1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারায়ণগঞ্জে প্রার্থীদের সংযত আচরণের আহ্বান জানালো নির্বাচন কমিশন

২৫ অক্টোবর ২০১১

নির্বাচন কমিশন বলেছে, তাদের আচরণের কারণে নির্বাচনে উত্তেজনা সৃষ্টি হচ্ছে৷ আর বিএনপি বলেছে, এই নির্বাচন কমিশনের অধীনে নারায়ণঞ্জে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়৷

ফাইল ফটোছবি: Mustafiz Mamun

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের বাকি আর মাত্র ৪ দিন৷ আর শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় প্রার্থীরা করছেন অভিযোগ, পাল্টা অভিযোগ৷ মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী দাবি করছেন, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শামীম ওসমান এবং বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার ডামি প্রার্থী দাঁড় করিয়েছেন৷ যাতে ওইসব প্রার্থীর এজেন্টরা একজোট হয়ে তার নির্বাচনি এজেন্টদের ওপর নির্বাচনের দিন চাপ সৃষ্টি করতে পারে৷ আর বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার দাবি করছেন, টাকা দিয়ে ভোট কেনার চক্রান্ত শুরু হয়েছে৷ ভোটারদের ভয় ভীতিও দেখানো হচ্ছে৷
আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শামীম ওসমানও দাবি করেন, নির্বাচনে টাকার ছড়াছড়ি চলছে৷ আর প্রার্থীদের এই অভিযোগ এবং পাল্টা অভিযোগ নিয়ে চিন্তিত নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রার্থীদের সংযত হতে বলেছেন৷
এদিকে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই নির্বাচন কমিশনের অধীনে শুধু নারায়ণগঞ্জ নয়, কোন নির্বাচনই নিরপেক্ষ হবেনা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ