নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা পজিটিভ৷ শ্রীলঙ্কা থেকে দলে যোগ দেওয়া সাবেক এই কিংবদন্তি স্পিনারসহ টিমের অন্যান্য সদস্যরাও কোয়ারেন্টিনে আছেন৷
বিজ্ঞাপন
নিউজিল্যান্ডে পৌঁছার পর প্রথম দুটি করোনা টেস্টে বাংলাদেশ দলের সবাই ছিলেন করোনা নেগেটিভ তবে তৃতীয় পরীক্ষায় হেরাথের করোনা ধরা পড়ে বলে দলের একজন নিশ্চিত করেছেন প্রথম আলোকে৷
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এখন নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে৷ হেরাথের করোনা ধরা পড়ায় বাড়তে পারে তার কোয়ারেন্টিনের সময়৷ বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ড গেছে সেটাতে একজন করোনা আক্রান্ত যাত্রী ছিলেন৷ যে কারণে তার কাছাকাছি বসা বাংলাদেশ দলের নয়জনের আইসোলেশনের সময় বাড়ানো হয়েছে৷
করোনায় আক্রান্ত যাত্রীর সম্ভাব্য সংস্পর্শে আসা অধিনায়ক মুমিনুল হক, ইয়াসির আলী, ফজলে মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, টিম ডিরেক্টর খালেদ মাহম্যদ, নির্বাচক আবদুর রাজ্জাক ও সাপোর্ট স্টাফের আরও তিন সদস্যের আইসোলেশনে থাকাকালীন জিমনেসিয়াম ব্যবহারের অনুমতি নেই৷ তবে বাংলাদেশ দলের বাকি সদস্যরা জিমনেসিয়াম ব্যবহার করেছেন৷
ক্রিকেটারদের আজ মাঠে গিয়ে অনুশীলন করার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে হোটেল থেকে বের হতে পারেননি তারা৷
নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ৷ ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট শুরু হবে৷ দ্বিতীয় টেস্ট ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে শুরু হবে৷
বাংলাদেশ টিমের খেলোয়াড়দের গতবারের মতো ১৪ দিন নয়, ৩ দিন রুম কোয়ারান্টিনে থাকতে হচ্ছে৷ তবে ক্রিকেটাররা প্রথম তিনদিন নির্দিষ্ট একটি সময়ে রুম থেকে বের হয়ে হাঁটাহাঁটি করেছেন৷
এনএস/কেএম (দৈনিক প্রথম আলো)
পরিসংখ্যানে দিকহারা, ব্যর্থ, বিপর্যস্ত বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে আট ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ৷ অবশ্য দুটো জয়ই এসেছিল বাছাই পর্বে৷ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছুতেই হতাশ করেছে টাইগাররা৷
ছবি: Alex Davidson/Getty Images
নন-টেস্ট প্লেয়িং দেশের বিরুদ্ধে জয়
আট ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় পায় টাইগাররা৷ দুটিই ছিল বাছাই পর্বের ম্যাচ৷ নন-টেস্ট প্লেয়িং দেশ ওমান ও পাপুয়া নিউগিনির বিরুদ্ধে জেতে বাংলাদেশ৷ তবে হেরেছে আরেক নন-টেস্ট প্লেয়িং দেশ স্কটল্যান্ডের কাছে৷ সুপার টুয়েলভে টেস্ট খেলুড়ে পাঁচ দেশের সঙ্গেই হেরেছে মাহমুদউল্লাহরা৷
ছবি: Alex Davidson/Getty Images
সাত বিশ্বকাপে সাত জয়
বাংলাদেশ সাতটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে৷ ৩৩টি ম্যাচ খেলে মাত্র সাতটিতে জিতেছে৷ এর মধ্যে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শুধু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এক ম্যাচ জিতেছে বাংলাদেশ৷ ২০০৭ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ঐ জয় পেয়েছিল টাইগাররা৷
ছবি: Julian Herbert/Getty Images
সর্বোচ্চ রান
বাংলাদেশিদের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন নাঈম৷ আট ম্যাচের মধ্যে সাতটি খেলে তার মোট সংগ্রহ ১৭৪ রান৷ এরপরে আছেন মাহমুদউল্লাহ (আট ম্যাচে ১৬৯), মুশফিকুর রহিম (আট ম্যাচে ১৪৪), লিটন দাস (আট ম্যাচে ১৩৩) ও সাকিব (ছয় ম্যাচে ১৩১ রান)৷
ছবি: Alex Davidson/Getty Images
কম স্ট্রাইক রেট
সর্বোচ্চ রান করা নাঈমের স্ট্রাইক রেট ছিল ১১০.৮২, যা টি-টোয়েন্টি ম্যাচ বিবেচনায় খুব একটা আশাপ্রদ নয়৷ একশর বেশি রান করা অন্যান্যদের স্ট্রাইক রেট ছিল মাহমুদউল্লাহ (১২০.৭১), মুশফিকুর রহিম (১১৩.৩৮), লিটন দাস (৯৪.৩২) ও সাকিব (১০৯.১৬)৷
ছবি: Hamad I. Mohammed/REUTERS
অর্ধশতক চারটি
আট ম্যাচে অর্ধশতক এসেছে চারটি৷ এর মধ্যে নাঈম ওমান (৫০ বলে ৬৪ রান) ও শ্রীলঙ্কার (৫২ বলে ৬২ রান) বিরুদ্ধে দুটি হাফ সেঞ্চুরি করেছেন৷ এছাড়া শ্রীলঙ্কার বিরুদ্ধে মুশফিকুর রহিম ৩৭ বলে ৫৭ রান ও পাপুয়া নিউগিনির বিরুদ্ধে মাহমুদউল্লাহ ২৮ বলে ৫০ রান করেন৷
ছবি: Alex Davidson/Getty Images
সর্বোচ্চ উইকেট
ছয় ম্যাচে ১১ উইকেট নিয়েছেন সাকিব৷ ইকোনমি রেটেও শীর্ষে তিনি (৫.৫৯)৷ এরপর মেহেদী ও মুস্তাফিজ আটটি করে উইকেট নিয়েছেন৷ মেহেদী আট ম্যাচ খেললেও মুস্তাফিজ খেলেছেন সাতটি৷ মেহেদীর ইকোনমি রেট ৬.১২৷ তবে মুস্তাফিজ একটু খরুচে বল করেছেন (ইকোনমি রেট ৯.২৫)৷