1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নানের সঙ্গে পুলিশের ফুটবল খেলার ভিডিও দেখছেন সবাই

৬ জুন ২০১৭

ইউটিউবে সার্চ দিলে অনেককেই ফুটবল নিয়ে নানারকম কসরত করতে দেখা যায়৷ তবে এতদিন গির্জার নান-কে এভাবে সময় কাটাতে দেখা যায়নি৷ এবার দেখা গেল, তা-ও আবার সন্ন্যাসিনীর পোশাক পরে৷

ছবি: Facebook/Garda Síochána

আয়ারল্যান্ডের লিমেরিক শহরের এই নান স্থানীয় এক পুলিশ কর্মকর্তার সঙ্গে ‘কিপি-আপ্পি' খেলছিলেন৷ এর মানে হচ্ছে, দুজন মিলে বলটিকে হাতে না ধরে মাটিতে পড়তে না দিয়ে যতক্ষণ সম্ভব একজন আরেকজনকে দেয়ার চেষ্টা করা৷

পুলিশের ঐ কর্মকর্তাও পোশাক পরা অবস্থায় ছিলেন৷ তাঁদের এই বল খেলার ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছে ‘গ্যার্ডা সিওচানা' নামের আইরিশ পুলিশ বাহিনী৷

৩১ মে আপলোড করা ভিডিওটি ৫ জুন পর্যন্ত দশ লাখেরও বেশিবার দেখা হয়েছে৷

ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, ‘‘আমরা ঠিক জানি না কে জিতেছেন৷ আরেকটি ম্যাচের আয়োজন করতে হবে৷''

 

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ