1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারায়ণগঞ্জের প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময়

২৩ অক্টোবর ২০১১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মত বিনিময়ে প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা বলেছেন, নির্বাচনে কোন কেন্দ্রে সন্ত্রাস বা কারচুপির ঘটনা ঘটলে সেই কেন্দ্রের ভোট বন্ধ করে দেয়া হবে৷

সিইসি হুদা ও কমিশনার সাখাওয়াতছবি: DW/Samir Kumar Dey

নির্বাচন কমিশন সন্তুষ্ট না হওয়া পর্যন্ত যতবার প্রয়োজন ততবার ভোট গ্রহণ করা হবে৷ আর নির্বাচনের পরও দু'দিন সেনা মোতায়েন থাকবে৷

নারায়ণগঞ্জে মত বিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা প্রথমে প্রার্থীদের বক্তব্য শোনেন৷ মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী অভিযোগ করেন প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না৷ তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম ওসমানের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতা ব্যবহারের অভিযোগ তোলেন৷ বিশেষ করে তাঁর ভাই স্থানীয় সংসদ সদস্য নাসিম ওসমান নির্বাচনকে প্রভাবিত করতে নানা তৎপরতা চালাচ্ছে বলে আইভীর অভিযোগ৷ তিনি ইলেকট্রনিক ভোটিং-এর এলাকা নিয়েও আপত্তি করেন৷ আর ৩০শে অক্টোবর নির্বাচনের দিন একজন নির্বাচন কমিশনারকে নারায়ণগঞ্জে উপস্থিত থাকার অনুরোধ জানান৷

বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার দাবী করেন, নির্বাচনে টাকার ছড়াছড়ি হচ্ছে৷ তিনি নির্বাচন কমিশনকে বিষয়টি গভীরভাবে অনুসন্ধানের অনুরোধ জানান৷

এদিকে, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শামীম ওসমান দাবী করেন, তাঁর বিরুদ্ধে কল্পিত এবং আজগুবি অভিযোগ করা হচ্ছে৷

প্রার্থীদের বক্তব্য শোনার পর প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা জানান, সবাই যাতে নিরাপদে এবং স্বাধীনভাবে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন৷ কোন কেন্দ্রে সন্ত্রাস বা কারচুপির ঘটনা ঘটলে সেই কেন্দ্রের ভোট বন্ধ করে দেয়া হবে৷

প্রধান নির্বাচন কমিশনার জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাচনের দিন কেন্দ্রগুলাতে সিসিটিভিও ব্যবহার করা হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ