নিউজিল্যান্ডে এক ব্যক্তির মৃত্যুর কারণ ফাইজারের টিকা
২০ ডিসেম্বর ২০২১
নিউজিল্যান্ডে ২৬ বছর বয়সি এক ব্যক্তি ফাইজারের করোনা টিকার প্রথম ডোজ নেয়ার পর মায়োকারডাইটিসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সোমবার জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷
বিজ্ঞাপন
নিউজিল্যান্ডের ‘কোভিড-১৯ ভ্যাকসিন ইন্ডিপেন্ডেন্ট সেফটি মনিটরিং বোর্ড' এক বিবৃতিতে বলেছে, ‘‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বোর্ড মনে করছে, মায়োকারডাইটিসের কারণ সম্ভবত টিকা৷''
প্রথম ডোজ টিকা নেয়ার দুই সপ্তাহ পর ঐ ব্যক্তি মারা যান৷ মারা যাওয়ার আগে কোনো লক্ষণ নিয়ে তিনি চিকিৎসকের পরামর্শ নেননি৷
মায়োকারডাইটিস হচ্ছে হৃদযন্ত্রের পেশির প্রদাহ, যা রক্ত সঞ্চালন সীমিত করতে পারে এবং অনিয়মিত হৃদস্পন্দনের কারণ হতে পারে৷
নিউজিল্যান্ডে ঐ ব্যক্তির মৃত্যুর খবর সম্পর্কে অবগত থাকার কথা জানিয়ে ফাইজার বলেছে, তারা বিশ্বাস করে তাদের টিকার লাভ-ঝুঁকি প্রোফাইল ইতিবাচক৷
করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই
ভ্যাকসিন আসার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ৷ ভাইরাসের আগ্রাসন ঠেকাতে তাই দেশে দেশে দ্রুততর হয়েছে ভ্যাকসিন দেয়ার কর্মসূচি৷ ছবিঘরে বিস্তারিত...
ছবি: Bran Woolston/REUTERS
রাশিয়া
গত আগস্টে বিশ্বের প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধনের ঘোষণা দিয়েছিল রাশিয়া৷ সার্বিক পরীক্ষার আগেই নিবন্ধনের ঘোষণায় স্পুটনিক ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সংশয় জেগেছিল৷ তবে নির্বিঘ্নেই শুরু হয়েছে ভ্যাকসিন দেয়া৷ ছবিতে রস্তভ-অন-দনে ভ্যাকসিন নিচ্ছেন এক সেনা সদস্য৷
ছবি: Sergey Pivovarov/REUTERS
সৌদি আরব
করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে সৌদি আরবেও৷ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে খুশি মনে রিয়াদের ক্লিনিক থেকে বেরিয়ে আসছেন এক নারী৷
নতুন ধরনের করোনা ভাইরাস আসার খবরে ব্রিটেন এখন আগের চেয়েও সতর্ক৷ বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভাইরাস অনেক দ্রুত সংক্রমণ ছড়ালেও ফাইজার-বায়োনটেক ভ্যাকসিন দিয়েই তাকে রোখা যাবে৷ ছবিতে গাড়িতে বসেই এক নারীর ভ্যাকসিন নেয়ার দৃশ্য৷
ছবি: Phil Noble/REUTERS
ইসরায়েল
তেল আবিবের সৌরাস্কি মেডিকেল সেন্টারে ভ্যাকসিনের প্রথম ডোজ নিচ্ছেন একজন৷
ছবি: Ronen Zvulun/REUTERS
যুক্তরাষ্ট্র
ভ্যাকসিন আসার খবরে ইন্ডিয়ানাপোলিসের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হেল্থ, মেথডিস্ট হাসপাতালের এক ডাক্তারের উচ্ছাস৷
ছবি: Bran Woolston/REUTERS
জার্মানি
জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের ফেস্টহালে ভ্যাকসিন কর্মসূচি শুরু করার জন্য প্রস্তুত৷
ছবি: Boris Roessler/dpa/picture alliance
সৌদি আরব
সৌদি আরবের রাজধানী রিয়াদে ভ্যাকসিন দেয়ার দৃশ্য৷
ছবি: Ahmed Yosri/REUTERS
8 ছবি1 | 8
এর আগে গত আগষ্টে করোনার টিকা নেয়ার পর আরেক নারীর মৃত্যুর খবর দিয়েছিল নিউজিল্যান্ড৷
এছাড়া ১৩ বছরের এক শিশু ও ষাটোর্ধ্ব এক ব্যক্তিও করোনার টিকা নেয়ার পর সম্ভবত মায়োকারডাইটিসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে আশঙ্কা করছে নিউজিল্যান্ডের ভ্যাকসিন সেফটি বোর্ড৷ তবে শিশুটির মৃত্যুর জন্য সত্যিই টিকা দায়ী কিনা, সে ব্যাপারে নিশ্চিত হতে আরও তথ্য প্রয়োজন বলে জানানো হয়েছে৷ আর ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যুর কারণ হয়ত টিকা নয়, বলে মনে করছে বোর্ড৷
প্রশ্ন-উত্তরে করোনার টিকা
করোনার টিকা কি হালাল, শিশু ও গর্ভবতীরা কি টিকা নিতে পারবে, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া কি, কতদিন স্বাস্থ্য়বিধি মানতে হবে- এমন সব প্রশ্নের উত্তর থাকছে ছবিঘরে৷
ছবি: Leon Neal/Getty Images
কতগুলো টিকা অনুমোদন পেয়েছে
ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বায়োনটেক-ফাইজার, মডার্না ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, এই তিন টিকার অনুমোদন দিয়েছে৷ এর বাইরে রাশিয়া স্পুটনিক ৫ ও চীন সিনোভ্যাক টিকার অনুমোদন দিয়েছে৷
ছবি: Sven Hoppe/dpa/picture alliance
পার্থক্য
বায়োনটেক-ফাইজার ও মডার্নার টিকা হচ্ছে এমআরএনএ টিকা৷ মডার্নার টিকা ঘরের রেফ্রিজারেটরে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত রাখা যায়৷ বায়োনটেক-ফাইজারের টিকার মতো মডার্নার টিকাকে পরিবহনের সময় মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয় না৷ আর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাটি ভেক্টর ভাইরাস টিকা, যা সাধারণ রেফ্রিজারেটরে রাখা যায়৷
ছবি: ULMER Pressebildagentur/picture alliance
দ্বিতীয় ডোজে অন্য টিকা?
তিনটি টিকার ক্ষেত্রেই দুটো করে ডোজ দিতে হয় এবং ডোজ দুটো একই টিকার হতে হবে৷ কারণ দুই ডোজে দুই ধরনের টিকা নিলে কী হতে পারে সে বিষয়ে এখনও কোনো তথ্য নেই৷
ছবি: TASR/dpa/picture alliance
করোনা হলেও টিকা নিতে হবে?
হ্যাঁ, নেয়া ভালো৷ কারণ একবার সংক্রমিত হলে পরে আর হবে না, এমন কোনো নিশ্চয়তা নেই৷
ছবি: Abdesslam Mirdass/Hans Lucas/imago images
কী অবস্থায় টিকা নেয়া যাবেনা?
করোনায় আক্রান্ত অবস্থায় এবং সাধারণ সর্দি, কাশি ও জ্বর থাকলে সেই সময় টিকা নেয়া যাবে না৷ কোয়ারান্টিনে থাকার সময়ও টিকা নেয়া যাবে না৷ যাদের কোনো বিষয়ে অ্যালার্জি আছে তাদের বেশিরভাগই টিকা নিতে পারবেন৷
ছবি: Markus Schreiber/AP Photo/picture alliance
শিশুদের টিকা?
টিকাগুলো ১৬ বছর বা তার বেশি বয়সিদের দেয়ার জন্য অনুমোদন পেয়েছে৷ শিশুদের টিকা দেয়ার বিষয়ে গবেষণা চলছে বলে জানিয়েছে জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউট৷
ছবি: Getty Images/S. Gallup
গর্ভবতীরা টিকা নিতে পারবেন?
‘জার্মান স্ট্যান্ডিং কমিশন অন ভ্য়াকসিনেশন’ বা স্টিকো গর্ভবতীদের টিকা নেয়ার পরামর্শ দিচ্ছেনা৷ আবার না-ও করছেনা৷ তবে গর্ভবতী মায়েদের মধ্যে যাদের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে তারা ডাক্তারের সঙ্গে কথা বলে ঝুঁকি-লাভ বিবেচনা করে টিকা নিতে পারেন বলে জানিয়েছে স্টিকো৷ এদিকে, এমআরএনএ টিকা গর্ভবতী মা ও গর্ভের শিশুর জন্য ঝুঁকিপূর্ণ বলে বিশ্বাস করেননা বিশেষজ্ঞরা৷ তবে এ বিষয়ে এখন প্রাণীর উপর গবেষণা চলছে৷
টিকা নেয়ার পর তিনদিনের মধ্যে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে৷ যেমন টিকার স্থান ফুলে যাওয়া, মাথাব্য়াথা, জ্বর, দুর্বল লাগা ইত্যাদি৷ তবে দুদিনের মধ্যে এগুলো সেরে যাবার কথা৷
ছবি: Imago Images/M. Eichhammer
অন্য টিকা নিতে কতদিন অপেক্ষা?
ইনফ্লুয়েঞ্জা, হাম, রুবেলা কিংবা টিটেনাসের টিকা নিতে চাইলে করোনার টিকা নেয়ার আগে বা পরে ১৪ দিন অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷
ছবি: imago/blickwinkel
টিকা হালাল?
ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার মুখপাত্ররা টাইমস অফ ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন তাদের টিকায় শূকরের কিছু নেই৷
ছবি: Dominic Lipinski/picture-alliance
টিকা নেয়ার পরও হাত ধোঁয়া, মাস্ক পরতে হবে?
টিকা আপনাকে কতদিন রক্ষা করতে পারে সে বিষয়ে এখনও কোনো গবেষণা নেই৷ তাই টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা চালিয়ে যেতে হবে৷