1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারায়ণগঞ্জে নির্বাচনকে ঘিরে জোরালো তৎপরতা

২৭ অক্টোবর ২০১১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন৷ মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণের ঘটনা নিয়েও তদন্ত শুরু হয়েছে৷

ফাইল ফটোছবি: Mustafiz Mamun

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন আজ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন প্রস্তুতি দেখতে সেখানে যান৷ তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন৷ কথা বলেন প্রার্থীদের সঙ্গে৷ এরপর তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে চেকপোষ্ট বসিয়ে তল্লাশির সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ কারুর কাছে সন্দেহজনক পরিমাণ টাকা পেলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে৷ সদুত্তর দিতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন ম্যাজিষ্ট্রেট৷

তিনি জানান, কাল মধ্য রাতের পর কোন বহিরাগত নারায়ণগঞ্জে অবস্থান করতে পাবেন না৷ আর প্রচার প্রচারণায় মন্ত্রী পদমর্যাদার যারা অংশ নিয়েছেন, তারা নির্বাচনী আচরণ বিধি লংঘন করছেন৷ এব্যাপারে তদন্ত চলছে৷ তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে৷

এম সাখাওয়াত হোসেন জানান, নির্বাচন যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় তার পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে৷ আইন শৃঙ্খলা রক্ষায় কোন ত্রুটি রাখা হয়নি৷

নির্বাচন কমিশনার জানান ইলেকট্রনিক ভোটিং বা ইভিএম নিয়ে কিছু ভুল ধারণা থাকলেও তা কেটে যাচ্ছে৷ মানুষ যখন সরাসরি পদ্ধতিটি দেখছে তখন তাদের সংশয় কেটে যাচ্ছে৷

তবে মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি আজো ইভিএম বাতিলের দাবি জানিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ