1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীর বিরুদ্ধে সহিংসতা বাড়ছে জার্মানিতে

২৬ নভেম্বর ২০২৪

জার্মানিতে প্রতি দুইদিনে একজন নারী তার বর্তমান বা সাবেক সঙ্গীর হাতে খুন হচ্ছেন৷

Deutschland I Gewalt gegen Frauen, Femizid I Demonstration gegen Femizid, Hannover
ছবি: Moritz Frankenberg/dpa/picture alliance

নারীর প্রতি সহিংসতা দমনে সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন অধিকারকর্মীরা৷

জার্মানিতে নারীর প্রতি সব ধরনের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে৷ জার্মানির ক্রিমিনাল পুলিশ বিকেএ-র প্রথমবারের মতো প্রকাশিত ‘‘নারীর বিরুদ্ধে লিঙ্গভিত্তিক অপরাধ ২০২৩'' প্রতিবেদন বলছে সেবছর ৩৬০ নারীকে হত্যা করেছেন পুরুষরা৷ এসবের অধিকাংশ ঘটেছে দাম্পত্য কলহ বা বিচ্ছেদের সময়৷  

প্রতিবেদনটি অক্টোবরে প্রকাশের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেইজার বলেন, ‘‘আমরা প্রায় প্রতিদিনই জার্মানিতে একজন করে নারী খুন হতে দেখছি৷ তারা নারী বলে সহিংসতার শিকার হচ্ছেন৷ এটা অসহনীয় ব্যাপার৷''

বিকেএ-র দেয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ১৫৫ নারী তাদের সঙ্গী বা প্রাক্তন সঙ্গীর হাতে খুন হয়েছেন৷

আইনজীবী কোরিনা ভেরান ইটসচার্ট কয়েকটি ছোট শিশুসহ এক নারীর কথা স্মরণ৷ বিচ্ছেদের দুই বছর কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও তাকে তার স্বামী অনুসরণ করতেন৷ তিনি বলেন, ‘‘সেই নারীর স্বামী তাকে বাড়ির প্রবেশমুখে হত্যা করেন৷''

এরকম ঘটনা আরো বেশ কয়েকটি ঘটেছে৷ নারীদের জন্য সুরক্ষাকেন্দ্র থাকলেও হত্যা থেমে নেই৷

জার্মানিতে নারী হত্যাকে আলাদা কোনো ধরনের অপরাধ হিসেবে বিবেচিত করা হয় না৷ খুনিদের বিরুদ্ধে খুন বা নরহত্যার অভিযোগ আনা হয়৷

এক জরুরী চিঠিতে বিভিন্ন অধিকার সংগঠন এবং ত্রিশ হাজারের মতো একক ব্যক্তি জার্মানির কেন্দ্রীয় সরকারকে ২০২১ সালে জোট গড়ার সময়ের এক ঐক্যমত্যের কথা উল্লেখ করে দিয়েছেন৷ জোট সরকারে থাকা রাজনৈতিক দলগুলো সেসময় ‘‘সহিংসতার  শিকারদের আরো ভালো সুরক্ষা দেয়ার জন্য আইন তৈরির'' কথা বলেছিল৷ গৃহনির্যাতনবিরোধী সেই আইনের খসড়া তৈরি হলেও তা বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতার জন্য ঝুলে আছে৷

প্রতিবেদন: আন্দ্রেয়া গ্রুনাউ/এআই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ