1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাশকতা প্রতিরোধে ব্যাপক গ্রেপ্তার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২২ জানুয়ারি ২০১৫

২০ দলীয় জোটের অবরোধ-হরতাল কর্মসূচিকে ঘিরে নাশকতা রোধে ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু করা হয়েছে৷ সঙ্গে ক্রসফায়ার যুক্ত হয়েছে বলেও অভিযোগ উঠেছে৷ মানবাধিকার নেতাদের আশঙ্কা, পরিস্থিতি আরো খারাপ হতে পারে৷

Proteste in Dhaka Bangladesch 24.12.2014
ছবি: AFP/Getty Images

চলতি সপ্তাহেই সরকার নাশকতাকারীদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে৷ নাশকতাকারীদের দেখামাত্র গুলির সিদ্ধান্তের কথাও জানিয়েছেন সরকারের মন্ত্রীরা৷ আর বৃহস্পতিবার মোটরবাইকে দুইজন চলা নিষিদ্ধ করা হয়েছে৷ শুধুমাত্র মোটরবাইক চালকই থাকতে পারবেন৷ সঙ্গে সিটের পিছনে আর কাউকে নিতে পারবে না৷

৫ই জানুয়ারি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নয়াপল্টনে দলীয় কর্মসূচিতে যোগ দিতে না দেয়ার পরদিন ৬ই জানুয়ারি থেকে ঢাকাসহ সারা দেশে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়৷ বৃহস্পতিবার সেই অবরোধের ১৭তম দিন৷ এর মধ্যে হরতালও চলছে মাঝেমধ্যে৷ এখন অবরোধের মধ্যেই চলছে ৪৮ ঘণ্টার টানা হরতাল৷ শুক্রবার ভোর ছয়টায় হরতাল শেষ হবে৷

অবরোধ-হরতালের প্রথম ১৫ দিনে পুলিশের হিসেবে সারা দেশে ৭,০১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ আর সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে চট্টগ্রামে ১,৫৯৩ জন৷ এদিকে অবরোধ কর্মসূচির মধ্যে ঢাকাসহ সারা দেশে মোট তিনজন বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারে নিহত হয়েছেন৷ ১৬ই জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ১৯শে জানুয়ারি রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি ও ২০শে জানুয়ারি খিলগাঁওয়ের জোড়াপুকুর খেলার মাঠের পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে' তিনজন নিহত হন৷ নিহতরা বিএনপি এবং জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন৷

পেট্রোল বোমায় ঝলসানো মানুষছবি: picture alliance/ZUMAPRESS.com

তবে গ্রেপ্তারের সরকারি হিসাব মানছে না বিএনপি৷ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আহমেদ আজম খান ডয়চে ভেলের কাছে দাবি করেন, ‘‘প্রকৃত গ্রেপ্তারের সংখ্যা গত ১৭ দিনে পুলিশের হিসাবের চেয়ে তিনগুন হবে৷'' তাঁর মতে, ‘‘এই সংখ্যা ২০/২২ হাজারের কম হবে না৷'' তিনি দাবি করেন, ‘‘৫ই জানুয়ারির নির্বাচনের পর থেকে বিএনপিসহ ২০ দলীয় জোটের মোট ৮৭ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে৷'' তিনি বলেন, ‘‘বাংলাদেশের সবগুলো কারাগারের মোট ধারণ ক্ষমতা ২৯ হাজার৷ কিন্তু এখন বন্দি আছেন ৯০ হাজার৷ তাদের ৯০ ভাগই বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মী৷''

আহমেদ আজম খান দাবি করেছেন, ‘‘আন্দোলন দমাতেই তিনজনকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে৷ আর এখন নতুন করে গুমের ঘটনা ঘটছে৷ দেখামাত্র গুলি, ধরিয়ে দিলে পুরস্কার এসবের মধ্য দিয়ে সরকার মূলত বিরোধী দলকেই দমন করতে চাইছে৷'' তিনি দাবি করেন, ‘‘এই পরিস্থিতির সুযোগ নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার বাণিজ্যও চালাচ্ছে৷'' তাঁর দাবি, ‘‘নাশকতার জন্য দায়ী সরকার, সরকার ক্ষমতা ধরে রাখার জন্য এখন মরিয়া হয়ে এ সব কাজ করছে৷''

ঢাকার রাস্তায় পুলিশছবি: AFP/Getty Images/M. Uz Zaman

আর মানবাধিকার নেতা নূর খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কন্ট্র্যাক্ট কিলিংয়ের অভিযোগ আছে৷ তাই তারা পরিস্থিতির যে সুযোগ নেবে না তা বলা যায়না৷ সরকার যেভাবে নাশকতা প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছে, তাতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে৷ নিরীহ মানুষ ক্রসফায়ার, গ্রেপ্তারসহ নানা হয়রানির শিকার হতে পারেন৷ এরই মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নিরীহ মানুষকে নাশকতার ঘটনায় আটক করে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে৷'' তিনি আরও বলেন, ‘‘কোনো অবস্থায়ই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মেনে নেয়া যায় না৷ আর নাশকতাকারীদের ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার, দেখামাত্র গুলিসহ আরো যে সব ব্যবস্থা নেয়া হচ্ছে তাতে নাশকতা বন্ধ হবে বলে মনে হয় না৷ বরং এতে বিশৃঙ্খলা বাড়বে এবং নিরীহ মানুষ এর শিকার হওয়ার আশঙ্কা আছে৷''

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার লুত্‍ফুল কবির সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আগেও যে ভাবে নাশকতাকারীদের প্রতিরোধ করা হয়েছে, এখনো সেভাবে করা হচ্ছে৷ ল অ্যান্ড অর্ডার রক্ষা ও সিচুয়েশন কন্ট্রোলের জন্য যা করা দরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাই করবে৷''

আর আরেকজন উপ কমিশনার মাসুদুর রহমান ডয়চে ভেলের কাছে দাবি করেন, ‘‘পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ ঠিক নয়৷ এটি একটি সাধারণ ও প্রচলিত অভিযোগ৷ সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়ে কোনো অভিযোগ আমরা পাইনি৷''

মানবাধিকার নেতা নূর খান বলেন, ‘‘নাশকতা বা রাজনৈতিক সহিংসতার শিকার হচ্ছেন সাধারণ মানুষ৷ অবরোধ ও হরতাল আহ্বানকারীরা এর জন্য যেমন দায়ী, সরকারও এর দায় এড়াতে পারে না৷ তাই এসব বন্ধে দুই পক্ষকেই আন্তরিক হতে হবে৷ আর তার জন্য দরকার রাজনৈতিক সমস্যার সমাধান৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ