1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারায়ণগঞ্জে বোমা উদ্ধার, দুই জঙ্গি গ্রেপ্তার

১২ জুলাই ২০২১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্দেহজনক জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে তিনটি বোমা ও বোমা তৈরির নানা সরঞ্জাম পেয়েছে পুলিশ ৷ এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়৷ তারা নব্য জেএমবির সদস্য বলে সিটিটিসির দাবি৷

প্রতীকী ছবিছবি: picture-alliance/NurPhoto/Z. Chowdhury

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায় , রোববার রাতে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং সোয়াট পাঁচগাঁও এলাকার নোয়াগাঁওয়ের মিয়া সাহেবের বাড়িতে অভিযান চালায়৷ সেই সময় রাত পৌনে ১১টা থেকে ১১টা ১০ মিনিটের ভেতর পরপর তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়৷

অভিযান শেষে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, বাড়িটিতে তিনটি শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে সোয়াট ও বম্ব ডিসপোজল ইউনিট৷ এছাড়া বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে৷ ওই বাড়িতে থাকা ব্যক্তিকে আগে গ্রেপ্তার করা হয়েছিল৷ তার তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়৷ 

একতলা বাড়িটির পাশে একটি মসজিদ রয়েছে৷ বাড়িটিতে বিস্ফোরক দ্রব্য আছে সন্দেহে সিটিটিসি ঘিরে রেখেছে বলে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান৷ স্থানীয়দের তথ্য অনুযায়ী মসজিদটির মুয়াজ্জিন আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তারের পর তার ঘরেই অভিযান চালানো হয়৷

পাঁচগাঁও এলাকার ফাইজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্প্রতি আব্দুল্লাহ আল মামুন (২৫), খালিদ হাসান ভূঁইয়া (২৩) ও শফিকুল ইসলাম হৃদয় (১৮) নামে তিনজনকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ধরে নেওয়া হয়৷ গত মে মাসে নারায়ণগঞ্জের একটি পুলিশ বক্সে যে বোমা পেতে রাখা হয়েছিল, সেটি মামুনের ঘর থেকে সরবরাহ করা হয়েছিল বলে পুলিশের দাবি৷ বোমা পেতে রাখার মামলাটি তদন্ত করছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট৷ ওই বোমার সূত্র ধরেই রোববারের এই অভিযান চলে৷ একই দিনে যাত্রীবাড়ি এলাকা থেকে মামুন ওরফে ডেভিড কিলারকেও গ্রেপ্তার করা হয়৷

এই অভিযানের সূত্রে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর কাজীপাড়া এলাকায় আরেকটি ‘আস্তানা'র সন্ধান পাওয়া গেছে এবং সেটিও ঘিরে রাখা হয়েছে৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ