1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীকে সতর্ক থাকতে হবে

আশীষ চক্রবর্ত্তী৪ এপ্রিল ২০১৬

সাইবার জগতে নিরাপত্তা সবসময়ই ঝুঁকির মুখে৷ নামে-বেনামে অপতৎপরতায় সক্রিয় অনেক লোক৷ নারীরা কিভাবে নিজেদের রক্ষা করবেন? সাংবাদিক, সংগীত শিল্পী ও অভিনেত্রী এলিটা করিম মনে করেন সাইবার দুনিয়ায় আত্মরক্ষা সহজেই সম্ভব৷

ছবি: Fotolia/Yuri Arcurs

ডয়চে ভেলেকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে মূলত সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যক্তি নিরাপত্তার বিষয় নিয়েই কথা বলেছেন বাংলাদেশের পাঠকপ্রিয় একটি ইংরেজি দৈনিকের সাংবাদিক এলিটা করিম৷ তাঁর কথায় শুরুতেই উঠে আসে ধোঁকা দিয়ে অর্থ আদায় করার প্রসঙ্গ৷

এলিটা জানান, ক্রিকেটার সাকিব আল হাসান তাঁর ফেসবুক বন্ধু৷ সাকিব বাংলাদেশের ম্যাচ চলার সময় আজকাল বাধ্য হয়ে তাঁর ফ্যানপেজ বন্ধ রাখেন৷ উদ্দেশ্য – হয়রানি এড়ানো৷ কয়েকজন জাতীয় ক্রিকেটারের নামে ফেসবুক পেজ খুলে সরল ক্রিকেটভক্তদের কাছ থেকে প্রতারণা করে টাকা আদায়ের ঘটনারও উল্লেখ করেছেন এলিটা৷

এলিটা করিম

This browser does not support the audio element.

প্রতারক চক্র ক্রিকেটারদের নামে ভুয়া পেজ খুলে সরলপ্রাণ ভক্তদের সঙ্গে ‘চ্যাট' শুরু করে৷ কয়েকদিন আলাপের পর ভক্ত দেখা করতে চায়৷ তখনই তারকা ক্রিকেটারের নামের আড়ালের প্রতারক নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে ভক্তকে হাজির হতে বলে৷ যাঁরা বিশ্বাস করেন, তাঁরাই ঠকেন৷

ভুয়া প্রোফাইল খুলে দিনের পর দিন কিছু লোক অন্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে চলেছে৷ এলিটা করিম মনে করেন, টাকা এবং ‘ইমেজ' রক্ষা করা মোটেই কঠিন নয়৷ বন্ধু নির্বাচনে সতর্ক হলে আর নিয়মিত প্রোফাইল বা ফ্যানপেজে চোখ রাখলেই এ ধরণের বিড়ম্বনা এড়ানো সম্ভব৷

সাক্ষাৎকারে সাইবার জগতে নিজেকে নিরাপদ রাখার কয়েকটি উপায়ের কথাও বলেছেন এলিটা৷ প্রথম পরামর্শ, যাকে-তাকে, বিশেষ করে অচেনা লোককে বন্ধু বা কোনো নেটওয়ার্কে অন্তর্ভুক্ত না করা৷ অপরিচিতজনকে বন্ধু না করলে, তারকার নামেই অন্ধ না হলে অনেক ক্ষতি এড়ানো যায় বলে এলিটার ধারণা৷

এলিটা করিমের সবচেয়ে বড় পরামর্শটা হলো, সজাগ, সচেতন থেকে, প্রতিকারে উদ্যোগী হওয়া৷ মাঝে মাঝে নিজের নামে ‘সার্চ' দিয়ে দেখে নেয়া যায় অন্য কেউ ওই নাম নিজের বলে ব্যবহার করছে কিনা৷ তেমন কিছু ধরা পড়লেই জানিয়ে দিতে হবে সাইবার নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত সংস্থাকে৷ বাকি কাজ, অর্থাৎ অপরাধীকে খুঁজে বের করার দায়িত্বটা তাঁদের৷

বন্ধুরা, আপনারা কি এলিটা করিমের সঙ্গে একমত? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ