1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাসার নভোযান প্রকল্পের সমাপ্তিতে জনবল ছাঁটাই

৪ জুলাই ২০১১

আগামী ৮ জুলাই মহাশূন্যে শেষবারের মত যাত্রা করবে নভোযান অ্যাটলান্টিস৷ তারপর আপাতত ইতি ঘটবে মহাশূন্যে মার্কিন নভোযানের অভিযান৷ এভাবে একের পর এক নভোযান প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় নাসার অনেকে বেকার হয়ে পড়ছেন৷

NASA, Altantis
নভোযান অ্যাটলান্টিসছবি: AP

ভবনটির নাম ভিহিকল অ্যাসেম্বলি বিল্ডিং বা সংক্ষেপে ভিএবি৷ তিন হেক্টরের ওপর অবস্থিত ১৬০ মিটার উঁচু এই ভবনটি বহুদূর থেকে চোখে পড়ে৷ এই ভবনটিতেই নভোযানগুলোকে প্রস্তুত করা হয়৷ মহাশূন্যে যাত্রার আগে নভোযানগুলোতে প্রয়োজনীয় রসদপত্র এনে ভর্তি করা হয়৷ এই ভিএবিতে কাজ করে ৬০ জনেরও বেশি কর্মকর্তা কর্মচারী৷ তাদের একজন ববি উইলিয়াম্স, যিনি ২৪ বছর ধরে কাজ করছেন এখানে৷ তিনি বলেন, ‘‘আমি ধীরে ধীরে এই পর্যায়ে এসেছি৷ প্রথমে আমি আরপিএসএফ এর একজন টেকনিশিয়ান হিসেবে যোগ দিই এবং রকেটের বুস্টার নিয়ে কাজ করি৷ এরপর ইটি বিভাগে চলে আসি যেখানে রকেটের এক্সটার্নাল ট্যাংকগুলোর দেখাশোনা করা হয়৷ এরপরে অন্য পদ খালি হলে সেখানে আবেদন করি এবং আমাকে সেখানে নেওয়া হয়৷ এভাবে আমি একটার পর একটা পর্যায় পার হয়ে এসেছি৷''

আগামী এপ্রিলে অ্যাটলান্টিসকে একটি বোয়িং বিমানে করে ওয়াশিংটনে পাঠানো হবেছবি: NASA Carla Thomas

কিন্তু ববি উইলিয়াম্সরা এখন জানেন না তাদের ভবিষ্যত কি৷ কারণ নাসার মহাকাশ ভ্রমণ প্রকল্প আপাতত শেষ৷ ১৯৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আনুষ্ঠানিকভাবে স্পেস শাটল কর্মসূচির উদ্বোধন করেন৷ এর প্রায় নয় বছর পর মহাকাশে নভোযান পাঠায় নাসা৷ নাসার কলম্বিয়া, চ্যালেঞ্জার, এন্ডেভার, ডিসকভারি আর অ্যাটলান্টিস, এই পাঁচটি নভোযান এত বছর ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মানুষ ও রসদ আনা নেওয়া করেছে৷ কিন্তু আগামী ৮ জুলাই সেই অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে৷ আপাতত কেনেডি স্পেস সেন্টার থেকে আর কোন নভোযান মহাকাশের উদ্দেশ্য যাত্রা করবে না৷ আর সেই কারণে নাসায় কর্মরত অনেককে এখন বিদায় নিতে হচ্ছে৷ এই অবস্থা কতদিন চলবে সেটা ঠিক করে বলছে না নাসার কর্তৃপক্ষ৷ এটা নয় মাস থেকে দুই বছর সময় পর্যন্ত লাগতে পারে৷ শুধু ফ্লোরিডার স্পেস সেন্টার নয়, হাউস্টন ও টেক্সাসের প্রশিক্ষণ কেন্দ্রগুলোতেও অনেক লোককে এখন ছাঁটাই করা হচ্ছে৷ এই ব্যাপারে নাসার সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড স্পেস অ্যালায়েন্স এর মুখপাত্র ট্রেসি ইয়েট্স জানালেন, ‘‘এটা আমাদের গোটা সংগঠনকেই আক্রান্ত করেছে৷ প্রকৌশলী, টেকনিশিয়ান, প্রশাসনের কর্মকর্তা, ম্যানেজার থেকে শুরু করে কোম্পানির উপর থেকে নীচ সবাইকে৷ আমরা চেষ্টা করছি এই প্রক্রিয়াটা যতটা সম্ভব স্বচ্ছতার সঙ্গে করার৷''

অ্যাটলান্টিস নভোযান ফিরে আসার পর নতুন কাজ শুরু হবেছবি: NASA

ইউনাইটেড স্পেস অ্যালায়েন্সে কয়েক বছর আগেও প্রায় ১০ হাজার জনবল ছিল৷ গত কয়েক বছর ধরে সেটা কমছে এবং আসছে আগস্ট মাসে সেটা প্রায় তিন হাজারে নামবে৷ কেবল ফ্লোরিডার স্পেস সেন্টারেই ছাঁটাই হবে ১৯০০ জনবল৷ এদের অনেককে ক্ষতিপুরণ দেওয়া হচ্ছে৷ তাদের একজন জিম টালি৷ তিনি আশা করছেন ভবিষ্যতে বাণিজ্যিকভাবে স্পেস শাটল প্রকল্প চালু হবে৷ এই ব্যাপারে তিনি বলেন, ‘‘আমি নিশ্চিত যে মহাকাশে নাসার গবেষণার নভোযানের চেয়ে বাণিজ্যিক নভোযান অনেক বেশি আসা যাওয়া করবে৷ এবং সেটি যে নিরাপদ হবে না, তা কিন্তু নয়৷ বরং বাণিজ্যিক কোম্পানিগুলো চেষ্টা করবে কীভাবে আরও দ্রুত এবং সস্তায় মহাশূন্যে যাওয়া-আসা করা যায়৷ এটাই বাণিজ্যের বৈশিষ্ট্য৷ আপনি ১৯২০ সালের দিকে তাকান, যখন অনেকেই বলতো যে বিমান পরিবহন ব্যবস্থা নিরাপদ নয়, তাই এটা সরকারের হাতে থাকা উচিত৷ কিন্তু সেটা ভুল প্রমাণিত হলো৷ ব্যবসায়ীরা এতে যুক্ত হলো এবং শুরু থেকেই তারা এই বিমান পরিবহনকে নিরাপদ করার চেষ্টা করলো৷ নয়তো এত মানুষ বিমানে উঠতো না৷''

উল্লেখ্য, সাধারণ মানুষ যাতে সহজে ও কম খরচে মহাকাশে যেতে পারে, সেজন্য স্পেস শাটল প্রকল্প শুরু হয়েছিল৷ কিন্তু এতদিন পর এই প্রকল্প কতটুকু সফল হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে৷ এদিকে অ্যাটলান্টিস নভোযান ফিরে আসার পর নতুন কাজ শুরু হবে৷ আর তা হলো এতদিনের পুরনো এসব নভোযানকে যাদুঘরে পাঠানো৷ আগামী বছরের এপ্রিলে অ্যাটলান্টিসকে একটি বোয়িং বিমানে করে ওয়াশিংটনে পাঠানো হবে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ