1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীর বিরুদ্ধে এর্দোয়ানের লজ্জাজনক কাজ

৩১ মার্চ ২০২১

নারীর প্রতি সহিংসতা দমনে ২০১১ সালে সই হওয়া ইস্তাম্বুল কনভেনশন থেকে সরে আসার মাধ্যমে তুরস্ক শুধু নারী অধিকার নয়, এলজিবিটি সম্প্রদায়ের অধিকার বিষয়েও আগের অবস্থানে ফিরে গেছে বলে মনে করেন আলেক্সান্ডার গ্যোরলাখ৷

ইস্তাম্বুল কনভেনশন থেকে তুরস্কের সরে আসার প্রতিবাদ
ইস্তাম্বুল কনভেনশন থেকে তুরস্কের সরে আসার প্রতিবাদছবি: Emrah Gurel/AP Photo/picture alliance

ইউরোপের অন্যতম শীর্ষ মানবাধিকার সংস্থা কাউন্সিল অফ ইউরোপের তৈরি করা এই চুক্তিতে ইউরোপীয় ইউনিয়ন ও ৪৫টি দেশ সই করেছিল৷ এর লক্ষ্য ছিল পারিবারিক সহিংসতা, বৈবাহিক ধর্ষণ, ফিমেল জেনিটাল মিউটিলেশন বা নারীর যৌনাঙ্গচ্ছেদ ইত্যাদি বন্ধ করা৷

২০ মার্চ প্রথম দেশ হিসেবে তুরস্ককে এই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার বিলে সই করেন প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান৷ অফিসিয়াল গেজেটে কোনো কারণ উল্লেখ না করলেও পরে এর্দোয়ান সরকারের যোগাযোগ পরিচালক এক বিবৃতিতে জানান, ইস্তাম্বুল কনভেনশন ‘সমকামিতাকে স্বাভাবিকীকরণ’ করার চেষ্টা করে৷ বিবৃতিতে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের ছয় দেশ বুলগেরিয়া, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, লিথুয়ানিয়া ও স্লোভাকিয়া এই চুক্তিতে সই করেনি৷ এছাড়া এলজিবিটি সম্প্রদায় জেন্ডার ইস্যুতে তাদের ভাবনা পুরো সমাজের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে, এই কারণ দেখিয়ে পোল্যান্ডও এই চুক্তি থেকে সরে আসার প্রস্তুতি নিচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়৷ উল্লেখ্য, গত জানুয়ারিতে পোল্যান্ডের ডানপন্থি পপুলিস্ট ও ইউরোপবিরোধী শাসক দল ল অ্যান্ড জাস্টিস পার্টি গর্ভপাত ও সমলিঙ্গের বিয়ে নিষিদ্ধ করেছে৷ আর হাঙ্গেরিতে গতবছর গর্ভপাতবিরোধী আইন পাস হয়৷

আলেক্সান্ডার গ্যোরলাখছবি: Hong Kiu Cheng

তুর্কি সরকারের শীর্ষ কর্মকর্তারা বলেন, নারী অধিকার রক্ষায় দেশের আইন যথেষ্ট৷ তাই বাইরের কিছুর প্রয়োজন নেই৷ আর এর্দোয়ানের দলের রক্ষণশীল নেতারা মনে করেন, ইস্তাম্বুল কনভেনশন পারিবারিক ঐক্যের ক্ষতি করে এবং তালাককে উৎসাহিত করে৷ এছাড়া এই চুক্তির বিভিন্ন ধারায় যে সমতার কথা বলা হয়েছে সেটি ব্যবহার করে এলজিবিটি সম্প্রদায় সমাজে আরও বেশি গ্রহণযোগ্যতা পাবার দাবি করছে বলেও মনে করেন তারা৷

ইস্তাম্বুল কনভেনশন থেকে বের হয়ে আসার মাধ্যমে নারী বিদ্বেষ বিষয়ে এর্দোয়ান হাঙ্গেরি ও পোল্যান্ডের ক্যাথলিক নেতাদের ছাড়িয়ে গেলেন৷ গতবছর এপ্রিলে করা তুরস্কের শীর্ষ মুসলিম নেতার একটি বক্তব্য পুনরায় উল্লেখ করেছেন এর্দোয়ান৷ ঐ ধর্মীয় নেতা করোনা মহামারির জন্য সমকামিতাকে দায়ী করেছিলেন৷

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান, তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান ও পোল্যান্ডের নেতারা বাইরের শক্তি দ্বারা প্রভাবিত হতে পছন্দ করেন না৷ তাই ইইউর সদস্য হওয়া সত্ত্বেও পোল্যান্ড ও হাঙ্গেরি ইইউর আইনের শাসন ব্যবস্থার বিরোধী৷

তুরস্ক ইইউর সদস্য না হলেও ইইউর মতোই মূল্যবোধসম্পন্ন আরেক সংস্থা ন্যাটোর সদস্য৷ ইস্তাম্বুল কনভেনশন থেকে তুরস্কের সরে যাওয়ার পর হোয়াইট হাউস যেভাবে সমালোচনা করেছে তাতে প্রমাণ হয় যে, মুক্তি বিশ্বের মানুষরা তুরস্কের সিদ্ধান্তে অবাক হয়েছেন৷

আলেক্সান্ডার গ্যোরলাখ/জেডএইচ

আলেক্সান্ডার গ্যোরলাখ, কার্নেগি কাউন্সিল ফর এথিকস ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সিনিয়র ফেলো ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের রেলিজিয়ন ও ইন্টারন্যাশনাল স্টাডিস ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট৷

৫ ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ