1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীর জন্য কোটা – সময়ের ব্যাপার!

ডাগমার এঙেল/জেডএইচ২৭ নভেম্বর ২০১৪

জার্মান কোম্পানিগুলোর বোর্ডরুমে নারীদের জন্য কোটা রাখার ব্যাপারে যা বলা সম্ভব সবই বলা হয়েছে৷ তবে এ ব্যাপারে নেয়া সবশেষ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক ঘটনা’ বলে আখ্যা দেয়ার বিষয়টি ডয়চে ভেলের ডাগমার এঙেল-কে কলম ধরতে উৎসাহিত করেছে৷

Symbolbild Freelancing Generation Y
ছবি: Mila Supynska - Fotolia.com

এটা সময়ের ব্যাপার! শুধুমাত্র কোম্পানির পরিচালকমণ্ডলীর সদস্য হওয়ার কারণে জার্মানিতে পুরুষদের আর কোনো বিষয়ের পুরো দায় নিতে বাধ্য করা যাবে না৷ ব্যাংক যখন পুরো বিশ্বকে সংকটে ফেলে দেয়, বড় বড় কোম্পানি যখন সমস্যা পড়ে এবং মানুষ যখন চাকরি হারায়, তখন শুধু পুরুষদের এসবের জন্য দায়ী করা আর সমর্থনযোগ্য নয়৷ নারীদেরও কিছুটা দায় নেয়ার সময় এসেছে৷

ডাগমার এঙেলছবি: DW/S. Eichberg

মাঝারি যোগ্যতার বদলে মাঝারি যোগ্যতা

ধীরে হলেও কোম্পানিগুলো নারীর সমতা বিধানের পথে প্রথম বাধা পেরিয়েছে৷ নতুন কোটা – আইনে পরিণত হলে – প্রায় ১০০ কোম্পানিকে ২০১৬ থেকে ২৩৩ জন নারী খুঁজতে বাধ্য করবে৷ জার্মানির জনসংখ্যা প্রায় আট কোটি, যার অর্ধেক নারী৷ ফলে ঐ সংখ্যক নারী খুঁজে পাওয়া উচিত৷ যদি যোগ্যতার প্রশ্ন উঠে তাহলে বর্তমানে যাঁরা পরিচালক পদে আছেন তাঁদের জীবনবৃত্তান্তের দিকে তাকান৷ ততক্ষণ পর্যন্ত সমতা আসবেনা যতক্ষণ না পরিচালক পদে থাকা মাঝারি যোগ্যতার পুরুষ সদস্যদের জায়গায় একই যোগ্যতাসম্পন্ন নারীদের স্থান দেয়া হচ্ছে৷

সংস্কৃতি যেভাবে বদলায়

জার্মানির মহাজোট সরকার কোটার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা এত বড় জনসংখ্যার ছোট্ট একটা অংশকে প্রভাবিত করবে৷ তবে এই অংশটা এলিট শ্রেণির এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাঁদের অনেক প্রভাব রয়েছে৷ মানুষ সাধারণত তাঁদেরই সাহায্য করে, যাঁদেরকে তাঁরা সমগোত্রীয় মনে করে৷ পুরুষরা এটা সবসময় করে এসেছে৷ নারীরা যেহেতু পুরুষদের চেয়ে উন্নত শ্রেণির নয়, তাই নারীরাও একই কাজ করবে, অর্থাৎ তাঁরা অন্য নারীদের সাহায্য করবে৷ এভাবে কোম্পানিগুলোর ৩০ ভাগ পদে নারীদের অবস্থান হবে৷ তখন আর কোটা ব্যবস্থা রাখার প্রয়োজন হবে না৷ জার্মানির পরিবার বিষয়ক মন্ত্রী মানুয়েলা স্ভেজিশ মনে করেন, এই আইন একটা সাংস্কৃতিক পরিবর্তন আনবে৷ দেশের সব স্তরে আশাবাদী নারী প্রয়োজন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ