্যাম্পিয়নশিপ লুফে নিয়েছেন চেক প্রজাতন্ত্রের পেট্রা কভিতোভা৷

জকোভিচের কাছে হারলেন নাদালছবি: AP

নিজের মাটিতেও হার মানতে হলো টেনিস ব়্যাংকিং'এর সেরা খেলোয়াড়, স্পেনের রাফায়েল নাদাল'কে৷ বিশ্ব ব়্যাংকিং'এর এ মুহূর্তের বিচারে দু'নম্বরে থাকা জকোভিচ, খুব সহজেই যেন নাদাল'এর স্বপ্নকে শুধুমাত্র দিবাস্বপ্নে পরিণত করলেন৷ রবিবার নাদাল'কে ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে চলতি মৌসুমে নিজের জয়ের ধারা যেন অক্ষুন্ন রাখলেন তিনি৷ তাও আবার ‘ক্লে কোর্ট'এ৷ দশ বারের চেষ্টায় অবশেষ ‘ক্লে কোর্ট'এর রাজা নাদাল'কে যেন নিজ রাজত্বেই ঘায়েল করলেন জকোভিচ৷

জেতার পরপরই উচ্ছ্বসিত জকোভিচ বলেন, ‘‘আমার মনে হয়, এটাই আমার এখনও পর্যন্ত সবচেয়ে ভালো পারফরম্যান্স৷ আমি সত্যিই অবিশ্বাস্য এক আক্রমণাত্মক ম্যাচ খেলেছি৷ তবে জিততে পারবো - এই বিশ্বাস নিয়েই আজ কোর্টে নেমেছিলাম আমি৷ তাই আমার জন্য, এটা ছিল একটা দারুণ ম্যাচ৷''

অন্যদিকে, জকোভিচের প্রশংসা করে নাদাল বলেন, ‘‘আমি একজন অসম্ভব ভালো খেলোয়াড়ের বিপক্ষে কোর্টে নেমেছিলাম৷ এ বছর প্রথম থেকেই তিনি দারুণ খেলছেন৷ আজও তিনিই ভালো খেলেছেন৷ তাই এই জয় তো মেনে নিতেই হবে৷''

বলাই বাহুল্য, ২০১১ সালে অসাধারণ ফর্মে আছেন নোভাক জকোভিচ৷ এ'বছর এটা তাঁর ষষ্ঠ শিরোপা৷ শুধু তাই নয়, এই নিয়ে টানা ৩২টি ম্যাচে অপরাজিত রয়েছেন জকোভিচ৷ অর্থাৎ কিনা, টেনিস ‘গ্রেট' বিয়োন বর্গকেও ছাড়িয়ে গেছেন তিনি৷ টেনিসপ্রেমীদের নিশ্চয়ই মনে আছে, ১৯৮০ সালে টানা ৩১টি ম্যাচ জিতেছিলেন বর্গ৷ তবে বর্গ'এর রেকর্ড মাৎ করলেও, জকোভিচ'এর সামনে এখনও আছেন জন ম্যাকেনরো৷ ১৯৮৪ সালে টানা ৪২টি ম্যাচে অপরাজিত ছিলেন ঐ বিশ্ববন্দিত মার্কিন টেনিস তারকা৷

এর আগে, মেয়েদের এককে চেক প্রজাতন্ত্রের কভিতোভা ৭-৬ (৩) ও ৬-৪ গেমে ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কাকে হারিয়ে জিতে নেন মাদ্রিদ ওপেন৷ উল্লেখ্য, এই মৌসুমে এটা তাঁর তৃতীয় শিরোপা৷

প্রতিবেদন: দেবারতি গুহ / বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ