1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজআফগানিস্তান

নারীশিক্ষার দাবিতে আফগানিস্তানে বিক্ষোভ

২৩ ডিসেম্বর ২০২২

তালেবানের নীতির বিরুদ্ধে পথে নেমেছেন বহু শিক্ষক ও শিক্ষার্থী৷ কিছু জায়গায় আন্দোলনকারীদের মারধর করে বিক্ষোভ দমানোর চেষ্টা করছে তালেবান৷

আফগানিস্তানে নারীদের বিক্ষোভ
ছবি: Bilal Guler/AA/picture alliance

সম্প্রতি নোটিস জারি করে নারীদের শিক্ষার অধিকার রদ করেছে আফগানিস্তানের তালেবান সরকার৷ নোটিস দিয়ে বিশ্ববিদ্যালয়ের দরজা তাদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে৷ পাশাপাশি আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, ষষ্ঠ শ্রেণির পর মেয়েরা আর স্কুলে যেতে পারবে না৷ এরপর থেকেই আফগানিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে৷

পশ্চিম আফগানিস্তানে ঘোর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাজিফা জাকি ডিডাব্লিউকে বলেছেন, ‘‘আমি অবাক৷ একটা গোটা প্রজন্মের অর্ধেক মানুষকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে৷’’ কাবুলের মাসুদা জানিয়েছেন, ইসলামিক এমিরেটস মেয়েদের সঙ্গে অন্যায় করছে৷ ন্যূনতম অধিকারটুকুও কেড়ে নেওয়া হচ্ছে৷

আফগান মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না: তালেবান

01:50

This browser does not support the video element.

খাতায় কলমে ষষ্ঠ শ্রেণি পর্য়ন্ত নারীশিক্ষার অধিকার দেওযা হলেও গত দুইদিনে দেখা গেছে, বহু স্কুল থেকে সমস্ত নারী ছাত্রীকে বের করে দেওযা হযেছে৷ কাজ হারিযেছেন বহু শিক্ষিকা৷ বিভিন্ন এলাকায় স্কুলের অধ্যক্ষদের নিযে বৈঠক করেছেন মসজিদের প্রধানেরা৷ সেখানে বলা হযেছে, নারীরা স্কুলে শিক্ষকতার কাজ করতে পারবেন না৷ তাদের মসজিদেও যেতে দেওয়া হবে না৷ যদিও এই সিদ্ধান্তের কথা এখনো তালেবান প্রশাসন সরকারিভাবে জানায়নি৷ কিন্তু বাস্তবে তেমনটা ঘটতে শুরু করে দিযেছে৷

আফগানিস্তানের মানবাধিকার কমিশনের সাবেক প্রধান শাহারজাদ আকবর ডিডাব্লিউকে জানিযেছেন, ‘‘যে দেশে সমাজের অর্ধেক মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয, সে দেশ কখনোই সাবলম্বী হতে পারে না৷ আফগানিস্তানে অনাহার আরো বাড়বে৷’’ বস্তুত, গত দুইবছর ধরে প্রবল খাদ্যসংকটে ভুগছে আফগানিস্তান৷ পরিস্থিতি এমনই যে এ বছর শীতে দুই কোটি ৩০ লাখ আফগান খাদ্যসংকটে পড়বে বলে মনে করা হচ্ছে৷

তালেবানের এই সিদ্ধান্তের পর গোটা দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে৷ বহু জায়গায় পরীক্ষার হল ছেড়ে বেরিয়ে এসেছেন পুরুষ ছাত্ররা৷ নানগড় বিশ্ববিদ্যালয়ের সামনে ঘণ্টার পর ঘণ্টা ধরে প্রতিবাদ করেছেন ছাত্ররা৷ তাদের পিটিয়ে তুলে দেওয়া হয়েছে৷ বহু জায়গায় নারীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন৷

বেশ কিছু জায়গায় পুরুষ শিক্ষকেরা কাজ ছেড়ে দেয়ার নোটিস দিয়েছেন৷ কাবুল বিশ্ববিদ্যালয়ের গণিতের শিক্ষক ওবাইদুল্লাহ ওয়ারদক জানিয়েছেন, তিনি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। ‘‘নিজের বিবেকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ৷ মেনে নিতে পারছিলাম না এই সিদ্ধান্ত৷ তাই পদত্যাগ করেছি,’’ ডিডাব্লিউকে জানিয়েছেন গণিতের শিক্ষক৷ তার মতো আরো অনেক শিক্ষক চাকরি ছেড়ে দিচ্ছেন বলে জানা গেছে৷

বস্তুত, আন্তর্জাতিক মহলেও এনিয়ে আলোড়ন শুরু হয়েছে। জাতিসংঘ এর তীব্র প্রতিবাদ করেছে৷ অ্যামেরিকা, যুক্তরাজ্য-সহ একাধিক দেশ প্রকাশ্যে এর বিরোধিতা করেছে৷ অ্যামেরিকা জানিয়েছে, তালেবানকে এর ফল ভোগ করতে হবে৷

ওয়াসলাত হাসরাত-নাজিমি/এসজি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ