1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

নাভালনির ২০ বছর জেলের দাবি সরকারপক্ষের

২১ জুলাই ২০২৩

রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের কট্টর বিরোধী নাভালনির জন্য আরো ২০ বছরের কারাদণ্ড চাইলো সরকারি আইনজীবীরা।

ভিডিও লিংকের সাহায্যে নাভালনি শুনানিতে অংশ নেন।
ভিডিও লিংকের সাহায্যে নাভালনি শুনানিতে অংশ নেন। ছবি: Natalia KOLESNIKOVA/AFP

ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগে ১১ বছরের বেশি সময় জেলে কাটিয়েছেন নাভালনি। তিনি বারবার বলেছেন, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা আনা হয়েছে। এবারও তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি উগ্রপন্থার সমর্থক।

নাভালনির রাজনৈতিক বন্ধু ইভান ঝাডানভ জানিয়েছেন, রাশিয়ার সরকারি আইনজীবী আদালতের কাছে আবেদন জানিয়েছেন, নাভালনির যেন আরো ২০ বছর জেল হয়। কারণ, তিনি উগ্রপন্থাকে উসকানি দেন, তার জন্য অর্থসাহায্য করেন।

নাভালনি ও তার সঙ্গীদের দাবি, আবার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই শাস্তি চেয়েছেন সরকারি আইনজীবী।

সরকারি সংবাদসংস্থা তাস জানিয়েছে, আগামী ৪ অগাস্ট আদালত রায় জানাবে।

নাভালনির সমালোচনা

বৃহস্পতিবার আদালতের রুদ্ধদ্বার কক্ষে নাভালনির বিরুদ্ধে মামলার শুনানি চলে। সেখানে নাভালনি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা করেছেন। নাভালনি বলেছেন, ''রাশিয়া গরিব মানুষদের হয় কাদার বা রক্তের পুকুরে ফেলে দিচ্ছে। তাদের হাত-পা ভাঙছে। লাখো মানুষ মারা যাচ্ছেন। একুশ শতকের সবচেয়ে বুদ্ধিহীন ও চেতনাহীন লড়াই চলছে।''

ক্রমলিনের দাবি, তারা এই মামলা নিয়ে কোনো হস্তক্ষেপ করছে না। আদালত যা ঠিক করবে তাই হবে।

জিএইচ/এসজি(এপি, এএফফি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ