1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাদাল, মারে এবং রডিকের অভিযোগ

৯ সেপ্টেম্বর ২০১১

খারাপ আবহাওয়ার কারণে ইউ এস ওপেনের বেশ কিছু খেলার সময়সূচির পরিবর্তন করা হয়েছে৷ এর ফলে কোন কোন খেলোয়াড়ের ওপর বাড়তি চাপ পড়েছে৷

রাফায়েল নাদালছবি: AP

এই বাড়তি চাপের ফলে অভিযোগ করেছেন অনেক তারকা খেলোয়াড়ই৷ এদের মধ্যে রাফায়েল নাদালের কন্ঠ শোনা যাচ্ছে সবচেয়ে বেশি৷

প্রায় দুদিন খেলা বন্ধ ছিল বৃষ্টির কারণে৷ তাই খেলা পিছিনে দেয়া হয়েছে৷ মাঝখানে একটি দিনও বিরতি পাননি অনেক খেলায়াড়৷ রাফায়েল নাদাল অভিযোগ করেছেন পরপর চারদিন তাকে খেলতে হয়েছে৷ বিরতি পাননি, ক্লান্ত ছিলেন৷ কিন্তু কোন অভিযোগই কানে তোলেননি কর্তৃপক্ষ৷ নাদালের এই অভিযোগকে সমর্থন করেন অ্যামেরিকান খেলায়াড় এ্যান্ডি রডিক এবং ব্রিটিশ টেনিস তারকা এ্যান্ডি মারে৷ মারে বলেন,‘‘চারদিনে পরপর চারটি খেলা ছিল বিরতি ছাড়া৷ অথচ আগে তিনটির বেশি খেলা দেয়া হত না৷ যারা নিয়মিত টেনিস খেলেন তারাই শুধু বুঝবেন শরীর এবং মনের ওপর এটা কত বড় একটি চাপ৷''

এ্যান্ডি রডিক কর্তৃপক্ষের সঙ্গে প্রায়ই কোর্টের অবস্থা নিয়ে বিতর্ক করেন বলে শোনা গেছে৷ তিনি জানান, ‘‘এখন খেলোয়াড়দের এগিয়ে আসা উচিত এ বিষয়ে কথা বলার জন্য৷ এককভাবে অভিযোগ করে কিছু হবে না৷ সবাইকে একসঙ্গে কথা বলতে হবে৷''

বৃষ্টির কারণে কোর্ট ঠিকমত শুকায়নি, বলের গতির পরিবর্তন হচ্ছে – এ ধরণের অভিযোগ করে আসছেন খোলেয়াড়রা৷ পরপর চার বছর মেন্স ফাইনাল হল সোমবার৷ টুর্নামেন্ট ডিরেক্টর জিম কার্লে জানান,‘‘আমরা আমাদের সিডিউল বেশ ভালভাবে পরীক্ষা করা দেখেছি৷ খেলায়াড় এবং দর্শকদের কথা চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি৷ সব ধরণের সিদ্ধান্ত নেয়ার আগে খেলায়াড়দের সঙ্গে কথা বলা হয়৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ