1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারী নীতি

৮ মার্চ ২০১২

বিশ্ব নারী দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীর ক্ষমতায়নের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্য দূর করা সম্ভব৷ তিনি বলেন, বাংলাদেশ তা প্রমাণ করেছে এবং বাংলাদেশ নারী উন্নয়নের মডেলে পরিণত হয়েছে৷

ছবি: dapd

বাংলাদেশে নারীরা এগিয়ছে সত্য, তবে এখনো নারীর প্রতি সামাজিক ও পারিবারিক দৃষ্টিভঙ্গি বদলায়নি৷ উত্তরাধিকার হিসেবে সম্পত্তিতে প্রতিষ্ঠিত হয়নি নারীর সমান অধিকার৷ তথ্য কমিশনার এবং ঢাকা বিশ্ববিদ্যালেয়র অধ্যাপক সাদেকা হালিম বিশ্ব নারী দিবসে এমন কথাই বললেন ডয়চে ভেলেকে৷ তিনি বলেন, কোনো ঘটনায় নারীর চরিত্র হননের প্রচলিত অভ্যেস এখনো বদলায়নি৷

আর ঢাকায় বিশ্ব নারী দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্তি পেতে হলে নারীর ক্ষমতায়ন অপরিহার্য৷ তিনি বলেন, তাঁর সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশ নারী উন্নয়নের মডেলে পরিণত হয়েছেন৷ প্রধানমন্ত্রী এও স্বীকার করেন, এখনো অনেকেই মেনে নিতে পারেনা যে নারীরা বড় কোনো পদে কাজ করতে পারেন৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: dapd

অবশ্য প্রধানমন্ত্রী বলেন, নারীকেই নারীর ভাগ্য গড়তে হবে৷ নিজের অধিকার আদায় করে নিতে হবে৷ কেউ অধিকার দেবে সেই আশায় বসে থাকলে চলবেনা৷

অন্যদিকে, ঢাকায় বিশ্ব নারী দিবসের ব়্যালিতে নারী নীতি বাস্তবায়নের দাবি তোলেন নারী নেত্রী এবং কর্মজীবী নারীরা৷ জবাবে, ঐ ব়্যালিতে অংশ নেয়া আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, এই সরকারই নারী নীতি করেছে এবং তা বাস্তবায়নও করবে৷ তিনি বলেন, মৌলবাদীদের চাপের মুখে সরকার কখনো নতি স্বীকার করবেনা৷ তাই এ নীতি বাস্তবয়ন হবেই৷

বিশ্ব নারী দিবসে ঢাকাসহ সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ কয়েকটি সংবাদ মাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পুরো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আজকে নারী কর্মীদের ওপর ছেড়ে দিয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ