1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজক্যানাডা

ক্যানাডার স্পিকারের পদত্যাগ

২৭ সেপ্টেম্বর ২০২৩

ক্যানাডার সংসদের স্পিকার অ্যান্থনি রোটা মঙ্গলবার পদত্যাগ করেছেন৷ নাৎসিদের হয়ে লড়া ইউক্রেনের এক ব্যক্তিকে সংসদে ডেকে এনে তার প্রশংসা করায় সমালোচিত হয়েছিলেন রোটা৷

ক্যানাডার স্পিকার অ্যান্থনি রোটা
ছবি: Adrian Wyld/The Canadian Press via ZUMA Press/picture alliance

৯৮ বছর বয়সি ইউক্রেনের ঐ ব্যক্তির নাম ইয়ারোস্লাভ হাঙ্কা৷ তিনি এখন ক্যানাডায় অভিবাসী হিসেবে স্পিকার রোটার এলাকায় বসবাস করছেন৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ক্যানাডা সফরের সময় গত শুক্রবার হাঙ্কাকে সংসদে ডেকে নিয়েছিলেন স্পিকার রোটা৷ এরপর হাঙ্কাকে ‘যুদ্ধের নায়ক' হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়৷ এই সময় সাংসদরা উঠে দাঁড়িয়ে হাঙ্কাকে সম্মান জানান৷

কিন্তু এরপর হাঙ্কার আসল পরিচয় সম্পর্কে জানা যায়৷ ইহুদি সংগঠন ফ্রেন্ডস অফ সাইমন উইজেনটাল সেন্টার জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাঙ্কা ‘১৪তম ভাফেন গ্রেনাডিয়ার ডিভিশন অফ দ্য এসএস'-এ কাজ করতেন৷ এই ডিভিশন ‘একটি নাৎসি সামরিক ইউনিট, যার, হলোকস্টের সময় করা মানবতাবিরোধী অপরাধের তথ্য খুব ভালোভাবে লিপিবদ্ধ আছে' বলে জানায় ফ্রেন্ডস অফ সাইমন উইজেনটাল সেন্টার৷ এই ঘটনা রাশিয়ার হাতে জয় তুলে দিয়েছে বলেও মনে করছে তারা৷ কারণ, জেলেনস্কি নিজে ইহুদি এবং হলোকস্টে পরিবারের সদস্যদের হারানো সত্ত্বেও তার সরকার নাৎসি আদর্শকে সমর্থন করে বলে অভিযোগ করে আসছে রাশিয়া৷

রোটার বক্তব্য ‘লজ্জাজনক' বলে সোমবার মন্তব্য করেন ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷ রোটা ট্রুডোর দলের একজন সাংসদ৷

ক্যানাডার বেশ কয়েকটি রাজনৈতিক দল রোটার পদত্যাগ দাবি করেছিল৷

এই অবস্থায় ভুলের জন্য গভীর অনুশোচনায় ভোগার কথা জানিয়ে পদত্যাগের কথা সাংসদদের জানিয়েছেন রোটা৷ এমন ভুল করে ক্যানাডা ও বিশ্বের ইহুদিদের মনে যে ব্যথা দিয়েছেন, তার জন্য তিনি খুবই অনুতপ্ত বলেও জানান৷ সবার কাছে ক্ষমাপ্রার্থনাও করেছেন৷

জেডএইচ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ