1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাম ‘বেঙ্গলস’, তবে ক্লাব অ্যামেরিকার

২৯ আগস্ট ২০১০

অ্যামেরিকান ফুটবল লিগে খেলছে বেঙ্গলস৷ ভিরমি খাওয়ার মতোই দশা৷ কারণ অ্যামেরিকান ফুটবল তো আর আমাদের মতো ফুটবল নয়৷ হাত-পা-মাথা, দেহের সব অঙ্গ দিয়েই খেলতে হয় এই খেলা৷ তাহলে অ্যামেরিকার সিনসিনাটিতে এই ক্লাবটি এলো কোথা থেকে?

হেলমেট দেখেই চেনা যায় সিনসিনাটি বেঙ্গলস' এর খেলোয়াড়দেরছবি: AP

সিনসিনাটি, অ্যামেরিকান ওহাইয়ো রাজ্যের একটি শহর৷ সেই শহরেরই ক্লাব বেঙ্গল, পুরো নাম ‘সিনসিনাটি বেঙ্গলস'৷ নাম ধরে যদি কেউ যদি মনে করেন, সুদূর অতীতে কোনো বাঙালি এসে এই ক্লাবটি গড়ে দিয়ে গেছে, তাহলে বড় ভুল করবেন৷ এই ভুল না করতে গিয়ে যদি কেউ ভাবেন, ধুর ছাই! বাংলার সঙ্গে এর কোনো সম্পর্কই নেই, তাহলেও ঠিক কাজটি হবে না৷ দূরান্বয়ী হলেও একটা সম্পর্ক কিন্তু আছে৷ আর সেই সেতুবন্ধন তৈরি করে দিয়েছে বাঘ৷ বেঙ্গল টাইগারের নামেই এই ক্লাবটির নাম হয়েছে৷

অ্যামেরিকাকে ইন্ডিয়া বা ভারত ভেবে সেখানে পা রেখেছিলেন ক্রিস্টোফার কলম্বাস৷ তবে কোনো বেঙ্গল টাইগার সেই রকম ভুল করে অ্যাটলান্টিকের ওপারকে আবাস হিসেবে বেছে নেয়নি৷ নিয়েছে বাধ্য হয়ে৷ সিনসিনাটি শহরের চিড়িয়াখানাটির বেশ নাম-ডাক আছে৷ আর তার শোভা বাড়িয়ে তোলে একটি বাঘ, বেঙ্গল টাইগার৷ আর তা থেকেই এই নাম৷

বাঘের মতই ক্ষিপ্র বেঙ্গলসের খেলোয়াড়রাছবি: AP

সিনসিনাটির ক্লাবটির বয়স ৪৩ বছর৷ তখন থেকেই এর নাম বেঙ্গল৷ তবে এই নামের পেছনে আরো ঘটনা আছে৷ একই নামে আরেকটি ক্লাবও ছিল সেখানে৷ সেই সম্পর্কে জানতে আমাদের ফিরে যেতে হবে আরো পেছনে, দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগে৷ ১৯৩৭ সাল থেকে ১৯৪২ সাল পর্যন্ত তিনটি অ্যামেরিকান লিগে খেলেছিল বেঙ্গল নামে আরেকটি দল, অবশ্য তা টিকে থাকেনি৷ ১৯৬৭ সালে নতুন দল গড়ার সময় পল ব্রাউনের মনে ধরে বেঙ্গল নামটি, হয়ে গেল নাম৷ অ্যামেরিকান ফুটবলে পল ছিলেন হোমরা-চোমরাদের একজন৷ কোচিংয়ে ছিলেন বহুদিন৷ লিগ চালুর ক্ষেত্রেও তাঁর অবদান আছে৷

‘সিনসিনাটি বেঙ্গলস' দলের লোগো আর জার্সিতেও বাঘের মতো ডোরাকাটা দাগ৷ কমলা আর কালো রঙের৷ অ্যামেরিকান খেলা দেখলে মনে হয় রেসলিং, ফুটবল, হ্যান্ডবল- সব জোড়া লাগিয়েই যেন তা খেলা হয়৷ তাই এটি খেলতে হেলমেটও লাগে৷ আর তাতেও কমলা-কালো ডোরাকাটা দাগ৷ ১৯৬৮ সাল থেকে খেললেও এখন পর্যন্ত লিগ চ্যাম্পিয়ানশিপ অধরাই থেকে গেছে সিনসিনাটি বেঙ্গলের কাছে৷ তবে কনফারেন্স চ্যাম্পিয়ানশিপ জিতেছে দু'বার, ১৯৮১ আর ১৯৮৮ সালে৷ আঞ্চলিক শিরোপা জিতেছে সাতবার৷ সব মিলিয়ে সাফল্যের পাল্লা খুব হালকা নয়৷

পল ব্রাউন গত হয়েছেন ১৯৯১ সালে৷ পলের পর তাঁর ছেলে মাইক ব্রাউন কাঁধে তুলে নিয়েছেন ক্লাবটি চালানোর দায়িত্ব৷ পলের নামে একটি স্টেডিয়াম আছে এখন সিনসিনাটিতে৷ সেটাই বেঙ্গলস'এর হোম গ্রাউন্ড৷ বেঙ্গলের খেলা হলেই ভরে যায় স্টেডিয়াম, মুখর হয়ে ওঠে করতালিতে৷ হোক না অ্যামেরিকান ক্লাব, হোক না দর্শকরা সবাই অ্যামেরিকান৷ তবুও বেঙ্গলের নামে তো পড়ে৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ