1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারী পুলিশদের নিয়ে আনন্দের খবর

৭ নভেম্বর ২০১৫

চাকরির সূত্রে আফ্রিকায় গিয়েছিলেন তাঁরা৷ তখন থেকেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বাংলাদেশের মেয়েরা৷ ভারত, পাকিস্তানের দুই নারী পরিচালক তথ্যচিত্র নির্মাণ করেছেন তাঁদের নিয়ে তাই নারী পুলিশরা এখন সারা বিশ্বেই প্রশংসিত৷

Bangladesch Unruhen in Dhaka
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

জাতিসংঘ শান্তি মিশনের হয়ে বিভিন্ন দেশে কাজ করে এতদিন বিশেষভাবে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের পুরুষ সদস্যরাই প্রশংসা কুড়িয়েছে৷ তবে নারীরাও এগিয়ে এসেছে৷ ২০১৩ সালে বাংলাদেশ পুলিশের ১৬০ জনের একটি দল গিয়েছিল হাইতিতে৷ আফ্রিকার দেশটি তখন ভূমিকম্পে বিধ্বস্ত, রাজনৈতিক অস্থিরতাও চরমে৷ সেই অবস্থাতেই বাংলাদেশের নারী পুলিশরা গিয়েছিলেন হাইতিতে শান্তি ফিরিয়ে আনার কঠিন এক চ্যালেঞ্জ নিয়ে৷

পাকিস্তানের অস্কারজয়ী তথ্যচিত্র নির্মাতা শারমিন ওবায়েদ চিনয় এবং ভারতের গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী নির্মাতা গীতা গান্দভির অবশ্য বাংলাদেশের মেয়েরা কীভাবে সমাজ ও পরিবারের বাধা ডিঙিয়ে হাইতিতে গেলেন, কীভাবে তাঁরা সামলাচ্ছেন কর্মস্থল ও পরিবার- এসবও তুলে ধরেছেন ৯৪ মিনিটের এক তথ্যচিত্রে৷ তথ্যচিত্রের নাম, ‘আ জার্নি অফ আ থাউজেন্ড মাইলস : পিসকিপার্স'

তথ্যচিত্রটিতে বাংলাদেশের ১৬০ জন নারী কীভাবে পুলিশে যোগ দিলেন, যোগদানের পর নিজেদের পেশাদার পুলিশ হিসেবে কীভাবে কতটা প্রস্তুত করেছেন, হাইতির অপরিচিত পরিবেশে নতুন ধরনের দায়িত্বই বা কীভাবে পালন করেছেন – এসব বিষয়ও উঠে এসেছে৷ বাংলাদেশের সাধারণ পরিবারের মেয়েরা চাকরি করতে গেলে কত ধরনের বাধার সম্মুখীন হয় – অল্প পরিসরে সেদিকটিও তুলে ধরার চেষ্টা হয়েছে৷ তবে তথ্যচিত্রের কেন্দ্রীয় চরিত্র তিনটি৷ মূলত তিনজন নারী পুলিশের মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়েছে পুরো বিষয়টি৷

তিন নারী পুলিশ সদস্যের বাংলাদেশে পারিবারিক ও কর্মজীবন সেলুলয়েডে ধারণ করেছেন পাকিস্তানের শারমিন ওবায়েদ চিনয়৷ প্রায় তিন বছর লেগেছে তথ্যচিত্রটি নির্মাণ করতে৷ এই তিন বছরে অনেক বার বাংলাদেশে এসে কাজ করেছেন শারমিন৷

সহ পরিচালক গীতা গান্দভির নিউইয়র্কে থাকেন৷ তাই হাইতির অংশের কাজটুকু করেছেন তিনি৷

২০১৩ সালের জুন থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত হাইতিতে ছিলেন বাংলাদেশ পুলিশের ১৬০ জনের দলটি৷ এখন তাঁরা দেশে৷ তবে তাঁদের নিয়ে তৈরি তথ্যচিত্রটি প্রদর্শিত হচ্ছে দেশে দেশে৷

এসিবি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ