1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাৎসি প্রতীক ও শ্লোগানের বিরুদ্ধে পুলিশি তদন্ত

১১ সেপ্টেম্বর ২০১৮

জার্মানির পূর্বাংশের শহর হালেতে সোমবারের মিছিলে নাৎসি প্রতীক ও শ্লোগান ব্যবহার করায় অন্তত ১০টি তদন্ত শুরু করেছে পুলিশ৷ এছাড়া পুলিশের সঙ্গে বিতণ্ডার বিষয়েও তদন্ত করা হবে বলে জানা গেছে৷

Chemnitz - Proteste nach Todesfall
ছবি: Getty Images/AFP/O. Andersen

কেমনিৎস ও ক্যোথেনে দুই জার্মান নিহত হবার ঘটনার পর জার্মানির পূর্বাংশের বিভিন্ন এলাকায় ডানপন্থিরা প্রতিবাদ মিছিল করেছে৷ প্রায় সাড়ে চারশ' মিছিলকারী সোমবার হালে শহরে মিছিল করেন৷

বেশিরভাগ মিছিলকারীই অভিবাসনবিরোধী শ্লোগান দিচ্ছিলেন৷ ২০১৫ সালের পর থেকে মূলত জার্মানিতে অভিবাসীর সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে৷ মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতির কারণে এবং সংঘাতপ্রবণ অন্যান্য এলাকা থেকেই এসব অভিবাসী আসছেন৷

কিন্তু সম্প্রতি অভিবাসনবিরোধী মনোভাব নব্য নাৎসি মনোভাবকে উসকে দিচ্ছে বলে শঙ্কা আছে দেশটিতে৷ সোমবার ডানপন্থি দলগুলোর সদস্যরা এ বিষয়ে তাদের কঠোর মনোভাব দেখিয়েছে৷

পুলিশ বলেছে যে, তাদের কাছে অভিযোগ আছে যে, এসব মিছিলে নাৎসি স্যালুট অথবা অন্যান্য শ্লোগান ব্যবহৃত হয়েছে৷ কর্তৃপক্ষ বলছে যে, যারা মিছিল করছিলেন, তাদের দেখে মাতাল মনে হচ্ছিল৷ সে সময় একটি পালটা মিছিলও হয় অভিবাসনবিরোধীদের বিরুদ্ধে৷ সেই মিছিলে ৮০ থেকে ১০০ লোক অংশ নেন৷ কিন্তু কোনো সংঘাত হয়নি৷

এদিকে, জার্মানির রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান হান্স-গিওর্গ মাসেন জানিয়েছেন, কেমনিৎসে অভিবাসীদের ওপর হামলার যে ফুটেজটি সামাজিক গণমাধ্যমে বেরিয়েছে, তা সত্য৷ এর আগে তিনি ভিডিওটি নিয়ে সন্দেহ প্রকাশ করে সরকারি দলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়েছিলেন৷ 

এ পর্যন্ত নাৎসি স্যালুট দেবার কারণে ১৪ জনকে গ্রেপ্তারের খবর জানা গেছে৷

জেডএ/এসিবি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ