1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারী-শিশুসহ ৭ হাজারা হত্যা

১২ নভেম্বর ২০১৫

বিক্ষোভ মিছিলটির পর কাবুল আপাতত শান্ত৷ নারী-শিশুসহ ৭ হাজারার লাশবাহী কফিন ফিরে যাচ্ছে জাবুলে৷ তবে বিভিন্ন শহরে বিক্ষোভ এখনো চলছে৷ বিক্ষোভকারীরা জানিয়েছেন, হত্যার বিচার এবং নিরাপদ আফগানিস্তানের দাবিতে এ আন্দোলন চলবে৷

Afghanistan Demonstration Gerechtigkeit Volksgruppe der Hazara
ছবি: DW/H. Sirat

৯ বছরের একটি মেয়েকেও শিরশ্ছেদ করে হত্যা করেছে তারা৷ একইভাবে হত্যা করেছে দুজন নারীসহ আরো ছয়জনকে৷ শনিবার ৭ জনেরই মৃতদেহ পাওয়া যায় আফগানিস্তানের জাবুল প্রদেশে৷ শিরশ্ছেদ করে হত্যা করা প্রতিটি মানুষ জাতিগত সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের৷

বুধবার এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশাল এক বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানী কাবুলে৷

আফগানিস্তানে এমন বিক্ষোভ মিছিল অতি বিরল ঘটনা৷ বিক্ষোভে এত মানুষের অংশগ্রহণ আরো বিরল৷ আরেকটি বিরল বিষয়, নিহতদের মরদেহবাহী কফিন নিয়ে রাজপথে বিক্ষোভ জানানো৷ কয়েক হাজার শিয়া মুসলমান হাজারা নারী-পুরুষের কান্না, আহাজারি আর ক্ষুব্ধ স্লোগানে ভারি বিষণ্ণ হয়ে পড়েছিল কাবুল৷

বুধবারের বিক্ষোভকে আফগানিস্তানে নতুন ইতিহাসের সূচনা হিসেবেও বর্ণনা করেছে অনেকে৷ তাঁরা মনে করেন, বিক্ষোভে বিশেষ করে নারীদের ব্যাপক উপস্থিতিকে খুব তাৎপর্যপূর্ণ৷

সাত শিয়াকে হত্যা করার এই ঘটনায় আফগানিস্তানে এখনো টিকে থাকা অন্যান্য সংখ্যালঘুরাও আতঙ্কিত৷ আফগান শিখদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের লেখিকা মধু কিশওয়ার৷

৩০ লাখের মতো শিয়া হাজারা আছে আফগানিস্তানে৷ দীর্ঘদিন ধরেই তারা ব্যাপক নির্যাতন, নিপীড়নের শিকার৷

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সম্প্রতি তালেবান জঙ্গিরা আইএস-এর সঙ্গে যোগ দিয়ে দেশে আবার হত্যাযজ্ঞ শুরু করেছে৷

যে এলাকায় ৭টি লাশ পাওয়া গেছে সেই জাবুল প্রদেশে তালেবান জঙ্গিদের দুটি গ্রুপে সংঘাত চলছে৷ তাদের যে কোনো একটি গ্রুপ এ হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে৷

তবে বিক্ষোভকারীদের অভিযোগের আঙুল ইসলামিক স্টেটের দিকে৷ আইএস এবং জঙ্গিবাদ বিরোধী স্লোগান দিতে দিতেই কাবুলের প্রেসিডেন্ট ভবনের দিকে এগিয়ে যাচ্ছিলেন বিক্ষোভকারীরা৷

প্রেসিডেন্ট ভবনের কাছে যাওয়ার আগেই পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়৷

তাতেও বিক্ষোভ থামেনি৷ বৃহস্পতিবারও বাল্খ প্রদেশ, হেরাত, নঙ্গরহাটসহ বেশ কিছু স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে৷ বিক্ষোভের আয়োজকরা জানিয়েছেন, নিহত সাতজনের লাশ জাবুলে ফিরিয়ে নেয়া হচ্ছে৷ সেখানেই তাঁদের দাফন হবে৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ