1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীরা দুর্বল, মনে করেন বিশ্বের ৯০ শতাংশ মানুষ

৫ মার্চ ২০২০

জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য৷ বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষ শিক্ষা, কর্মক্ষেত্র ও রাজনীতিতে অংশগ্রহণ বিষয়ে নারীদের চেয়ে পুরুষদের উপরই বেশি ভরসা করেন৷

India: Women protest against violence Women wear blindfold and apply red color during a demonstration to protest agains
ছবি: imago images/Pacific Press Agency

যে গবেষণা এই প্রতিবেদনের ভিত্তি, সেই জরিপে রয়েছে বিশ্বের ৭৫টি দেশের তথ্য৷ প্রতিবেদনটি জানাচ্ছে, বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষ এখনও নারীদের চেয়ে পুরুষদের প্রতি বেশি পক্ষপাতদুষ্ট৷

শুধু তাই নয়, প্রতিবেদনটি বলছে, বিশ্বের ৩০ শতাংশ মানুষের মতে, স্বামীর হাতে স্ত্রীর প্রহৃত হওয়ার পেছনে অবশ্যই কোনো না কোনো যুক্তি রয়েছে৷

জাতিসংঘের মানব উন্নয়ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা পেড্রো কনসেইসাওর মতে, বিভিন্ন ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণের মতো বিষয়ে গত কয়েক বছরে উন্নতি হলেও ক্ষমতার ব্যাপক ব্যবধান থাকায় এখনও রয়ে গেছে লিঙ্গভিত্তিক বৈষম্য৷ অব্যাহত রয়েছে নারীদের পিছিয়ে পড়ার ধারা৷

কয়েক দশক ধরে নারীর ক্ষমতায়নের উদ্দেশ্যে নানা প্রকল্প বাস্তবায়ন করা সত্ত্বেও এখনও বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার মতে নারীরা পুরুষদের তুলনায় দুর্বল রাজনৈতিক নেতৃত্ব দিয়ে থাকেন৷

বর্তমান বিশ্বের সংসদ আসনের মাত্র ২৪ শতাংশ রয়েছে নারীদের দখলে৷ অন্যদিকে, বিশ্বের ব্যবসায়ী সংস্থাগুলোর মাত্র ছয় শতাংশের শীর্ষে রয়েছেন নারীরা৷

জাতিসংঘের এই প্রতিবেদন অনুযায়ী, জর্ডান, কাতার, নাইজেরিয়া, পাকিস্তান ও জিম্বাবোয়েতে  নারীরা ক্ষমতা থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান করেন৷ উল্টোদিকে, অ্যান্ডোরা, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইডেনে নারী-পুরুষের মধ্যে সবচেয়ে কম লিঙ্গবৈষম্য রয়েছে৷

এসএস/জেডএইচ (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ