1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারী-পুরুষের সমতা সুন্দর

রোকেয়া প্রাচী৮ মার্চ ২০১৬

এবারের নারী দিবসে বাংলাদেশের নারীদের প্রাপ্তি অনেক৷ সামাজিকভাবে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, পুরুষের সঙ্গে তাল মিলিয়ে সমাজের বিভিন্ন জায়গায় কাজ করছেন নারীরা৷ কখনো আবার যোগ্যতার বলে পুরুষদের নেতৃত্বও দিচ্ছেন নারী৷

Narayanganj City Corporation Wahlen Flash-Galerie
ছবি: DW/S. Kumar Day

নারী-পুরুষের এই সমতার চর্চা ভবিষ্যতের সুন্দর মানবিক পৃথিবী গড়ে তুলবে৷ সমতার পৃথিবী সুন্দর পৃথিবী৷ উন্নয়নের দৃশ্যত প্রমাণ নারীর জাগরণ৷ দেশের প্রগতির মাপকাঠি নির্ণয়ে সহজ প্রন্থা নারীর মুক্তি৷ জাতীয় অগ্রসরতার উপায় নারীর ক্ষমতায়ন৷ আজকের বাংলাদেশে নারীর ক্ষমতায়নকে এগিয়ে নিয়ে গেছে নারীর অগ্রযাত্রার প্রবাহমানতায়৷

শৃঙ্খল মুক্তির ইতিহাস বাংলার নারীদের একদিনের নয়৷ দীর্ঘ পথ চলার পর নারী পেয়েছে সঠিক সত্যের আলোকধারা৷ এই পথ সৃষ্টির কারিগড় নারীরা৷ তবে পুরুষদেরও সহযোগিতা রয়েছে৷ অবরোধবাসিনী বেগম রোকেয়া যে আলোর মশাল জ্বালিয়েছিলেন, সেই মশাল এগিয়ে নিয়ে গেছেন লীলা নাগ, প্রীতিলতা, ইলা মিত্র'সহ অনেকে৷

বাহান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভূথ্যান এবং একাত্তরের মুক্তিযুদ্ধ৷ নারীর অগ্রযাত্রার একেকটি ধাপ৷ রাজনৈতিক লড়াইয়ে যেমন ছিল নারীর অংশগ্রহণ৷ আবার সাংস্কৃতিক লড়াইয়ে এ দেশের নারীরা খুলে দিয়েছে আলোর উৎস-দ্বার৷ এভারেস্ট্রের চূড়ায় বাংলাদেশের নারীরা এঁকেছেন বিজয়গাথা৷ খেলার মাঠেও নারীদের অগ্রযাত্রা সমতার সমাজ নির্মাণের পথকে সুগম করছে৷

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নারীর অগ্রযাত্রায় রাষ্ট্রের পৃষ্ঠপোষকতাও অন্যতম সহায়ক হিসেবে নারীর ক্ষমতায়নে সহায়ক হিসেবে কাজ করছে৷ নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ নির্মাণে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করছে৷ এগুলো আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হচ্ছে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার নারী৷ এটি বিশ্বের বিরল ঘটনা এবং নারী অগ্রযাত্রার অন্যতম প্রেরণা৷

রোকেয়া প্রাচী, অভিনেত্রী, উপস্থাপিকা ও লেখিকাছবি: Rokeya Prachi

রাজনৈতিক বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশে এখন পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ বেশ ইতিবাচক৷ দেশে ১২ হাজার নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন৷ সরকারি বিভিন্ন দপ্তরেও পুরুষের সঙ্গে নিজের যোগ্যতা বলেই নেতৃত্ব দিচ্ছেন নারী৷ দেশের পাঁচটি জেলায় রয়েছেন নারী জেলা প্রশাষক৷ দু'টি জেলার পুলিশ সুপার নারী৷ এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বুয়েট-এ উপাচার্য হিসেবে নারীর অগ্রযাত্রা দেশের সামাজিক উন্নয়নের সূচককে তরান্বিত করেছে৷

২০১৪ সালে ডাব্লিউইএফ-এর লিঙ্গ বৈষম্য সূচকের বার্ষিক প্রতিবেদনে ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশে অবস্থান ৬৮তম৷ এই অর্জনে ভারত, পাকিস্তান, জাপানকে পেছনে ফেলেছে বাংলাদেশ৷ দেশের পোশাক শিল্পেই কাজ করছে প্রায় ৩০ লাখ নারী৷ অনেক দেশের মোট জনসংখ্যাও এর চাইতে কম৷ পুলিশ বাহিনীতে প্রায় সাত হাজার নারী পুরুষের সঙ্গে সমানযোগ্যতায় কাজ করছে৷ এ সবই বাংলাদেশের নারী উন্নয়নের অগ্রযাত্রার সমীকরণ৷ সামাজিকভাবে বাংলাদেশে এখন নারীদের একটা সম্মানজনক অবস্থান তৈরি হয়েছে৷

তবে এটাও লক্ষ্যণীয় যে এই দেশেরই কিছু কুসংস্কারাছন্ন মানুষ এখনো নারীকে ভোগ্য পণ্য মনে করে৷ তারা নানাভাবে নারীর অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে৷ বিশ্বায়নের পুঁজিবাদী চর্চা নারীকে পণ্যে রূপান্তরের চেষ্টা করছে৷ তবে সেই বাধাকে জয় করছে নারীরা৷ কুসংস্কারের জাল ছিন্ন করে মানবিক সমাজ উন্নয়নে ভূমিকা রাখছে বাংলাদেশের নারীরা৷ নিজেদের অধিকার নিয়ে রাজপথে নামছে৷ সব প্রতিকূলতাকে জয় করে নারী এগিয়ে যাচ্ছে আপন ছন্দে৷ নিজের যোগ্যতায় বাংলাদেশের নারীরা পুরুষের সঙ্গে নির্মাণ করছে সমতার সমাজ৷ সমতার সমাজ আমাদের নিয়ে যাচ্ছে শক্তিশালী মানবিক পৃথিবী নির্মাণের দিকে৷ আগামীর সুন্দর পৃথিবী নির্মাণে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের নারীরা কাজ করছে সমানতালে৷ নারীর এই অগ্রযাত্রা অব্যহত থাকুক৷ জয় হোক মানুষের৷ সুন্দর হোক পৃথিবী৷

বন্ধু, আপনি কি লেখিকার সঙ্গে একমত? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ