1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীদের জন্য উত্থান পতনের বছর ২০১১

২ জানুয়ারি ২০১২

২০১১ সালে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে বাংলাদেশে৷ কোনটি ছিল নরীদের জন্য বেশ ইতিবাচক৷ আবার কোনটি ছিল পিছিয়ে পড়ার লক্ষণ৷ তবে সবমিলিয়ে কেমন কেটেছে ২০১১?

The Bangladesh team wave from the podium after receiving their silver medal in the women's cricket at the 16th Asian Games in Guanghzou, China, Friday, Nov. 19, 2010. Pakistan defeated Bangladesh by ten wickets. (AP Photo/Mark Baker)
প্রমীলা ক্রিকেট দলছবি: AP

২০১১ সালের কোন্ ঘটনাগুলো আপনাকে নাড়া দিয়েছে? এ প্রশ্নের উত্তরে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম জানান,‘‘২০১১ সালে ইতিবাচক অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশে৷ প্রথমেই বলতে হবে এ বছর ক্রিকেটে প্রমিলা ক্রিকেট দল ওয়ান ডে স্ট্যাটাস পেয়েছে৷ আয়ারল্যান্ড এবং অ্যামেরিকার মত দেশ থেকে আসা দলগুলোকে হারিয়েছে৷ ২০০৩/৪ সালেও মেয়েদের খেলাধুলাকে খুবই নেতিবাচকভাবে দেখা হত৷ সমালোচনা করা হত খোলাখুলি৷ তবে যে সাফল্য তারা দেখিয়েছে, পতাকা হাতে নিয়ে বলিষ্ঠভাবে মেয়েরা যেভাবে এগিয়ে গেছে সেটা স্বাধীনতার ৪০ বছরের অত্যন্ত ইতিবাচক একটা দিক চিহ্নিত করে৷''

নারী নেত্রী আয়েশা খানমছবি: BMP

কোন ঘটনাগুলো নেতিবাচক বলে মনে হয়েছে? আয়েশা খানম জানান, ‘‘নারীদের ওপর সহিংসতার মাত্রা বেড়েছে৷ মেয়েদের ওপর নিষ্ঠুর আচরণ কমেনি৷ বাংলাদেশ অনেক এগিয়ে গেছে৷ দেশে আইন কানুনের অনেক পরিবর্তন হয়েছে৷ কিন্তু তারপরেও কেন এধরণের নিষ্ঠুর আচরণ মেয়েদের ওপর করা হচ্ছে তা আমি বুঝতে পারি না৷ তবে সামাজিক বেশ কিছু অগ্রগতি হয়েছে৷ সেক্ষেত্রে আমাদের গর্ব করার মতও অনেক কিছু আছে৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ