1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘না খেয়ে থাকলেই রোজা হয় না, রমজানে সংযম করতে হয়'

৯ মে ২০১৭

কখনো কখনো বাণিজ্যিক বিজ্ঞাপনও জীবনের অতি প্রয়োজনীয় বিষয় মনে করিয়ে দেয়৷ আর কিছুদিন পরই শুরু হবে পবিত্র রমজান মাস৷ এ সময়ে এই ভিডিওটা দেখা অনেকের জন্যই হয়ত জরুরি৷

Gaza Ramdan 2016
ছবি: picture alliance/dpa/Zumapress

প্রথম রোজার দিনে এক মা তাঁর সন্তানকে নিয়ে রিক্সায় বাড়ি ফিরছেন৷ ছেলের সঙ্গে কথোপকথনেই বোঝা যায়, সন্তানের প্রতি মায়ের কত গভীর ভালোবাসা৷ সন্তানকে দেখেই তিনি অনুমান করতে পারেন, খিদেয় তার মুখ শুকিয়ে গেছে৷ সন্তানের শারীরিক সুস্থতার পাশাপাশি তার সুশিক্ষা নিশ্চিত করার দিকেও তাঁর গভীর মনোযোগ৷ তাই সন্তান যখন জানতে চায়, ‘‘আচ্ছা মা, না খেয়ে থাকলেই কি রোজা হয়?', মা তখন ভেবে-চিন্তে যথার্থই বলেন, ‘‘না বাবা, রোজার সময় সংযম করতে হয়৷ অন্যের কষ্ট বুঝতে হয় আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়৷''   

কিন্তু শেষ কথাটা নিজেরই মনে থাকে না৷ তাই একটু পরেই প্রবীণ রিক্সাচালককে বেশ কর্কশ কণ্ঠেই তিনি ভলে ওঠেন, ‘‘আরে এত আস্তে চালালে তো ইফতার রাস্তায় করতে হবে৷ জোরে চালান!'' রিক্সাচালক তখন অসহায়ভাবে জানান, সারাদিন রোজা রেখে রিক্সা চালানোয় জোরে চালানোর শক্তি আর নেই তাঁর৷

কথা শুনে থ' হয়ে যান মমতাময়ী মা৷ নিজের ভুল বুঝতে পারেন৷ ইফতারের সময় পরিবারের জন্য কিনে আনা সব খাবার দিয়ে দেন প্রবীণ রিক্সাচালকের হাতে৷

এসিবি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ