1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীর কথা নারীকেই ভাবতে হবে

১৪ সেপ্টেম্বর ২০১৮

ভারতের আইসিআইসিআই ব্যাংকের একটি বিজ্ঞাপন অনলাইনে ভাইরাল হয়েছে৷ নারীকে নিজের সমৃদ্ধির জন্য সঞ্চয় করতে উৎসাহ দেওয়া হয়েছে এই বিজ্ঞাপনে৷

ছবি: ICICI Bank

বিজ্ঞাপনের শুরুতেই দেখা যায় কলের গান চলছে, ড্রয়িংরুমে শেলফ থেকে বই বের করছেন একজন নারী৷ এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘‘যদি সময় টাকা হয়, তাহলে জীবন একটা ব্যাংক অ্যাকাউন্ট৷’’

পরে একটি ছোট ব্যাংক বের করে বলেন, এটার মতো কিছু৷

এরপর এই মাটির ব্যাংকে রাখা ছয়টি মুদ্রায় পুরুষের জীবনের সময়গুলো ভাগ করে দেখান তিনি৷ টেবিলে মুদ্রাগুলো রেখে একটি দেখান শিক্ষার জন্য, পরেরটি উচ্চশিক্ষার, এরপর চাকরি, ছুটির দিনে ঘোরাঘুরি ও শখ পূরণ, বন্ধু-বান্ধবের জন্য এবং পরিবারের জন্য কিছু করার বিষয়টি তুলে ধরেন৷

পরে ওই মুদ্রাগুলো দিয়েই নারীর জীবনকাল তুলে ধরেন তিনি৷ প্রথমটি মৌলিক শিক্ষা, যা আধুনিককালের দাম্পত্য জীবনের জন্য গুরুত্বপূর্ণ, এরপর কোনো পুরুষের জন্য তৈরি হওয়া, সন্তান লালন-পালনের জন্য সময় ও শক্তি ব্যয়, রান্না-বান্নাসহ ঘরকন্নার কাজ, অন্য সবার প্রয়োজন মেটানো এবং বয়স্কদের সেবা-যত্ন৷

এভাবেই চলে যায় নারীর জীবন৷ তাহলে তাঁর নিজের জীবন নিয়ে করার কী থাকে? সেই প্রশ্ন তুলে নারীর পথচলায় নিজের সমৃদ্ধির জন্য, নিজের প্রয়োজনের জন্য সঞ্চয় করার পরামর্শ দেওয়া হয়েছে এই বিজ্ঞাপনে৷ এতে অভিনয় করেছেন কঙ্কনা সেন শর্মা৷

আইসিআইসিআই ব্যাংকের এই বিজ্ঞাপনটি ইউটিউবে এরইমধ্যে ২৮ লাখের বেশি বার দেখা হয়েছে৷

এএইচ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ