নারী অধিকার ইস্যুতে আফগানিস্তান সিরিজ বাতিল করলো অস্ট্রেলিয়া
১২ জানুয়ারি ২০২৩
আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের লেখাপড়ায় নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে অস্ট্রেলিয়া৷ অস্ট্রেলিয়ার সরকারসহ সবপক্ষের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেয়া হয় বলেও বিবৃতিতে জানানো হয়েছে৷
বিবৃতিতে বলা হয়, ‘‘আফগানিস্তানে নারী ও মেয়েদের শিক্ষা ও চাকরির সুযোগ সীমিত করার সাম্প্রতিক ঘোষণা এবং পার্ক ও জিমে তাদের যাওয়ার ক্ষেত্রে বাধা দেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷’’
‘‘আফগানিস্তানসহ সারা বিশ্বের নারী ও পুরুষদের জন্য ক্রিকেট খেলার উন্নয়নে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া৷ আমরা আফগানিস্তানে নারী ও মেয়েদের অবস্থার উন্নতির আশায় সে দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখবো৷’’
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ ছিল সিরিজটি৷ অস্ট্রেলিয়া না খেলার সিদ্ধান্ত নেওয়ায় ৩০ পয়েন্ট যোগ হবে আফগানিস্তানের নামের পাশে৷ এতে বর্তমানে ১১৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকা আফগানরা সরাসরি জায়গা করে নেবে আগামী অক্টোবরের ওয়ানডে বিশ্বকাপে৷ ১২০ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা অস্ট্রেলিয়া আগেই নিশ্চিত করে নিয়েছে ভারত আসরের জায়গা৷
অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে ‘অন্যায় ও অপ্রত্যাশিত’ বলে আখ্যায়িত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড৷ এক বিবৃতিতে তারা বলেছে, এই সিদ্ধান্ত আফগানিস্তানে ক্রিকেটের উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে৷ বিষয়টি নিয়ে তারা আইসিসির সঙ্গে কথা বলবেও বিবৃতিতে জানানো হয়৷ এছাড়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে আফগান ক্রিকেটারদের খেলার অনুমতির বিষয়টিও পুনরায় ভেবে দেখা হবে বলে জানানো হয়েছে৷
আফগানিস্তানের ফাস্ট বোলার নাভিন উল হক মুরিদ অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে ‘শিশুসুলভ’ বলে অভিহিত করেছেন৷ এছাড়া আফগানদের সমর্থন করার পরিবর্তে তাদের কাছ থেকে আনন্দিত হওয়ার একমাত্র বিষয়টি কেড়ে নেয়ায় অস্ট্রেলিয়ার সমালোচনাও করেন তিনি৷
এর আগে ২০২১ সালে তালেবান আফগানিস্তানের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করার পর আফগানিস্তানের সঙ্গে নির্ধারিত একটি টেস্ট ম্যাচ স্থগিত করেছিল অস্ট্রেলিয়া৷
এদিকে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আইসিসি প্রধান নির্বাহী অ্যালারডাইস বলেন, ‘‘আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে যা হচ্ছে, তা অবশ্যই উদ্বেগজনক৷ সেখানে ক্ষমতার পালাবদলের পর থেকেই আমাদের বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে৷ আফগানিস্তানে কিছুই এগোচ্ছে না (মেয়েদের ক্রিকেটে), যা অবশ্যই আমাদের জন্য উদ্বেগের এবং আগামী মার্চে পরের সভায় আমরা এটা নিয়ে কথা বলব৷ আমরা যতদূর জানি, এ মূহূর্তে সেখানে কোনো কার্যক্রমই নেই (মেয়েদের ক্রিকেটের)৷’’
জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স, এপি)