নারায়ণগঞ্জে প্রার্থীদের সংযত আচরণের আহ্বান জানালো নির্বাচন কমিশন
২৫ অক্টোবর ২০১১ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের বাকি আর মাত্র ৪ দিন৷ আর শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় প্রার্থীরা করছেন অভিযোগ, পাল্টা অভিযোগ৷ মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী দাবি করছেন, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শামীম ওসমান এবং বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার ডামি প্রার্থী দাঁড় করিয়েছেন৷ যাতে ওইসব প্রার্থীর এজেন্টরা একজোট হয়ে তার নির্বাচনি এজেন্টদের ওপর নির্বাচনের দিন চাপ সৃষ্টি করতে পারে৷ আর বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার দাবি করছেন, টাকা দিয়ে ভোট কেনার চক্রান্ত শুরু হয়েছে৷ ভোটারদের ভয় ভীতিও দেখানো হচ্ছে৷
আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শামীম ওসমানও দাবি করেন, নির্বাচনে টাকার ছড়াছড়ি চলছে৷ আর প্রার্থীদের এই অভিযোগ এবং পাল্টা অভিযোগ নিয়ে চিন্তিত নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রার্থীদের সংযত হতে বলেছেন৷
এদিকে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই নির্বাচন কমিশনের অধীনে শুধু নারায়ণগঞ্জ নয়, কোন নির্বাচনই নিরপেক্ষ হবেনা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন