1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাসিক নির্বাচনে আইভী বিজয়ী

৩০ অক্টোবর ২০১১

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

ভোট দিচ্ছেন এক নারীছবি: Samir Kumar Day

নারায়ণগঞ্জে জিয়া হলে স্থাপিত নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষে রোববার রাত ১২টা ৫১ মিনিটে রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান এ ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম৷

রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফলে, ১৬৩টি ভোটকেন্দ্রে আইভী পেয়েছেন ১৮০০৪৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান পেয়েছেন ৭৮৭০৫ ভোট।

উল্লেখ্য, আইভী কেবল নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নন, তিনি বাংলাদেশে প্রথম নির্বাচিত নারী মেয়র৷
 

বিস্তারিত আসছে.......

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ