ভারতের আইসিআইসিআই ব্যাংকের একটি বিজ্ঞাপন অনলাইনে ভাইরাল হয়েছে৷ নারীকে নিজের সমৃদ্ধির জন্য সঞ্চয় করতে উৎসাহ দেওয়া হয়েছে এই বিজ্ঞাপনে৷
বিজ্ঞাপন
বিজ্ঞাপনের শুরুতেই দেখা যায় কলের গান চলছে, ড্রয়িংরুমে শেলফ থেকে বই বের করছেন একজন নারী৷ এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘‘যদি সময় টাকা হয়, তাহলে জীবন একটা ব্যাংক অ্যাকাউন্ট৷’’
পরে একটি ছোট ব্যাংক বের করে বলেন, এটার মতো কিছু৷
এরপর এই মাটির ব্যাংকে রাখা ছয়টি মুদ্রায় পুরুষের জীবনের সময়গুলো ভাগ করে দেখান তিনি৷ টেবিলে মুদ্রাগুলো রেখে একটি দেখান শিক্ষার জন্য, পরেরটি উচ্চশিক্ষার, এরপর চাকরি, ছুটির দিনে ঘোরাঘুরি ও শখ পূরণ, বন্ধু-বান্ধবের জন্য এবং পরিবারের জন্য কিছু করার বিষয়টি তুলে ধরেন৷
পরে ওই মুদ্রাগুলো দিয়েই নারীর জীবনকাল তুলে ধরেন তিনি৷ প্রথমটি মৌলিক শিক্ষা, যা আধুনিককালের দাম্পত্য জীবনের জন্য গুরুত্বপূর্ণ, এরপর কোনো পুরুষের জন্য তৈরি হওয়া, সন্তান লালন-পালনের জন্য সময় ও শক্তি ব্যয়, রান্না-বান্নাসহ ঘরকন্নার কাজ, অন্য সবার প্রয়োজন মেটানো এবং বয়স্কদের সেবা-যত্ন৷
এভাবেই চলে যায় নারীর জীবন৷ তাহলে তাঁর নিজের জীবন নিয়ে করার কী থাকে? সেই প্রশ্ন তুলে নারীর পথচলায় নিজের সমৃদ্ধির জন্য, নিজের প্রয়োজনের জন্য সঞ্চয় করার পরামর্শ দেওয়া হয়েছে এই বিজ্ঞাপনে৷ এতে অভিনয় করেছেন কঙ্কনা সেন শর্মা৷
আইসিআইসিআই ব্যাংকের এই বিজ্ঞাপনটি ইউটিউবে এরইমধ্যে ২৮ লাখের বেশি বার দেখা হয়েছে৷
এএইচ/এসিবি
স্বপ্নপূরণ করার ১৩ উপায়
নতুন বছর, নতুন স্বপ্ন৷ সে স্বপ্ন হতে পারে ঘোরাঘুরি, বাড়ি, গাড়ি, আসবাবপত্র বা স্মার্ট ফোনের৷ সংসারের কেনা-কাটার ব্যাপারে একটু সচেতন হলে কিন্তু তা থেকে টাকা বাঁচিয়ে অনেক স্বপ্নই পূরণ করা সম্ভব৷
ছবি: picture-alliance/dpa/C. Klose
দেরিতে বাজারে যাবেন
অনেক বেকারি বন্ধ করার ঠিক আগে অর্ধেক দামে রুটি বা কেক দিয়ে দেয়৷ তাছাড়া সাপ্তাহিক কাঁচা বাজারেও বাজার উঠিয়ে ফেলার আগে কম মূল্যে শাক-সবজি এবং ফলমূল দেয়া হয়৷ শুধু একটু লক্ষ্য রাখতে হবে৷
ছবি: SVEN SIMON
স্পেশাল অফার
জার্মানির শতকরা প্রায় ৯৫ ভাগ নিত্য প্রয়োজনীয় জিনিসে কয়েক সপ্তাহ পরপর মূল্য ছাড় দেওয়া হয়৷ কখনো শতকরা ২৫ ভাগ, কখনো বা ৫০ ভাগ বা তারও বেশি৷ এদিকে লক্ষ্য রাখলে সহজেই অনেক পয়সা বাঁচানো যায়৷ এরকম স্পেশাল অফার অবশ্য আজকাল অনেক দেশেই দেয়া হয়ে থাকে৷
ছবি: DW/A. Becker
পরিকল্পনা মাফিক চলুন
ঘরে কী খাবার আছে আর কী নেই সেদিকে ভালোভাবে লক্ষ্য রাখুন৷ আর তা করলেই সংসারে অনেক টাকা বাঁচানো সম্ভব৷ জার্মানিতে নাকি এভাবে দু’জনের সংসারের বার্ষিক খরচ ৫০০ ইউরোও কমানো যায়৷
ছবি: DW/D. Grathwohl
মিনারেল ওয়াটারের বদলে ট্যাপের পানি
জার্মানির খাবার পানি নিয়মিত পরীক্ষা করা হয় এবং তা পান করতে কারো কোনো বাঁধা নেই৷ তাই বাজার থেকে মিনারেল ওয়াটার না কিনে এখানে ট্যাপের পানিও পান করা যায়৷ এতে বছরে জন প্রতি আনুমানিক ৪০ ইউরো পর্যন্ত বাঁচতে পারে৷
ছবি: Fotolia/Artusius
পরিমাণে কম কিনুন
একটু সস্তা পেলে অনেকেই প্রচুর খাবার কিনে রাখেন, বিশেষ করে কাঁচা জিনিস৷ অনেক সময় তার অর্ধেকটাই হয়ত পরে ফেলে দিতে হয়৷ তাই যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই কিনুন তার বেশি নয়!
ছবি: picture-alliance/dpa/M. Brichta
ট্যাবস্ নয়, পাউডার
ডিশ ওয়াশারে ট্যাবস ব্যবহার করা সহজ হলেও তার দাম বেশি ৷ তাই ডিশ ওয়াশারে বাসন পরিষ্কার করার জন্য ট্যাবসের পরিবর্তে পাউডার সাবান ব্যবহার করুন৷
ছবি: picture-alliance/AP Photo
কাপড় বাতাসে শুকিয়ে নিন
কাপড় ধোয়ার পর সেগুলো ড্রায়ারে না দিয়ে বরং বাতাসে শুকিয়ে ফেলুন, এতে খরচ অর্ধেক বাঁচবে৷ অর্থাৎ ড্রায়ার ব্যবহার না করলে বছরে ১০০ ইউরো পর্যন্ত বাঁচানো সম্ভব৷
ছবি: picture-alliance/blickwinkel/G. Czepluch
ওয়াশিং মেশিন
ওয়াশিং মেশিন চালানোর আগে ভালো করে দেখে নিন, মেশিন পুরোপুরি ভরেছে কিনা৷ তাহলে বছরে ৩০০ বার ওয়াশিং মেশিন ব্যবহারের বদলে ২৪০ বার চালানো হবে বা ৩০ ইউরো বাঁচতে পারে৷
ছবি: Colourbox/B. Preve
পুরনোর বদলে নতুন জিনিস
পুরনো মোবাইল বা ডিজিটাল ক্যামেরা বিক্রি করে দিন৷ ওসব ঘরে রেখে কোনো লাভ নেই, বরং সে পয়সা দিয়ে নতুন কিছু কেনা সম্ভব৷
ছবি: DW
নির্দেশ মেনে চলুন
কাপড় ধোয়া, বাসন মাজা বা এ ধরনের কাজের জন্য লিকুইড বা পাউডার সাবান ইচ্ছেমতো ঢেলে দেবেন না মেশিনে৷ সাবানের প্যাকেটের ওপরে যেভাবে নির্দেশ দেয়া আছে, ঠিক ততটাই ব্যবহার করুন৷ কারণ, সাবানের পরিমাণের হিসেবটা কিন্তু গবেষণা করেই বের করা হয়েছে৷ বেশি সাবানে বেশি পরিষ্কার হয় – এমন ধারণা মোটেই ঠিক নয়৷
ছবি: Colourbox/Birgit Reitz-Hofmann
এনার্জি সেভিং ডিভাইস
ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার, ফ্রিজ, ভ্যাকুয়াম ক্লিনার বা যে কোনো ইলেক্ট্রনিক মেশিন কেনার আগে ভালো করে জেনে নিন যে তা এনার্জি সেভিং ডিভাইস কিনা৷ এতে কিন্তু অনেক খরচ বাঁচে৷ এই ডিশ ওয়াশারটি এনার্জি সেভিং কিনা তা পরীক্ষা করছেন জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল৷
ছবি: picture alliance/dpa
বাড়তি অপচয় নয়
টিভি না দেখলে অযথা টিভিকে করে রাখবেন না৷ টিভি দেখা শেষ হলে কিংবা ছুটিতে গেলে লাইটটি অফ করে দিন৷ এটা কম্পিউটার বা সিডি প্লেয়ারের ক্ষেত্রেও প্রয়োজ্য৷ এতে পরিবেশ এবং টাকা দুটোই বাঁচে৷
ছবি: Elton Hubner
স্বপ্নপূরণ
নতুন বছরে কত স্বপ্নই না থাকে মানুষের৷ প্রায় সব স্বপ্নকেই বাস্তবে রূপ দিতে প্রয়োজন বাড়তি অর্থের৷ বাড়তি আয় যখন নেই, তখন ‘অতিরিক্ত’ ব্যয় থেকেই কিছুটা ‘আয়’ বাড়াতে হবে৷ আর তবেই কেবল সৎ পথে থেকে স্বপ্নপূরণ সম্ভব৷