1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আট জন

২ অক্টোবর ২০১১

নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মোট আট জন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ ভোট গ্রহণ করা হবে ৩০শে অক্টোবর৷

ফাইল ফটোছবি: Mustafiz Mamun

নির্বাচন কমিশনার ছহুল হোসাইন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন৷

কোন রকম শো ডাউন ছাড়াই আজ মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন৷ মেয়র পদে যে আট জন মানোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে সাবেক পৌর মেয়র সেলিনা হায়াত আইভি এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমান আওয়ামী লীগের সমর্থন আশা করছেন৷ আর তৈমূর আলম খন্দাকার বিএনপির সমর্থনে মনোনয়নপত্র জমা দেন৷ তৈমূর আলম খন্দকার দাবী করেন, নারায়ণগঞ্জের বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়৷

তবে  নির্বাচন কমিশনার ছহুল হোসাইন জানিয়েছেন প্রশাসনের বিরুদ্ধে তারা এখনো কোন অভিযোগ পাননি৷ পেলে ব্যবস্থা নেয়া হবে৷

তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ব্যবস্থা নেয়া হবে৷ অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতারে শিগগিরই অভিযান শুরু হবে৷ তবে সেনাবাহিনী মোতায়েন করা হবে না৷

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ১৭টি ওয়ার্ডে মোট ভোটার চার লাখের কিছু বেশি৷এর মধ্যে নয়টি ওয়ার্ডে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতে৷ যার ফলে এই নির্বাচন নানা দিক দিয়ে গুরুত্বপূর্ন৷ এদিকে নারায়ণগঞ্জের ভোটাররা এবার মেয়র নির্বাচনে উন্নয়ন,সন্ত্রাস, শিক্ষা, নারী অধিকারসহ নানা বিষয় মাথায় রাখছেন৷

নির্বাচনে ১৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রায় দু'শতাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ এবার নির্বাচন কমিশন নিজস্ব কর্মকর্তাকে রিটার্নিং অফিসার নিয়োগ করে আরো নয় জন জেলা নির্বাচন কর্মকর্তাকে দিয়ে এই নির্বাচন পরিচালনা করবে৷ প্রতিটি ওয়ার্ডে একজন ম্যাজিস্ট্রেটসহ থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ