1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজঅস্ট্রেলিয়া

নারীদের ফুটবল বিশ্বকাপ : সেদিন আর কত দূরে?

৩০ জুলাই ২০২৩

পুরুষদের চেয়ে ৬১ বছর পর বিশ্বকাপ খেলার সুযোগ পেলেও অগ্রগতির দ্রুততায় কিন্তু বিস্ময় জাগাচ্ছে নারীরাই৷ তাই মাঠে এবং মাঠের বাইরের সব ক্ষেত্রেই নারী অচিরেই সমান বা অগ্রগণ্য হবেন- এমন আশা কিন্তু খুব অমূলক নয়৷

প্রতি আসরে নতুন চ্যাম্পিয়ন পাবার সম্ভাবনায় নারীদের বিশ্বকাপ আসলে পুরুষদের বিশ্বকাপের চেয়ে অনেক এগিয়ে
প্রতি আসরে নতুন চ্যাম্পিয়ন পাবার সম্ভাবনায় নারীদের বিশ্বকাপ আসলে পুরুষদের বিশ্বকাপের চেয়ে অনেক এগিয়েছবি: Alexander Bogatyrev/Imago Images

সেরকম সুদিনের উজ্জ্বল আশা জাগিয়েই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হয়েছে নারীদের বিশ্বকাপের নবম আসর৷ ৩২টি দেশের শ্রেষ্ঠত্বের এ লড়াইয়ে থাকছে নতুন আটটি দেশ হাইতি, মরক্কো, পানামা, ফিলিপাইন্স, পর্তুগাল, রিপাবলিক অব আয়ারল্যান্ড, ভিয়েতনাম এবং জাম্বিয়া৷ ফুটবলের সেরা আসরে প্রথম এসেই চমক দেখাতে শুরু করেছে নতুনেরা৷ নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার মতো দলকে মরক্কোর হারিয়ে দেয়া সেরকমই এক চমক৷

বরাবরের মতো এবারও স্বাগতিক দেশের প্রায় সব ম্যাচেই গ্যালারিতে থাকছে উপচে পড়া ভিড়৷ ভিড় থাকছে অন্য ম্যাচেও৷ তাই এবারের প্রথম ১৬ ম্যাচে দর্শক উপস্থিতি ফ্রান্সে অনুষ্ঠিত গত আসরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে৷ এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত প্রথম ১৬ ম্যাচে মোট দর্শক হয়েছে চার লাখ ৫৯ হাজার ৫৭৪ জন – ২০১৯ সালে ১৬ ম্যাচে দর্শক ছিল এর চেয়ে অন্তত ৫৪ শতাংশ কম! টিকিটের চাহিদা এবং দর্শকের এমন উপস্থিতি দেখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও অবাক৷ বিষয়টি নিয়ে বিস্ময় ও আনন্দ প্রকাশ করে আয়োজক দুই দেশকে এরইমধ্যে ধন্যবাদও জানিয়েছেন তিনি৷

বিশ্বের অন্তত ২০০টি দেশে ১৩০টি সম্প্রচার মাধ্যমফুটবলপ্রেমীদের ঘরে পৌঁছে দিচ্ছে নারীদের বিশ্বকাপের ম্যাচ৷ ম্যাচ দেখে মুগ্ধ হচ্ছেন সবাই৷ প্রতিদিন পর্দায় চোখ রাখছেন নতুন করে মুগ্ধ হবার আশা নিয়ে৷

সুদিনের উজ্জ্বল আশা জাগিয়েই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হয়েছে নারীদের বিশ্বকাপের নবম আসরছবি: Matt Turner/Imago Images

ম্যাচ পরিচালনাতেও এবার থাকছে নতুনের ছোঁয়া৷ নারীদের ফুটবলে এবার নারী রেফারি থাকছেন চারজন- চেরিল ফস্টার ( ওয়েলস), স্টেফানি ফ্রাপার্ট (ফ্রান্স), মার্তা উয়ের্তা দে আসা (স্পেন) এবং লিনা লেহতোভারা (ফিনল্যান্ড)৷

এত রেকর্ড, এত নতুনের এ আসর কি এবার নতুন চ্যাম্পিয়ন পেতে পারে? সেই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না মোটেই৷ এটা ঠিক, ১৯৯১ সালে চীনে মেয়েদের বিশ্বকাপ শুরুর পর থেকে এখানে যুক্তরাষ্ট্রের বলতে গেলে একক দাপটই লক্ষ্য করা গেছে৷ গত আট আসরের চারটিতে চ্যাম্পিয়ন হওয়া যুক্তরাষ্ট্র এবারও টপ ফেভারিট৷ দুইবারের চ্যাম্পিয়ন জার্মানি, একবার করে বিশ্বসেরা হওয়া নরওয়ে ও জাপানও রয়েছে ফেভারিটের তালিকায়৷ ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে থাকা সুইডেন, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, ক্যানাডা, ব্রাজিল, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়াকেই বা বাদ দেবেন কিভাবে?

প্রতি আসরে নতুন চ্যাম্পিয়ন পাবার সম্ভাবনায় নারীদের বিশ্বকাপ আসলে পুরুষদের বিশ্বকাপের চেয়ে অনেক এগিয়ে৷ পুরুষদের আসরে এশিয়ার কোনো দেশ এখনো যেখানে ফাইনালেই যেতে পারেনি, নারীদের বিশ্বকাপে জাপান সেই কৃতিত্ব অর্জন করেছে ১২ বছর আগে৷

পুরুষদের আসরে নরওয়ে তো দূরের কথা, যুক্তরাষ্ট্রেরও সেমিফাইনালে ওঠা প্রায় চন্দ্রাভিযানের মতো কষ্টসাধ্য, নারীদের আসরে দুটি দেশই কিন্তু পরাশক্তি৷ ফলে এবারও যে নতুন কোনো দেশের নারীরা বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবেন না তা কে বলতে পারে!

এসিবি/ এফএস (ফিফা ডটকম, গোল ডটকম, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ