1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারায়ণগঞ্জে ভুয়া ভোটারের অভিযোগ তুললেন মেয়র প্রার্থী আইভি

২৫ অক্টোবর ২০১১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভুয়া ভোটারের সুনির্দিষ্ট অভিযোগ করেছেন মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি৷ বিএনপির মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারও তার অভিযোগকে সমর্থন করছেন৷

নির্বাচন কমিশনের ফাইল ছবিছবি: DW/Samir Kumar Dey

তবে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান বলেন, ভুয়া ভোটার করার সুযোগ নেই৷ ভুলভ্রান্তি থাকলে তা সংশোধন করা যেতে পারে ৷ নির্বাচন কমিশন এই অভিযোগ তদন্ত করে দেখেছে৷

সেলিনা হায়াত আইভি অভিযোগ করেন, নারায়ণগঞ্জের ১২ নম্বর ওয়ার্ডে এক হাজার ভুয়া ভোটার আছে৷ ওই ভোটারদের বাস্তবে কোন অস্তিত্ব নেই৷ তিনি ভোটার তালিকাসহ নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন৷ তার ধারণা, অন্যান্য ওয়ার্ডেও এরকম ভুয়া ভোটার থাকতে পারে৷ একজন প্রার্থীর পক্ষে এসব ভুয়া ভোটার করা হয়েছে৷

তৈমুর আলম খন্দকারও একই ধরনের অভিযোগ করেন৷ তিনি বলেন, কিছু নতুন ভোটারেরও আবেদন পড়েছে৷ তিনি তাদের ভোটার না করার অনুরোধ করেছেন নির্বাচন কমিশনকে৷

শামীম ওসমান বলেন, ভুয়া ভোটার করার কোন সুযোগ নেই৷ আর তার দিকে অভিযোগের আঙুল উঠানো ঠিক নয়৷ ভোটার তালিকায় কোন ভুল ভ্রান্তি থাকলে তা সংশোধনের সুযোগ আছে৷

নির্বাচন কমিশনের জেলা রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান জানান, তারা অভিযোগের তদন্ত করছেন৷ প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে৷

এদিকে ১২ নম্বর ওয়ার্ড বস্তি এলাকা হওয়ায় কিছু লোক ভোটার হওয়ার পর স্থান বদল করতে পারে৷ তবে তা এত বেশি সংখ্যায় হওয়ার সম্ভাবনা কম বলে জানান ওই এলাকার বাসিন্দারা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ