1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীকে রাস্তায় ফেলে লাথি মারলেন বিজেপি বিধায়ক

৪ জুন ২০১৯

এলাকার পানি সংকট নিয়ে কথা বলতে গিয়েছিলেন নীতু তেজওয়ানি৷ কিন্তু সমস্যার প্রতিকার দূরে থাক, উল্টো ওই নারীর উপর সদলে ঝাঁপিয়ে পড়লেন বিজেপির বিধায়ক বলরাম থাবানি৷ তাঁকে রাস্তায় ফেলে লাথি মারতে থাকলেন তাঁরা৷

Bangladesch Anwältin wird in Dhaka angegriffen
প্রতীকী ছবিছবি: DW

হেনস্তার এ ঘটনা ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটের আহমেদাবাদ৷ বলরাম সেখানকার নারোদা এলাকার বিধায়ক৷

এভাবে প্রকাশ্যে নারী হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বইছে সমালোচনার ঝড়৷ বলরামকে গ্রেপ্তারের পাশাপাশি দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন অনেকে৷

ওই ভিডিওতে দেখা যায়, নীতু তেজওয়ানিকে লাথি মারছেন নারোদার বিধায়ক বলরাম ও তাঁর সঙ্গীরা৷ এক পর্যায়ে নীতুর চুলে হেচকা টান মারেন তিনি৷ অন্য একজন আটকানোর আগ পর্যন্ত লাথি মারতে থাকেন তিনি৷

স্থানীয়দের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নীতু ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি ) সমর্থক৷ নারোদায় পানির সংকট নিয়ে আন্দোলন চালিয়ে আসছে ওই সংগঠন৷ হামলার ঘটনায় বলরামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নীতু৷

আত্মরক্ষার জন্য ওই কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেছেন বিধায়ক বলরাম৷ ‘‘আমি আমার ভুল স্বীকার করছি৷ তবে এটা ইচ্ছাকৃত ছিল না৷ ২২ বছর ধরে আমি রাজনীতিতে আছি, কখনো এই ধরনের ঘটনা ঘটেনি৷ আমি তার কাছে ক্ষমা চাইছি,'' বলরামকে উদ্ধৃত করে জানিয়েছে এএনআই৷

পরে মিষ্টি নিয়ে নীতুর বাড়িতে যান বলরাম এবং তাঁর হাতে রাখি বেঁধে দেন৷ 

বলরাম কর্তৃক নারী হেনস্থার ঘটনায় নিন্দা জানিয়েছে গুজরাটবিজেপিও৷  ‘‘এটি একটি লজ্জাজনক ঘটনা। আমি ওঁর আচরণের নিন্দা করি। একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন দুর্ব্যবহার কখনওই কাম্য নয়,'' দলের মুখপাত্র ভরত পাণ্ডিয়াকে উদ্ধৃত করে লিখেছে আনন্দবাজার পত্রিকা৷

এমবি/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ