1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাসিরুদ্দিন ইউসুফ নির্মিত ‘গেরিলা' পেল সেরা ছবির পুরস্কার

১৮ নভেম্বর ২০১১

বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মীত চলচ্চিত্র, নাসিরুদ্দিন ইউসুফ পরিচালিত গেরিলা সেরা ছবির পুরস্কার পেল ১৭-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে৷ বৃহস্পতিবার ছিল আট দিনের এই উৎসবের শেষ দিন৷

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়, শর্মীলা ঠাকুর ও শাহরুখ খানছবি: DW

বাংলা চলচ্চিত্রের দিকপালেরা, পরিচালক থেকে শুরু করে সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী এবং অবশ্যই বাংলার অভিনেতা-অভিনেত্রীরা, শুধু বাংলা নয়, সারা ভারতের চলচ্চিত্রশিল্পে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন৷ ১৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে এঁদের প্রতি শ্রদ্ধার্ঘ জানানো হল, এঁদেরই নানা কাজের খণ্ডচিত্রের এক চমৎকার কোলাজে সাজানো একটি তথ্যচিত্রের মাধ্যমে৷ সঙ্গে বাজল পুরনো দিনের সাড়া জাগানো সব সিনেমার গান, যাঁর সঙ্গে নাচলেন আজকের বাংলা চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তথ্য-সংস্কৃতি দফতর বুঝিয়ে দিল, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে তার গুরুগম্ভীর পরিবেশ থেকে বের করে এনে সব অর্থেই আমজনতার উৎসব করে তুলতে চান তাঁরা৷

উদ্বোধনী অনুষ্ঠানে শর্মীলা ঠাকুরছবি: DW

এই সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে জানিয়ে দিয়েছেন, প্রথা ভেঙে এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে করা হয়েছিল, আগামী বার থেকে সেটাই প্রথা হতে চলেছে৷ তিনি বলেন, এবার ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান করায় চার-পাঁচ হাজার লোক এক সঙ্গে অনুষ্ঠান দেখতে পেয়েছিলেন৷ সে জন্য আগামী বছর সাত দিনই ওখানে চলচ্চিত্র উৎসবের শো থাকবে যাতে পাঁচ-দশ হাজার লোক দেখার সুযোগ পান৷

এশীয় সিনেমার প্রসারের জন্য চালু করা নেটপ্যাক পুরস্কার এ বছর প্রথমবার দেওয়া হল উৎসবের সেরা ছবি হিসেবে নির্বাচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত, নাসিরুদ্দিন ইউসুফ পরিচালিত ছবি ‘গেরিলা'-কে৷ সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বললেন, নেটপ্যাক এ বছরই প্রথম পুরস্কার চালু করেছে৷ বাংলাদেশ সেই পুরস্কার পাওয়ায় তিনি খুব খুশি৷ আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি – এই গান পশ্চিমবঙ্গেও সবার খুব প্রিয় গান৷ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় যখন এই গান হতো, এপারের মানুষরাও তখন গলা মেলাতেন৷

বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মীত চলচ্চিত্র পেল সেরা পুরস্কারছবি: Gerhard Klas

চলচ্চিত্র উৎসবের শেষদিনে রাজনৈতিক ওরা-আমরা বিভেদ ঘুচিয়ে মুখ্যমন্ত্রীর পাশেই বসলেন পূর্বতন বামপন্থী সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়৷ খোলা মনে সার্টিফিকেটও দিলেন এবারের উৎসবকে৷ বললেন, উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে হাজির থাকতে পেরে তিনি খুব আনন্দিত৷ প্রতিবারের মত এবারও সাধারণ মানুষের উৎসাহে, উদ্যোগে এই উৎসব হল জানতে পেরে তিনি খুব খুশি৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুধু কলকাতা নয়, এবার চলচ্চিত্র উৎসব হবে শিলিগুড়িতেও৷ কমনওয়েলথ দেশগুলির সম্মিলিত চলচ্চিত্র উৎসব পশ্চিমবঙ্গে করার ভাবনাও তাঁর আছে বলে মুখ্যমন্ত্রী জানান৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ