1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে: সম্ভাব্য মেয়রপ্রার্থীরা

২৪ সেপ্টেম্বর ২০১১

নব গঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অবৈধ অস্ত্র উদ্ধার এবং এখনকার প্রশাসনিক কর্মকর্তাদের সরিয়ে দেয়ার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা৷

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশনছবি: DW/Samir Kumar Dey

রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরাও এর সঙ্গে একমত৷ নির্বাচন কমিশন বলেছে, তারা নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সব কিছুই করবেন৷

সেলিনা হায়াত আইভি সদ্য বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন৷ তিনি নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়রপ্রার্থীদের একজন৷ তিনি মনে করেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নারায়ণগঞ্জের বর্তমান প্রশাসনে রদবদল প্রয়োজন৷

আওয়ামী লীগের আরেকজন সম্ভাব্য মেয়র প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমান মনে করেন, বর্তমান নির্বাচন কমিশনের মাধ্যমেই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে৷ যা মডেল হয়ে থাকবে৷

আর বিএনপির সম্ভাব্য প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্বাচন কমিশনকে কিছু জটিলতা কমাতে হবে৷

এদিকে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন সুষ্ঠু নির্বাচনের জন্য ডিসি ও এসপিসহ থানার ওসিদের অবিলম্বে বদলির দাবি জানিয়েছেন৷ আর বিএনপি নেতা এবিএম কামালও মনে করেন, নতুন এবং নিরপেক্ষ প্রশাসন ছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়৷ নাগরিক কমিটির সদস্য রফিক উর রবি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে৷

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ফরহাদ হোসেন জানান, তারা ইতিমধ্যেই কাজ শুরু করছেন৷ সম্ভাব্য প্রার্থীদের কেউ আচরণবিধি লঙ্ঘন করছে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে৷

আগামী ৩০শে অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ১৭টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখের কিছু বেশি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ