1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীদের নিয়ে বাজে মন্তব্য নয়

১৮ মে ২০১৩

পরনে লাল জামা আর কালো ঢোলা পায়জামা৷ এরকম কাপড় পরা তরুণীরা দল বেঁধে হেঁটে যাচ্ছে ভারতের লাক্ষ্ণৌ শহরের মাদিয়োন এলাকার রাস্তা ধরে৷ এরা সবাই ‘রেড ব্রিগেড’-এর সদস্য৷ উদ্দেশ্য, মেয়েদের নিয়ে কটূক্তিকারী পুরুষদের শায়েস্তা করা৷

ছবি: picture-alliance/dpa

বছর দুই আগে উষা বিশ্বকর্মা নামের এক তরুণী এই দলটি গড়ে তোলেন৷ প্রথম দিকে তাঁর সঙ্গে ১৫ জন থাকলেও এখন সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ১০০৷

‘রেড ব্রিগেড' গড়ে তোলার উদ্দেশ্য সম্পর্কে বিশ্বকর্মা বলেন, ছেলেদের কটূক্তি থেকে বাঁচতে, ‘ইভ টিজিং'-এর হাত থেকে রক্ষা পেতে তাঁর অনেক বান্ধবীকে লেখাপড়া ছেড়ে দিতে দেখেছেন তিনি৷ বিষয়টা তাঁকে আহত করেছে৷ কিছু খারাপ ছেলের জন্য মেয়েরা বাইরে যেতে পারবেনা, লেখাপড়া করতে পারবেনা, এ কেমন কথা!

তিনি বলেন, ছেলেদের এমন আচরণ সম্পর্কে পুলিশের কাছে নালিশ জানালে উল্টো পুলিশ তাঁদের সেসব সহ্য করার পরামর্শ দেয়৷

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন চলছে ভারতেছবি: Getty Images

এসব দেখেশুনে বিশ্বকর্মা রেড ব্রিগেড তৈরির পরিকল্পনা নেন৷ সংগঠনের মেয়েরা দলবদ্ধ হয়ে ছেলেদের এমন আচরণের প্রতিবাদ করেন৷

আফরিন খান নামের ১৬ বছরের এক রেড ব্রিগেড সদস্য তাঁর অভিজ্ঞতা শুনিয়েছেন বার্তা সংস্থা এএফপিকে৷ তিনি বলেন, রাস্তাঘাটে চলার সময় প্রায়ই ছেলেরা তাঁর স্তন নিয়ে বাজে মন্তব্য করতো৷ হঠাৎ একদিন এক ছেলে এসে তাঁর অন্তর্বাসের বন্ধনী ধরে টান দেয়৷ সেসময় তিনি ঐ ছেলের কাছে থাকা ব্যাট দিয়ে ছেলেটিকে আঘাত করেন৷

এ-তো গেল ব্যক্তিগত অভিজ্ঞতার কথা৷ এবার রেড ব্রিগেডের দলগত কাজের একটি উদাহরণ শুনুন৷ কিছুদিন আগে একদল ছেলে তরুণী এক মেয়েকে উত্যক্ত করছিল আর তাঁর মোবাইলে খারাপ বার্তা পাঠাচ্ছিল৷ রেড ব্রিগেডের সদস্যরা এই খবর পেয়ে ঐ ছেলেদের শায়েস্তা করে এসেছে৷ ‘‘আমরা তাদের ধরে স্যান্ডেল দিয়ে পিটিয়েছে৷ আর তাতেই তারা পালিয়ে যায়৷ যাওয়ার সময় তারা ভবিষ্যতে এই ধরণের কাজ আর করবে না বলে অঙ্গীকার করেছে,'' বলেন রেড ব্রিগেড সদস্য প্রীতি বর্মা৷

এদিকে গত ডিসেম্বর মাসে দিল্লির এক চলন্ত বাসে ধর্ষণের ঘটনার পর, রেড ব্রিগেড সদস্যরা এখন মার্শাল আর্ট শিখছেন৷ প্রীতি বর্মা বলেন, ‘‘আক্রমণকারীর বিশেষ জায়গায় কীভাবে আঘাত করতে হয়, তাও আমরা শিখছি৷''

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ