বাংলাদেশে নারীদের বিরুদ্ধে বেড়ে চলা সহিংসতাকে গুরুতর অপরাধ ও মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন বলে অভিহিত করেছে জাতিসংঘ৷ সেই সাথে ধর্ষণ বিষয়ক ফৌজদারি বিচারব্যবস্থা সংস্কারের পক্ষে মত দিয়েছে সংস্থাটি৷
বিজ্ঞাপন
সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় এক বিবৃতিতে এ আহ্বান জানায়৷
বিবৃতিতে সংস্থাটি বলছে, ‘‘জাতিসংঘ ভুক্তভোগী ও সাক্ষীদের সমর্থন ও সুরক্ষা প্রদান এবং বিচারের ক্ষেত্রে দ্রুততা আনয়নে ফৌজদারি বিচার ব্যবস্থার জরুরি সংস্কারের পক্ষে৷ এছাড়া, নারী ও মেয়েদের সুরক্ষার জন্য অসংখ্য আইন ও কর্মপরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হচ্ছে সে সম্পর্কে জবাব দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা সুনিশ্চিত করার কোন বিকল্প নেই৷’’
জাতিসংঘের বাংলাদেশ টুইটার অ্যাকাউন্টে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে নোয়াখালীর এ ঘটনাটি বাংলাদেশের সমাজে ‘সামাজিক, আচরণগত ও কাঠামোগতভাবে বিদ্যমান নারী-বিদ্বেষের চিত্রকে ফুটিয়ে তুলেছে'৷
জেন্ডার সংবেদনশীল বিচারব্যবস্থা প্রণয়ন ও উন্নয়ন এবং নারী ও শিশু নির্যাতন মামলা পরিচালনা পদ্ধতিতে ব্যাপক পুনর্মূল্যায়নের ক্ষেত্রে সরকারকে সহায়তা করতেও প্রস্তুত বলে জানায় জাতিসংঘ৷
এদিকে নোয়াখালী ও সিলেটের পর দেশে আরো কয়েকটি জেলায় ধর্ষণের ঘটনা ঘটেছে৷ গত কয়েকদিনে শিশু ও বিধবাসহ বেশ কয়েকজন ধর্ষণের শিকার হয়েছেন বলে জানায় সংবাদমাধ্যমগুলো৷
ধর্ষণের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা
ধর্ষণের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটাররা৷ কেউ করেছেন তীব্র মন্তব্য, আবার কেউ নিজের প্রোফাইল ছবি পরিবর্তন করে শামিল হয়েছেন এ প্রতিবাদে৷
ছবি: Getty Images/D. Manson
ঐক্যবদ্ধ হয়ে লড়ার আহ্বান সাকিবের
ধর্ষণের প্রতিবাদে নিজের ফেসবুক পাতায় সাকিব আল হাসান বলেন, ‘‘আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে জীবনযাপন করতে পারে৷’’
ছবি: Getty Images/H. Trump
সমস্যা মগজে: মাশরাফি
‘‘ধর্ষক কোনো পরিচয় বহন করে না’’ বলে মন্তব্য করেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তুজা৷ ফেসবুকে তিনি আরো বলেন ‘‘...বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই৷ হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না৷ আসুন, মানসিকতা পরিবর্তন করি৷ নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই৷’’
ছবি: picture-alliance/A. Boyers
আর চুপ থাকতে পারি না: মুশফিক
ধর্ষণ ঠেকাতে পুরো বাংলাদেশকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও উইকেট কিপার মুশফিকুর রহিম৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘আর চুপ থাকতে পারি না৷ ধর্ষণকে না বলুন, না মানে না৷’’
ছবি: Getty Images/AFP/M. U. Zaman
নির্যাতকের ক্ষমা নাই: সৌম্য সরকার
‘‘নির্যাতকের ক্ষমা নাই, ’’ লিখেছেন বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার৷ ফেসবুকে করা মন্তব্যে তিনি আরো বলেন, ‘‘কোনো নারীরই শারীরিক নির্যাতনের শিকার হওয়া উচিত নয়৷ নারীদেরকে বুঝতে হবে যে তারা একা নন৷’’
ছবি: AFP/J. Samad
প্রোফাইল ছবি পরিবর্তন মাহমুদুল্লাহর
নিজের ফেসবুক পতার প্রোফাইল ছবি পরিবর্তন করে ধর্ষণ এবং নারীর বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদ জানিয়েছেন ক্রিকেটার মাহমুদুল্লাহ৷ ‘সেনোটুরেপ’ হ্যাশট্যাগ যুক্ত করে নিজের প্রাফাইলে ধর্ষণের প্রতিবাদে সবাইকে সরব হওয়ার আহ্বানও জানান তিনি৷
ছবি: picture-alliance/T. Basnayaka
ভাষা হারিয়ে ফেলেছেন রুবেল!
ফেসবুকে পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘‘..এ শহরে মানুষ নামের কিছু পশু আছে৷ কী লিখেবো ভাষা হারিয়ে ফেলেছি৷ আমরা ধর্ষণমুক্ত বাংলাদেশ চাই৷’’ এ মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি৷ অতীতে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে তার জেলে যাওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে অনেকেই লিখেছেন, ‘‘ভুতের মুখে রাম নাম৷’’ মন্তব্যকারীদের মতে, রুবেলের মুখে এসব কথা মানায় না৷
ছবি: picture-alliance/M. Egerton
6 ছবি1 | 6
পাবনায় ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পাবনার চাটমোহরে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ৷ এ ঘটনায় পাশের জেলা নাটোরের ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, গ্রেপ্তার গোলজার হোসেন (৩৫) নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক৷
মামলকারি গৃহবধূর অভিযোগ, স্বামী বিদেশে থাকা অবস্থায় তার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে এর ভিডিও ধারণ করেন গোলজার৷ পরে তা প্রকাশের হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন৷
বুধবার রাতে গোলজারকে তার নাটোরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম৷
কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক প্রেপ্তার
কুষ্টিয়ার মিরপুরে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ৷
ছাত্রীর বাবার দায়ের করা মামলায় উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ চকপাড়া এলাকার সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক) আব্দুল কাদেরকে গত সোমবার রাতে গ্রেপ্তার করা হয়৷ মিরপুর থানার ওসি আবুল কালাম বলেন, শনিবার এ মাদ্রাসা শিক্ষক ছাত্রীটিকে তার কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ মেয়েটির৷ পরে মেয়েটি তার সহপাঠীকে জানালে এলাকায় খবর ছড়িয়ে পড়ে৷ এতে বিক্ষুদ্ধ হয়ে স্থানীয়রা মাদ্রাসায় হামলা ও ভাঙচুর চালায় বলে জানায় পুলিশ৷
সিলেট ও লক্ষীপুরে ধর্ষণ
সিলেটের এমসি কলেজের ঘটনার পর গত শনিবার শহরের শামীমাবাদ এলাকায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে৷ এ ঘটনায় পুলিশ দিলওয়ার হোসেনসহ আরো একজনকে আটক করেছে পুলিশ৷ দিলওয়ার হোসেন স্থানীয় শ্রমিক লীগের নেতা বলে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে উল্লেখা করা হয়েছে৷
এদিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ঘরে ঢুকে বিধবাকে হাত-পা বেঁধে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ পুলিশ জানায়, রোববার রাত ১টার দিকে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের কলাকোপা এলাকায় পূর্ববিরোধের জেরে এক বিধবাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় এখন পর্যন্ত মোট চারজনকে আটক করা হয়েছে৷
আরআর/এফএস (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
গতবছর অক্টোবরের ছবিঘরটি দেখুন..
ধর্ষণে শীর্ষ ১০ দেশ
বিশ্বের ৩৫ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হন৷ এর মধ্যে ৪০ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হলেও চুপ থাকেন, ১০ শতাংশ আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সহায়তা নেন৷ এক সমীক্ষা জানাচ্ছে, ২০১৯ সালে কোন দেশে কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে৷
ছবি: picture-alliance/Pacific Press/E. McGregor
সাউথ আফ্রিকা
দেশটির প্রতি এক লাখের মধ্যে ১৩২ জনেরও বেশি নারী ধর্ষণের শিকার হন৷ দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিলের জরিপ অনুসারে, প্রতি চারজনের মধ্যে একজন ধর্ষণ করে সেই কথা স্বীকারও করেন৷
ছবি: Reuters
বোতসোয়ানা
দক্ষিণ আফ্রিকার দেশ বোতসোয়ানায় দ্বিতীয় সর্বোচ্চ ধর্ষণের ঘটনা ঘটে৷ দেশটির প্রতি এক লাখ নারীরর মধ্যে ৯৩ জন ধর্ষণের শিকার হন৷
ছবি: picture alliance/AA/K. Mathe
লেসোথো
দক্ষিণ আফ্রিকার আরেক দেশ লেসোথোয় ২০১৯ সালে তৃতীয় সর্বোচ্চ ধর্ষণের ঘটনা ঘটেছে৷ সেখানকার এক লাখ নারীর মধ্যে ৮৩ জন ধর্ষণের শিকার হন৷ দেশটির মোট জনসংখ্যা ২১ লাখ ২৫ হাজার ২৬৮ জন৷
ছবি: Imago/F. Stark
সোয়াজিল্যান্ড
সোয়াজিল্যান্ডে প্রতি এক লাখ নারীর মধ্যে ৭৮ জন ধর্ষণের শিকার হন৷ দক্ষিণ আফ্রিকার এই দেশটির জনসংখ্যা ১১ লাখ ৪৮ হাজার ১৩০ জন৷ সেই হিসেবে ২০১৯ সালে এ দেশে ৮৯৫টি ধর্ষণের ঘটনা ঘটে৷
ছবি: picture-alliance/dpa/J. Kalaene
বারমুডা
দেশটির প্রতি এক লাখের মধ্যে ৬৭ জনেরও বেশি নারী ধর্ষণের শিকার হন৷ অনেক দেশেই যৌন নিপীড়ন ও সহিংসতারিবোধী আইন থাকলেও নানান অসঙ্গতিতে তা ঠিকমতো প্রয়োগ হয় না৷
ছবি: pictureäalliance/dpa/A. Simmons
সুইডেন
ইউরোপের এই দেশটিতে প্রতি এক লাখের মধ্যে ৬৩ জনেরও বেশি নারী ধর্ষিত হন৷ বেশিরভাগ ক্ষেত্রে নারীরা যৌন নির্যাতনের শিকার হলেও বিশ্বজুড়ে পুরুষরাও প্রতিদিন যৌন হয়রানির শিকার হচ্ছেন৷
ছবি: picture-alliance/robertharding/A. Tamboly
সুরিনাম
দক্ষিণ অ্যামেরিকার দেশ সরিনামের প্রতি এক লাখ নারীর মধ্যে ৪৫ জন ধর্ষণের শিকার হয়৷ দেশটিতে পাঁচ লাখ ৮১ হাজার ২৭২ জন মানুষ বসবাস করে৷ গত বছর দেশটিতে ২৬২ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন৷
ছবি: picture-alliance/E.Troon
কোস্টা রিকা
মধ্য অ্যামেরিকার দেশ কোস্টা রিকার প্রতি এক লাখ মানুষের মধ্যে ৩৭ জন ধর্ষণের শিকার হন৷ গবেষণা বলছে, ১৬ থেকে ১৯ বছর বয়সের নারীদের ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি৷
ছবি: Reuters/J.C. Ulate
নিকারাগুয়া
মধ্য অ্যামেরিকার এই দেশটির প্রতি এক লাখ মানুষের মধ্যে ন৩২ জন ধর্ষণের শিকার হন৷ দেশটির মোট জনসংখ্যা ৬৫ লাখ ৪৫ হাজার ৫০২ জন৷ ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ডটকম বলছে, অনেক নারী যৌন সহিংসতার ঘটনা নিয়ে অভিযোগই করেন না৷
ছবি: Getty Images/AFP/I. Ocon
গ্রেনাডা
ক্যারিবীয় এই দেশটির প্রতি এক লাখ নারীর মধ্যে ৩১ জন ধর্ষণের শিকার হন৷ দেশটির মোট জনসংখ্যা এক লাখ ১২ হাজার তিনজন৷ ১৮ থেকে ২৪ বছর বয়সি কলেজ ছাত্রীরাও যৌন নির্যাতনের ঝুঁকিতে থাকেন৷
ছবি: picture-alliance/dpa/A. Camara
অন্যান্য
১১৮টি দেশের মধ্যে চালানো এই জরিপে ১৪তম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র৷ ৪০তম অবস্থানে থাকা বাংলাদেশের প্রতি এক লাখ নারীর মধ্যে প্রায় ১০ জন ধর্ষণের শিকার হন৷ ৪২তম অবস্থানে থাকা জার্মানিতে প্রতি এক লাখ নারীর মধ্যে ৯ জনেরও বেশি ধর্ষিত হন৷ আর ভারতের প্রতি লাখ নারীর মধ্যে এক দশমিক ৮ জন ধর্ষণের শিকার হন৷