1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারী সাংসদরা যৌনবৈষম্যের শিকার

২৬ অক্টোবর ২০১৬

বিশ্বের সব অঞ্চলের নারী সাংসদরা তাঁদের পুরুষ সহকর্মীদের দ্বারা যৌনবৈষম্য, হয়রানি ও সহিংসতার শিকার হন বলে এক জরিপে জানা গেছে৷ বুধবার এই প্রতিবেদন প্রকাশিত হয়৷

IPU Parlamentarier
আইপিইউ-র এক কংগ্রেসে বিভিন্ন দেশের সাংসদরা (ফাইল ছবি)ছবি: picture-alliance/ dpa

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর করা এই জরিপ বলছে, অনলাইনেও নারী সাংসদরা অবমাননার শিকার হন৷ জেনেভা ভিত্তিক এই সংগঠনের সদস্য ১৭১টি দেশের জাতীয় সংসদ৷

বিশ্বের পাঁচটি অঞ্চলের ৩৯টি দেশের ৫৫ জন নারী সাংসদের সঙ্গে কথা বলে জরিপের ফলাফল প্রকাশ করা হয়৷ সব বয়সের সাংসদরা এতে অংশ নেন৷

৪৪.৪ শতাংশ নারী সাংসদ বলেছেন, তাঁরা দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণহানি, ধর্ষণ, প্রহার কিংবা অপহৃত হওয়ার হুমকি পেয়েছেন৷

আইপিইউ বলছে, জরিপের ফল এটিই প্রমাণ করছে যে, সব এলাকার নারী সাংসদরাই কমবেশি বৈষম্য ও সহিংসতার শিকার হন৷

জরিপে অংশগ্রহণকারীরা বলেছেন, অধিকাংশ ক্ষেত্রে বিরোধী, এমনকি নিজ দলের পুরুষ সহকর্মীদের কাছ থেকে এমন আচরণ পেয়েছেন তাঁরা৷

নারী সাংসদের বয়স ৪০ এর নীচে হলে, তিনি বিরোধী দলের কিংবা কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের হলে, বৈষম্য ও হয়রানির পরিমাণ আরও বেড়ে যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে৷

সাব-সাহারা আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের নারী সাংসদরা বলছেন, মাঝেমধ্যে অনলাইনে তাঁদের নগ্ন ছবি প্রকাশ করা হয়েছে, সেইসঙ্গে জুড়ে দেয়া হয়েছে অসম্মানজনক মন্তব্য৷

উল্লেখ্য, নারী সাংসদদের নিয়ে এ ধরণের প্রতিবেদন এটিই প্রথম৷

সারা বিশ্বে সাংসদের সংখ্যা প্রায় ৪৬ হাজার৷ এর মধ্যে ২২.৮ শতাংশ নারী৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

প্রিয় পাঠক, আপনার কি কিছু বলার আছে? জানান নীচে মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ