1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গভীরভাবে তদন্ত হবে’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৫ ডিসেম্বর ২০১২

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন তাজরিন ফ্যাশনস-এর মতো আর কোনো পোশাক কারখানায় যাতে আগুন লেগে মৃত্যুর ঘটনা না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা নেয়া হবে৷ আর কারখানার অগ্নি নির্বাপণ ব্যবস্থা হতে হবে আধুনিক ও গ্রহণযোগ্য৷

ছবি: AP

আশুলিয়ার তাজরিন ফ্যাশনস-এ আগুনের ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন৷ তাঁরা জানান যে, তাঁদের সব শেষ হয়ে গেছে৷ তাঁরা কিভাবে বেঁচে থাকবেন? প্রধানমন্ত্রী তাঁদের বলেন, যাঁরা মারা গেছেন তাঁদের তো আর ফিরিয়ে দেয়া যাবে না৷ তবে এই পরিবারগুলোকে তিনি তাঁর সাধ্যমত সহায়তা করবেন৷

সরকারি হিসেবে ২৪শে নভেম্বর তাজরিন ফ্যাশনস-এ আগুনের ঘটনায় ১১০ জন নিহত হনছবি: Reuters

সরকারি হিসেবে ২৪শে নভেম্বর তাজরিন ফ্যাশনস-এ আগুনের ঘটনায় ১১০ জন নিহত হন৷ যাঁদের অর্ধেকের পরিচয় জানা যায়নি৷ লাশ দাফন করা হয়েছে বেওয়ারিশ হিসেবে৷ প্রধানমন্ত্রী তাঁর কার্যলয়ে নিহতদের মধ্যে ৪৩ জনের প্রত্যেকের পরিবারকে ৬ লাখ টাকা করে অনুদানের চেক দেন৷ এর মধ্যে ২ লাখ টাকা দেয়া হয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে৷ আর বাকি টাকা বিজিএমইএ এবং অন্যান্য সংগঠন দেয়৷

প্রধানমন্ত্রী চেক দেয়ার সময় বলেন, তাজরিন ফ্যাশনস-এর মতো আর যেন আগুনে মৃত্যুর ঘটনা না ঘটে – সে জন্য ব্যবস্থা নেয়া হবে৷ সতর্ক থাকতে হবে সবাইকে৷ তিনি জানান, এজন্য সরকারও পোশাক কারখানা মনিটর করবে৷

তবে প্রধানমন্ত্রী নাশকতার ঘটনাও গভীরভাবে তদন্ত করে দেখার কথা বলেন৷ তিনি বলেন, কোনো কোনো মহল শ্রমিকদের এ ধরনের আগুনের ঘটনায় ব্যবহার করছে৷ তারা কারা, কেন তারা এসব করছে – তা অবশ্যই জানা দরকার৷

বাংলাদেশে প্রায় পাঁচ হাজার তৈরি পোশাক কারখানা রয়েছে৷ রপ্তানি আয়ের ৮০ ভাগই আসে পোশাক শিল্প থেকে৷ ফায়ার সার্ভিস জানায় যে, তাদের হিসেবে ২০০৬ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৭০০ পোশাক শ্রমিক মারা গেছেন কারখানায় আগুন লেগে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ