1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমান অধিকারবাংলাদেশ

নারীবান্ধব সমাজ গড়ায় তৈরি পোশাকের নারী

সুলাইমান নিলয় ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়ন, বিরূপ অবস্থার মধ্যেও টিকে থাকার জন্য যে দুটি খাতকে কৃতিত্ব দেয়া হয় তার একটি হচ্ছে তৈরি পোশাক শিল্প৷

বাংলাদেশের একটি পোশাক কারখানা
ছবি: picture-alliance/Zuma Press/S.K. Das

রপ্তানি বাজারে একচেটিয়া আধিপত্য ধরে রাখা এই শিল্প কেবল দেশের অর্থনীতির মেরুদণ্ডের ভূমিকাই রাখছে না, নারীর ক্ষমতায়নেও যেন বিপ্লবের সূচনা করেছে৷

২০২১-২২ অর্থ বছরে বাংলাদেশ প্রথমবারের মতো রপ্তানি থেকে ৫২ দশমিক শূন্য আট বিলিয়ন ডলার আয় করে৷ এর মধ্যে কেবল তৈরি পোশাক খাতের অবদান ৪২ দশমিক ৬১ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির ৮১ দশমিক ৮১ শতাংশ৷

করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে রেকর্ড এই রপ্তানির অনুমান আগের বাজেটেও করা যায়নি৷ বিশাল এই রপ্তানি ছিল লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ দশমিক ৭৩ শতাংশ বেশি৷

বিপুল অংকের এই রপ্তানির পেছনে রয়েছেন গ্রাম থেকে উঠে আসা লাখ লাখ নারী৷ কর্মক্ষেত্রে মানুষের অংশগ্রহণের হিসাব রাখা হয় লেবার ফোর্স পার্টিসিপেশন বা এলএফপি পরিমাপকে৷ ১৯৭৪ সালে বাংলাদেশে এলএফপিতে নারীর অংশগ্রহণ ছিল ৪ শতাংশ৷ বিশ্বব্যাংকের ডেটা বলছে, ২০১৯ সালে এটা পৌঁছে গিয়েছিল ৩৬শতাংশে৷ পরে কোভিডের কারণে সেটি অবশ্য এক শতাংশ কমে গেছে৷

২০১৬ সালে প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের পেছনে রয়েছে শ্রম বাজারে নারীর অংশগ্রহণ৷ এর বড় অংশই ঘটেছে দেশের ফ্ল্যাগশিপ রপ্তানিমুখী শিল্প তৈরি পোশাক খাতে৷

মাতৃমৃত্যুর হার, জন্মহার কমানোর ক্ষেত্রেও নারীর কর্মসংস্থানের ভূমিকার কথা উঠে আসে বারবার৷ এই খাত থেকে প্রায় ৪০ লাখ নারীর উপার্জন বিনিয়োগ হয়েছে নিম্নবিত্ত এসব মানুষের পরিবারের সদস্যদের শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবার মতো খাতে৷

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন ২০১৮ সালে এক লেখায় উল্লেখ করেন, ১৯৭৪ সালে এলএফপিতে নারীর অংশগ্রহণ ৪ শতাংশ থাকলেও সেটা ২০১৬ সালে এসে দাঁড়ায় ৩৫ দশমিক ৬ শতাংশে৷ একই সময়ে পুরুষদের অংশগ্রহণ ৮০ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ৮১ দশমিক ৯ শতাংশ হয়৷

‘অল্প শিক্ষিত’ নারীদের আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থানের সুযোগ দিয়েছে এই খাত: ড. নাজনীন আহমেদ

This browser does not support the audio element.

গার্মেন্টসে যেভাবে নারীর ক্ষমতায়ন

ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের গবেষক সুলগ্না সেন শর্মা ‘উইমেন্স এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ: আন্ডারস্ট্যান্ডিং থ্রু দ্য কেস অব রেডিমেড গার্মেন্টস সেক্টর' শিরোনামে একটি গবেষণা করেন৷

গবেষণায় তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বড় খাত হয়ে ওঠার পাশাপাশি তৈরি পোশাক শিল্প নারীদের কর্মসংস্থানের জায়গা হয়ে উঠেছে, যা তাদের আয়ের মূল মাধ্যম৷

‘‘এই আয় কেবল সেই নারীদের ক্রয়ক্ষমতাই বাড়াচ্ছে না, বরং নিজের ব্যক্তিত্বকে চেনাচ্ছে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাকে যুক্ত করছে, যা থেকে বড় পরিসরে তার পরিবার এবং সমাজও উপকৃত হচ্ছে৷”

ধর্মীয় মৌলবাদ এবং রক্ষণশীল শক্তিসমূহ বিদ্যমান থাকার পরও এই খাতে নারীর অংশগ্রহণকে বাধা দিতে পারেনি বলেও উল্লেখ করা হয় সেই গবেষণায়৷

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট ড. নাজনীন আহমেদের মতে, বাংলাদেশের গার্মেন্টস খাত নিঃসন্দেহে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে অনেক ভূমিকা রেখেছে৷ বিশেষ করে ‘অল্প শিক্ষিত’ নারীদের আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থানের সুযোগ দিয়েছে এই খাত৷

এই অর্থনীতিবিদের মতে, নারীর এই ক্ষমতায়ন থেকে কেবল নারী নিজে উপকৃত হয়েছেন- ব্যাপারটি তা নয়, বরং এই উপার্জনের টাকা ব্যয় হয়েছে পরিবারের সদস্যদের লেখাপড়া ও পুষ্টিতেও৷

সত্তরের দশকে শুরু হওয়া তৈরি পোশাক খাত ব্যাপক আকারে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে অন্য খাতের জন্যও দৃষ্টান্ত তৈরি করেছে বলে মত তার৷ তিনি বলছেন, এর প্রভাব রয়েছে মানুষের মানসিকতায়ও৷

তিনি বলছেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন যখন একটা সেক্টরে হয়, তখন অন্য নারী যারা শ্রমবাজারে নেই, তাদের মধ্যেও একটা উৎসাহ-আগ্রহ তৈরি হওয়াই স্বাভাবিক৷

‘‘যে নারী গার্মেন্টসে কাজ করে আয় করেছেন, তার সন্তানও মাকে দেখে বড় হচ্ছে যে, নিজের জন্য আয় করা যায়, নিজের অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটানো যায়৷ বিশেষ করে শিল্পখাতে যে নারীরা এভাবে কাজ করতে পারে, সেই উদাহরণ সৃষ্টিতে গার্মেন্টস সেক্টর অবশ্যই ভূমিকা রেখেছে৷’’

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. মঞ্জুর হোসেনের মতে, গার্মেন্টস শ্রমিকদের মজুরি তুলনামূলকভাবে অনেক কম হওয়া স্বত্ত্বেও নারীদের একটা ডিগনিটির জায়গা তৈরি হয়েছে৷ কিছুটা হলেও তারা স্বাবলম্বী হয়েছে৷ নারীর ক্ষমতায়নের যে ইন্ডিকেটরের কথা আমরা বলি, ডিশিয়ন মেকিং পাওয়ার বেড়েছে৷ ফলে তারা সমজ ও অর্থনীতিতে একটা ভালো অবদান রাখছে৷

তিনি বলেন, আশির দশকে গার্মেন্টস যখন শুরু হয়, তখন সেবাখাত বলেন, শিল্প খাত বলেন, নারীদের তখন কোথাও যাওয়ার তেমন সুযোগ ছিল না৷ এটা তৈরি হয়েছে গার্মেন্টস খাতের উন্নতির সাথে সাথে৷

‘‘প্রায় ৪০ লাখ নারী এই খাতে কর্মরত আছেন৷ এটা জব মার্কেট হিসাবে বিশাল খাত৷ ফলে অনেক নারী যেমন বাসা বাড়িতে যারা কাজ করতো, তাদের অনেকেও গার্মেন্টসে চলে গিয়েছে৷ তারা এটাকে একটা প্রেস্টিজিয়াস জব মনে করে যে, কারখানায় কাজ করছে৷ আমাদের জানা মতে অনেক নারী স্বাবলম্বী হয়েছে, সন্তানদের শিক্ষা দিতে পারছে৷ বিভিন্নভাবে তারা উপকৃত হচ্ছে৷ এতে কোন সন্দেহ নাই যে, গার্মেন্টস খাত বিশাল একটা সুযোগ তৈরি করেছে৷’’

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সাধারণ সম্পাদক জলি তালুকদারের মতে, কিছু ক্ষেত্র ছাড়া আগে আমাদের নারীরা ঘর থেকে বের হতে পারতো না৷ এখন কেবল গার্মেন্টস সেক্টরেই নয়৷

শ্রমজীবী নারীরা অন্যান্য ক্ষেত্রেও ব্যাপকভাবে সামনে চলে এসেছে৷ এক্ষেত্রে গার্মেন্টস সেক্টরের নারীরা সবচেয়ে অগ্রগন্য ভূমিকা পালন করেছে৷

জলি তালুকদারছবি: privat

‘‘ঘর থেকে বের হওয়ার পর তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রে ভূমিকা রাখছে৷ তারা কেবল নিজেদের বেতনের দাবিতে মাঠে নামে না৷ আরো নানা ইস্যুতে তাদের মাঠে পাওয়া যায়৷ আমাদের মধ্যবিত্ত নারীরা যে সংগ্রাম করতে পারতো না৷ সেটা তারা করতে পারছে৷’’

‘‘যেমন, তারা রাস্তার হ্যারাসমেন্টের বিরুদ্ধে লড়াই করছে৷ তারা যে কোন সময়, রাত দুইটা বলেন তিনটা বলেন, সংঘবদ্ধভাবে বের হয়ে আবার ঘরে ফিরছেন৷ নারীদের বের হওয়ার ক্ষেত্রে এটা একটা বিরাট অবদান রাখছে৷’’

যেতে হবে বহুদূর…

জলি তালুকদারের মতে, তৈরি পোশাক খাতে বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশের নারী শ্রমিকরা৷ কিন্তু তাদের মজুরিই সবচেয়ে কম৷

দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি নেপালের প্রসঙ্গ টানেন৷ তিনি বলেন, আমাদের চেয়ে পিছিয়ে থাকা দেশ নেপালেও আমাদের চেয়ে মজুরি বেশি৷

এখনকার নিম্নতম মজুরি দিয়ে ঢাকা, গাজীপুরের মত জায়গায় স্বামী-সন্তানদের নিয়ে থাকা যায় না বলে উল্লেখ করেন তিনি৷

তিনি বলেন, ২০১৮ সালে সর্বশেষ মজুরি বেড়েছিল৷ এখন সবকিছুর দামই বেশি৷ আমাদের গার্মেন্টস শ্রমিকরা যে সব এলাকায় থাকেন, সেখানে থেকে সন্তানদের লালন-পালন, শিক্ষা খরচ দিয়ে পরেরদিন কাজ করার মত যে ক্যালরিটা নেয়া দরকার, সেটা তারা পাচ্ছে না৷

বাসা ভাড়া প্রসঙ্গে জলি তালকদার বলেন, অনেক ক্ষেত্রে এই শ্রমিকদেরকেই সবচেয়ে বেশি ভাড়া দিতে হয়৷ এক্ষেত্রে তিনি একটি রিপোর্টের প্রসঙ্গ টানেন, যেখানে দেখানো হয়েছিল ঢাকার অনেক এলাকার ফ্ল্যাটবাড়ির থেকে বস্তির ঘরে স্কয়ার ফিট অনুপাতে বেশি ভাড়া দিতে হয়৷

শ্রমিকদের এ সব সমস্যা সমাধানে নূন্যতম বেসিক বেতন ২০ হাজার টাকা করার দাবি করেন তিনি৷ সেই সঙ্গে পাট শ্রমিকদের মত এই খাতেও শ্রমিকদের পরিবারের জন্য রেশন, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষার ব্যবস্থার দাবি করেন তিনি৷

শ্রমিকদের বাসস্থানের সংকট নিরসনে ডর্মেটরি নির্মাণে সরকার স্বল্প সুদে মালিকদের ঋণ দেয়ার ঘোষণা দিয়েছিল৷

সেই প্রসঙ্গ টেনে জলি তালুকদার বলেন, সেই ঋণ অনেক মালিক নিলেও ডর্মেটরি এখনো তৈরি হয়নি৷

তিনি বলেন, ডে কেয়ার, কেমিক্যাল জনিত ক্ষতির কথা বলতে গেলে খুবই কষ্ট হয়৷ দুই একটা কারখানায় ডে কেয়ার সেন্টার থাকতে পারে৷ ৫ হাজার কারখানার অধিকাংশতেই নাই৷ আমাদের গার্মেন্টস শ্রমিকরা বাচ্চা হওয়ার এক দেড় বছরের মধ্যে বাচ্চাদের গ্রামে রেখে আসে৷

সরকার ছয় মাস মাতৃত্বকালীন ছুটির কথা বলেছে৷ গার্মেন্টসের মত শ্রমসাধ্য কাজে এটা আরো বেশি হওয়া উচিত বলে মন্তব্য করেন জলি৷

তিনি বলেন, কিন্তু কারখানাগুলো মাতৃত্বকালীন ছুটি দেয় চার মাস৷ সেখানেও অনেকে বেতন দিতে চায় না৷ অনেকে আবার ছুটির আগে শ্রমিককে ছাঁটাই করে দেয়৷

দুনিয়াকে নাড়া দেয়া রানা প্লাজা দুর্ঘটনার পর কারখানার পরিবেশ অনেক উন্নত হলেও তাকে এখনো যথেষ্ট মনে করছেন না জলি৷

তার মতে, কারখানার নিরাপত্তা বড় ইস্যু৷ বিল্ডিং কোডসহ যেভাবে নিয়ম মেনে কারখানা হওয়া দরকার ছিল, সেভাবে হয় নাই৷

তিনি বলেন, যৌন নিপীড়ন বিরোধী যে নীতিমালা হাই কোর্ট দিয়েছে, সেটা প্রত্যেকটা কারখানায় কার্যকর করা৷ এটা করলে নারী শ্রমিকরা কিছুটা হলেও স্বস্তি পাবে৷ যদিও এই টিমগুলোও অনেক সময় খারাপ লোকদের দিয়ে করা হয়৷

অর্থনীতিবিদ নাজনীন আহমেদের মতে, নব্বইয়ের দশকের শেষের দিকে আমরা যে রকম গার্মেন্টস দেখেছি, সেটা কিন্তু এখন নাই৷ আন্তর্জাতিক বাজারের প্রয়োজনেই আমরা এখন অনেক কম্প্লায়েন্ট৷

‘‘এরপরও আমাদের আরো বহুদূর যেতে হবে৷ গার্মেন্টসে যারা কাজ করেন, তারা সাধারণ ইয়াং বয়সেই কাজ করেন, সেই বয়সেই তারা মা হন৷ সেই বয়সে তাদের শারিরীক ও মানসিক স্বাস্থ্যে অবশ্যই আরো উন্নয়নের সুযোগ আছে৷’’

তিনি বলেন, কারখানার কাজের পর মেয়েদের ঘরের প্রত্যেকটা কাজও করতে হচ্ছে৷ ফলে এই খাতে নারী শ্রমিকের শারিরীক ধকল অনেক বেশি৷ ফলে তিনি দক্ষতা উন্নয়নে সময় দিতে পারেন না৷ এখন তার বাসস্থানটা যদি ভালো হয়, যদি ভালো যানবাহন থাকে, তাহলেও তার একটু স্বস্তি হয়৷ এখানে কর্মপরিবেশে ফ্যাক্টরির ভেতরে যেমন নানা বিষয় আছে৷ তেমনি কারখানার বাইরেও নানা বিষয় আছে৷ সব মিলিয়েই তৈরি পোশাক খাতে নারীর অবস্থার উন্নয়নের অনেক সুযোগ আছে৷

নারীরা যখন আরো দক্ষ হবে, তখন তারা বিকল্প চাকরি খুঁজে নেবে: মঞ্জুর হোসেন

This browser does not support the audio element.

অর্থনীতিবিদ মঞ্জুর হোসেনের মতে, একটা ট্রেন্ড ইদানিং দেখা যাচ্ছে যে, নারী শ্রমিকরা আস্তে আস্তে এই খাত থেকে বের হয়ে যাচ্ছে৷ তাদের সংখ্যা আস্তে আস্তে কমে আসছে৷ যারা বের হয়ে যাচ্ছে, তাদের কেউ কেউ সাক্ষাৎকারে বলেছে, তারা এই খাতে আর ফিরে আসতে চায় না৷ তার বিভিন্ন কারণ আছে৷

‘‘আগেই বলা হয়েছে এটা একটা লো স্কিলড জব৷ যারা বাসা বাড়িতে কাজ করতো বা কিছুই করতো না৷ তারা এখানে এসেছে৷ তাই এখানে শোষণও হয়েছে৷ তবে এখন যখন দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম এখানে আসবে৷ তখন আর শোষণ আর ওইভাবে করতে পারবে না৷ নারীরা যখন আরো দক্ষ হবে, তখন তারা বিকল্প চাকরি খুঁজে নেবে৷’’

‘‘আমাদের দেশে যে নিম্ন মজুরিতে পোশাক শ্রমিকরা শ্রম দিয়ে যাচ্ছে৷ তার ফলে গার্মেন্টস মালিকরা কম দামে বিদেশে তাদের পণ্য বিক্রি করতে পারছে৷ অনেক প্রতিযোগিতামূলক হচ্ছে, তাদের আয়ও বাড়ছে৷ এতে কোন সন্দেহ নেই৷’’

‘‘কিন্তু তার অর্থ এই না যে, শ্রমিকদেরকে সব সময় কম মজুরি দিয়ে রাখতে পারবে৷ একটা ন্যূনতম মজুরি ঘোষণা করা হচ্ছে, সেটা সব সময় পালিত হয়নি এটা ঠিক৷ আমরা এখনো দেখি, বোনাসের দাবিতে বিভিন্ন শ্রমিকরা রাস্তায় নামতে হয়৷ বর্তমানের যে জীবনযাত্রার ব্যয় যে হারে বাড়ছে, সেই হারে কিন্তু শ্রমিকদের মজুরি বাড়েনি৷ এভাতে তাদেরকে ঠকিয়ে খুব বেশি দিন গার্মেন্টস সেক্টর কন্টিনিউ করতে পারবে না৷’’

‘‘কারণ সময় বদলাচ্ছে, নতুন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে৷ ফলে মজুরি একটা স্ট্যান্ডার্ড লেভেলে না নিয়ে গেলে হয়ত শ্রমিকই খুঁজে পাবে না৷’’

গবেষক সুলগ্না সেন শর্মা তার গবেষণায় বলেন, অতিরিক্ত কিছু টাকা আসবে বলে পরিবারের পুরুষরাও এতে বাধা দেয়নি৷ তবে নারীর সত্যিকারের ক্ষমতায়ন নিশ্চিতে গৃহস্থালী কাজে পুরুষের অংশগ্রহণ প্রয়োজন৷

সুলাইমান নিলয় বর্তমানে উন্নয়ন পেশাজীবী হিসেবে কাজ করছেন৷ তার আগে দীর্ঘদিন আইন সাংবাদিকতায় যুক্ত ছিলেন৷
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ