1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাসির-তামিমার বিয়ে বৈধ নয়

৩০ সেপ্টেম্বর ২০২১

ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা সুলতানার বিয়ে বৈধভাবে হয়নি ৷ রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তামিমা নাসিরকে বিয়ে করেন৷ তদন্ত শেষে প্রতিবেদনে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)৷

Hochzeitstorte - Paar schneidet Gemeinsam Torte an
ছবি: picture-alliance/dpa/C. Klose

রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা৷ ৩০ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে এই প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মিজানুর রহমান৷

প্রতিবেদনে বলা হয়, রাকিবকে তালাক দেননি তামিমা৷ আইনি প্রক্রিয়ায় তালাকের কোনো নোটিশও রাকিব পাননি৷ জালিয়াতি করে তামিমা তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেন ৷ যথাযথ প্রক্রিয়ায় তালাক সম্পন্ন না হওয়ায় তামিমা এখনও রাকিবের স্ত্রী৷ দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ৷ এমন পরিস্থিতিতে নাসির হোসেন ও তামিমার বিয়ে অবৈধ৷

দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধছবি: Getty Images/AFP/U. Zaman

গত ২৪ ফেব্রুয়ারি তামিমার আগের স্বামী রাকিব হাসান বাদী হয়ে নাসির ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে এই মামলা করেন৷

মামলায় দণ্ডবিধির ৪৯৪/৪৯৭/৪৯৮/৫০০ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে বিয়ের তথ্য গোপন করে অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে প্রতারণার মাধ্যমে বিয়ে, ব্যভিচার ও মানহানির অভিযোগ আনা হয় ৷ মামলার বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত৷

ভালোবাসা দিবসে জমকালো উদযাপনের মাধ্যমে তামিমাকে বিয়ে করেন ক্রিকেটার নাসির৷ বিয়ের পরপরই তামিমার আগের স্বামী রাকিব হাসান থানায় জিডি করেন৷

জিডিতে রাকিবের অভিযোগ, তামিমার সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবন কাটানোর কথা জানিয়েছেন৷ তাদের আট বছরের একটি কন্যা সন্তান রয়েছে৷ তাকে ডিভোর্স দেওয়ার আগেই তামিমা নাসিরকে বিয়ে করেন৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, কালের কন্ঠ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ