বাংলাদেশে নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ প্রয়াত সুফিয়া কামালের সঙ্গে আশির দশক থেকে কাজ করছেন আয়েশা খানম৷ বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি৷
বিজ্ঞাপন
নারী নির্যাতন প্রতিরোধ ও নারী অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করা আয়েশা খানমের কাছে ২০১৮ সালের প্রত্যাশা জানতে চাওয়া হয়েছিল৷ নারীদের জন্য কেমন সমাজ, পরিবেশ চান তিনি?
উত্তরে বেশ কয়েকটি বিষয়ের কথা বলেন৷ এর মধ্যে নারীর প্রতি সহিংসতা দমনে ‘জিরো টলারেন্স' নীতি গ্রহণ একটি৷ ‘‘জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হচ্ছে, আমিও তেমনি নারীর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী,'' ডয়চে ভেলেকে বলেন আয়েশা খানম৷
২০১৮ সালের শেষে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে৷ সেখানে এক-তৃতীয়াংশ নারী সাংসদ নির্বাচনের দাবিও জানান তিনি৷ ‘‘সংসদে এখনও এক-তৃতীয়াংশ নারী সাংসদ নাই, নারী এখনও রাজনৈতিক শক্তি হয়ে উঠে নাই৷ স্থানীয় পর্যায়ে অবশ্য নারীরা আছেন, তবে তাঁদের অনেক সমস্যা আছে, প্রশিক্ষণের অভাব আছে,'' বলেন এই নারী নেত্রী৷
‘শুধু নারী নির্যাতনের সংখ্যা বাড়ছে না, সেই সঙ্গে বাড়ছে পাশবিকতা, নির্যাতনের ভয়াবহতা এবং মনুষত্বহীনতাও’
নারী নির্যাতন বন্ধে অনেকগুলো ভালো আইন থাকলেও সেগুলোর প্রচার ঠিকমত হচ্ছে না বলে মনে করেন তিনি৷ তাছাড়া আইন প্রয়োগেও নানা সমস্যা থাকার কথা জানালেন আয়েশা খানম৷ তিনি বলেন, আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীদের শাস্তি দিতে দেরি হচ্ছে৷ এছাড়া প্রভাবশালীরা আইন প্রয়োগের উপর প্রভাব বিস্তার করে থাকেন৷ এক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার প্রস্তাব করেছেন আয়েশা খানম৷ শিক্ষা-প্রতিষ্ঠানে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে পাঠদান, জেন্ডার সংবেদনশীল প্রশাসন, নীতিনির্ধারক, নাগরিক – এ সবেরও দাবি জানান তিনি৷
ব্রিটিশদের তৈরি সাক্ষ্য আইন ধর্ষিতার জন্য অবমাননাকর মন্তব্য করে সেটি সংশোধনের পরামর্শ দিয়েছেন এই নারী নেত্রী৷
২০১৮: বছরজুড়ে আলোচনায় যা যা থাকবে
২০১৮ সালে বাংলাদেশসহ বিশ্ব রাজনীতিতে কী ঘটতে চলেছে? কে জিতবে বিশ্বকাপ? ব্রিটিশ যুবরাজের বিয়ে! – এ সবই বছরজুড়ে আলোচনায় থাকবে৷ ছবিঘরে দেখে নিন ২০১৮ সালের গুরুত্বপূর্ণ কয়েকটি আয়োজনের কথা৷
ছবি: Getty Images/AFP/D. Kostyukov
বাংলাদেশ নির্বাচন
‘২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন’ অনুষ্ঠানের টার্গেট নিয়ে প্রস্তুত হচ্ছে কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন নবগঠিত নির্বাচন কমিশন (ইসি)৷ সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের নভেম্বরের প্রথমে তফসিল ঘোষণা করে ডিসেম্বরের শেষভাগে নির্বাচন হতে পারে বলে মনে করছে ইসি৷ সংবিধান অনুযায়ী, দশম সংসদের মেয়াদ শেষের ৯০ দিন আগে নির্বাচন করতে হবে৷ দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ৫ জানুয়ারি৷
ছবি: Getty Images/AFP/FARJANA K. GODHULY
জার্মানির রাজনীতি
জার্মানির রাজনৈতিক অঙ্গনে ২০১৮ সাল অন্যতম গুরুত্বপূর্ণ বছর৷ নির্বাচনের পর এখনও সরকার গঠন করতে না পারায় জটিল পরিস্থিতি বিরাজ করছে দেশটির রাজনৈতিক অঙ্গণে৷ সিডিইউ-সিএসইউ দল ইতিমধ্যেই আলাপ-আলোচনা শুরু করতে চায়, কিন্তু এসপিডি দল এখনও নিশ্চিত নয়৷ ফেডারাল জার্মান প্রজাতন্ত্রের ইতিহাসে সরকার গঠন এর চাইতে সমস্যাকর ও জটিল আগে কখনো হয়নি৷
ছবি: Imago/Müller-Stauffenberg
ব্রেক্সিট
২০১৭ সালের ১৯শে জুন ব্রাসেলসে ব্রেক্সিট নিয়ে আলোচনা শুরু হয়, শেষ হবার কথা ২০১৮ সালে৷ সবকিছু ঠিক থাকলে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে সরকারিভাবে বিদায় নেওয়ার কথা ২০১৯ সালের মার্চ মাসে৷
ছবি: Reuters/P. Nicholls
রাশিয়া
২০১৮ সালের ১৮ই মার্চ অনুষ্ঠিত হতে পারে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন৷ প্রথম দফা অনুষ্ঠিত হবে ১৮ তারিখে৷ এই নির্বাচনে কোনো প্রার্থীই যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে আইন অনুযায়ী তিন সপ্তাহ পরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফা নির্বাচন, অর্থাৎ ৮ই এপ্রিল৷ এবারের নির্বাচনেও বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন অংশ নেবেন এবং বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা করছেন তিনি৷
ছবি: picture-alliance/dpa/A. Ryumin
পাকিস্তান
চলতি বছরের সেপ্টেম্বর বা তার আগেই পাকিস্তানে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন৷
ছবি: AFP/Getty Images
আফগানিস্তান
আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল ২০১৬ সালের ১৫ই অক্টোবর৷ কিন্তু তা বাতিল হওয়ায় নতুন তারিখ নির্ধারণ হয় ২০১৮ সালের ৭ই জুলাই৷
ছবি: picture-alliance/dpa/J. Rezayee
মিশর
চলতি বছরের ৮ই ফেব্রুয়ারি থেকে ৮ই মের মধ্যে কোনো এক সময় মিশরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে৷ বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/A.Gomaa
ফুটবল বিশ্বকাপ
২০১৮ সালে ফিফা বিশ্বকাপের ২১তম আসর রাশিয়ায়৷ ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে খেলা৷ ৩২টি দল খেলবে এই আসরে, যেখানে রাশিয়া স্বাগতিক দল হিসেবে এবং বাকি ৩১টি দল বাছাইপর্বের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে খেলবে৷ ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে সর্বমোট ৬৪টি খেলার সম্পন্ন হবে৷ ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে৷
ছবি: picture-alliance/GES-Sportphoto/A. Golovanov
রাজকীয় বিয়ে
ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারির সঙ্গে মার্কিন অভিনেত্রী মেগান মার্কলের বিয়ে হবে এ বছরের ১৯ মে৷ নভেম্বরে তাঁদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন এই যুগল৷ উইন্ডসোর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে তাঁদের বিয়ে হওয়ার কথা৷ ২০১৬ সাল থেকে হ্যারি ও মেগান চুটিয়ে প্রেম করছেন৷
ছবি: Reuters/T. Melville
9 ছবি1 | 9
ঐ আইনে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি বা ধর্ষককেধর্ষিত নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দেওয়া হয়েছে৷ আইনের ১৫৫ (৪) ধারায় বলা আছে: ‘‘কোনো ব্যক্তিকে যখন ধর্ষণ বা বলাৎকার চেষ্টার অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়, তখন দেখানো যেতে পারে যে অভিযোগকারী নারী সাধারণভাবে দুশ্চরিত্রা৷'' গত নভেম্বরে ঢাকায় এক প্রতিবাদ সমাবেশে আয়েশা খানম বলেছিলেন, ‘‘ধর্ষিতা নয়, ধর্ষণকারীকেই প্রমাণ করতে হবে, সে ধর্ষণ করেনি৷'' এছাড়া ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা, বর্তমানে তা যে উপায়ে পরীক্ষা করে দেখা হচ্ছে, তাতেও পরিবর্তন চান এই নারী নেত্রী৷
আয়েশা খানম বলেন, বাংলাদেশে এখন অনেক মেয়ে বাইরে কাজ করছে৷ মেয়েরা পাহাড়ের চূড়ায় উঠছে, শান্তিমিশনে যাচ্ছে, প্যারাসুট জাম্পিং করছে, কঙ্গোতে দু'জন নারী বিমানচালক হিসেবে গিয়েছে – এমন অনেক সফলতা আছে মেয়েদের৷ কিন্তু তারপরও নিরাপত্তা মেয়েদের জন্য একটি বড় সমস্যা, বলেন তিনি৷
সোনার বাংলা গড়তে হলে বিবেকসম্পন্ন মানুষ তৈরি করা দরকার এবং ২০১৮ সালে বাংলাদেশ সেই দিকেই অগ্রসর হবে বলে প্রত্যাশা আয়েশা খানমের৷
বাংলাদেশে বাল্যবিবাহের যে ছবি আলোড়ন তুলেছে
বাংলাদেশে বাল্যবিবাহ এখনো এক বড় সমস্যা৷ দেশটিতে ৬৫ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে আঠারো বছর বয়স পার হওয়ার আগেই৷ বার্তা সংস্থা গ্যাটি ইমেজেস-এর এক ফটোগ্রাফার তাঁর ক্যামেরায় ধারণ করছেন এমনই একটি বাল্যবিবাহের কিছু ছবি৷
ছবি: Getty Images/A. Joyce
নওশিনের বিয়ে
নওশিন আক্তারের বয়স ১৫ বছর৷ বাবার বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জে৷ বিয়ের দিনও সে ছুটে বেড়াচ্ছিল পড়শিদের বাড়ি বাড়ি৷ সেখান থেকেই ধরে এনে বিয়ের পিড়িতে বসানো হয় তাকে৷ তার বিয়ের, আইনি দৃষ্টিতে যা অবৈধ, কিছু ছবি থাকলো এই ছবিঘরে৷
ছবি: Getty Images/A. Joyce
বিয়ে বাড়িতে উৎসব
আগস্টের ২০ তারিখে বিয়ে হয় নওশিনের৷ নিজে বিয়ের অর্থ সে তেমন না বুঝলেও, পাড়াপড়শির এই বিয়ে নিয়ে আগ্রহের কমতি ছিল না৷ বিয়ের দিন উৎসবের এই ছবি জানান দিচ্ছে একটি অপ্রাপ্তবয়স্ক কিশোরের বয়স নিয়ে তাঁদের কোনো ভাবনা নেই৷
ছবি: Getty Images/A. Joyce
নওশিনের গোসল
বিয়ের দিন প্রকাশ্যেই গোসল করানো হয় নওশিন আক্তারকে৷ বাল্যবিবাহের জন্য তাকে প্রস্তুত করার অংশ এই গোসল৷ অনেকের সঙ্গে এএফপি-র আলোকচিত্রিও দেখেছেন সেই আচার৷
ছবি: Getty Images/A. Joyce
বিউটি পার্লারে নওশিন
বিয়ের জন্য সাজাতে নওশিনকে নেয়া হয়েছে বিউটি পার্লারে৷ বাংলাদেশের আনাচেকানাচে এ রকম পার্লারের সংখ্যা অনেক৷ ছবিতে কাপড় পরার সময় অপর এক নারীকে দেখছে নওশিন৷
ছবি: Getty Images/A. Joyce
কনের মেকআপ
বিয়ের সাজে সাজানো হচ্ছে নওশিনকে৷ বাংলাদেশে কনেকে বেশ রংচংয়ে মেকআপে সাজানো হয়৷ অনেক সময় চেহারার রং ফর্সা করার চেষ্টা করা হয় জোর করে, যা অনেকসময় দেখতে কিছুটা দৃষ্টিকটু হলেও ঐতিহাসিকভাবে চলে আসছে৷
ছবি: Getty Images/A. Joyce
গহনা ছাড়া কি বিয়ে হয়?
কনে নওশিনকে গহনা পড়িয়ে দিচ্ছেন তার আত্মীয়রা৷ বাংলাদেশে বিয়েতে সোনার গহনা এক অপরিহার্য উপাদান৷ কনের পরিবারের আর্থিক অবস্থা যেমনই হোক, সোনাদানা ছাড়া বিয়ে, বিশেষ করে গ্রামাঞ্চলে একরকম ভাবাই যায় না৷
ছবি: Getty Images/A. Joyce
জোর করে বিছানায় নেয়া হচ্ছে নওশিনকে
নওশিনকে তার এক আত্মীয় জোর করে টেনে নিয়ে যাচ্ছেন একটি বিছানায়, যেখানে তার ছবি তোলা হবে৷ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের হিসেব অনুযায়ী, বাংলাদেশে গড়ে ২৯ শতাংশ মেয়ের বিয়ে হয় তাদের বয়স ১৫ পার হওয়ার আগে৷
ছবি: Getty Images/A. Joyce
ভিডিও-র জন্য ‘পোজ’
ভিডিও-র জন্য পোজ দিচ্ছে নওশিন আক্তার৷ তার বিয়ের মুহূর্তগুলো এভাবেই ক্যামেরাবন্দি করেছেন ভাড়া করা আলোকচিত্রিরা৷
ছবি: Getty Images/A. Joyce
৩২ বছর বয়সি বর
নওশিনের বরের নাম মোহাম্মদ হাসামুর রহমান, বয়স ৩২ বছর৷ বিয়ের সন্ধ্যায় অপ্রাপ্তবয়স্ক কনের সঙ্গে ছবির জন্য পোজ দিয়েছেন রহমান৷ এএফপি-র একজন বিদেশি আলোকচিত্রি সেই বিয়েতে উপস্থিত হতে পারলেও বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারেনি গিয়ে বিয়েটি বন্ধ করতে৷
ছবি: Getty Images/A. Joyce
শ্বশুর বাড়ির উদ্দেশ্যে নওশিন
বিয়ে শেষে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছে ১৫ বছর বয়সি নওশিন৷ পরিবারের সদস্যরা তাকে গাড়িতে তুলে দিচ্ছেন৷ বাংলাদেশে বাল্যবিবাহের এ সব ছবি গোটা বিশ্বের আলোড়ন তুলেছে৷
ছবি: Getty Images/A. Joyce
10 ছবি1 | 10
সাক্ষাৎকারটি কেমন লাগলো? এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷