নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে অগ্নুৎপাতের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। এখনও নিখোঁজ ৮। নিউজিল্যান্ড প্রশাসনের ধারণা তাঁদের কেউই আর বেঁচে নেই।
বিজ্ঞাপন
মাঝে কেটে গিয়েছে ৪ দিন। নিউজিল্যান্ডে এখনও বেড়ে চলেছে নিহতের সংখ্যা। সোমবার দেশের উত্তর পূর্বে সমুদ্রের মাঝখানে আচমকাই জেগে ওঠে হোয়াইট আইল্যান্ডের আগ্নেয়গিরি। আগুনে ঝলসে যান দ্বীপে বেড়াতে যাওয়া অসংখ্য পর্যটক। সে দিনই ৩১ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মূল ভূখণ্ডে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে নিউজিল্যান্ড প্রশাসন। তবে একই সঙ্গে প্রশাসন জানিয়ে দেয়, ৭০ শতাংশেরও বেশি পুড়ে গিয়েছে বেশ কিছু পর্যটকের। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার নিউজিল্যান্ড প্রশাসন জানায় হাসপাতালে মৃত্যু হয়েছে আরও দুজনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। তবে সংখ্যাটা আরও বাড়বে বলেই আশঙ্কা। কারণ, এখনও নিখোঁজ অন্তত ৮। বিশেষজ্ঞদের ধারণা, তাঁদের কেউই আর বেঁচে নেই। কিন্তু নিখোঁজ ওই পর্যটকদের দেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছতে পারছে না উদ্ধারকারী দল। আবহাওয়া দফতর জানিয়েছে, যে কোনও সময় ফের অগ্নুৎপাত হতে পারে ওই আগ্নেয়গিরিতে। বুধবার ওই অঞ্চলে ভূমিকম্পও হয়।
নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কিছু ছবি
নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডের একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়েছে সোমবার৷ ফলে পর্যটকদের জনপ্রিয় গন্তব্যটির আকাশ ধোঁয়ায় ঢেকে যাচ্ছে৷ অগ্নুৎপাতে ইতোমধ্যে অন্তত পাঁচ পর্যটক নিহত হয়েছেন৷
ছবি: Michael Schade/Twitter@sch
শেষ মুহূর্তে নিরাপদ আশ্রয়ে যাত্রা
নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের একটি ভিডিও পোস্ট করেছেন পর্যটক মিশায়েল শ্যাডে৷ টুইটারে তিনি লিখেছেন, ‘‘পরিবারের সদস্যসহ আমি বিশ মিনিট আগে দ্বীপটি ত্যাগ করেছি৷ যখন অগ্নুৎপাত দেখেছি, তখন আমরা আমাদের নৌকায় ছিলাম৷’’
ছবি: Michael Schade/Twitter@sch
সাদা ধোঁয়ার কুন্ডলী
হোয়াইট আইল্যান্ডের উপরে ধোঁয়া এবং ধ্বংসস্তূপ দিয়ে তৈরি বিশাল মেঘ দেখা যাচ্ছে৷ দ্বীপটির অস্বাভাবিক, চাঁদের মতো উপরিভাগ অনেক পর্যটককে আকৃষ্ট করে৷
ছবি: Reuters/@Donnacha
হাইকারদের তোলা ছবি
উপর থেকে তোলা দ্বীপটির ছবিটিতে অগ্নুৎপাতের আগের অবস্থা দেখা যাচ্ছে৷ প্রতি বছর দশ হাজারের মতো মানুষ এই আগ্নেয়গিরিটি দেখতে যান৷ তবে, ছবিটি তোলা হাইকাররা অগ্নুৎপাত সম্পর্কে অবগত, নাকি তারা তাদের সফর অব্যাহত রেখেছেন, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি৷
ছবি: Reuters/GNS Science
ঘন মেঘ
নিউজিল্যান্ডের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিটি থেকে উৎক্ষেপিত ছাই, বাষ্প এবং অন্যান্য বস্তুর কারণে সৃষ্ট ঘন মেঘ দেখা যাচ্ছে৷ আগ্নেয়গিরিটির সত্তর শতাংশই মাটির নীচে বলে জানিয়েছে দেশটির এ সংক্রান্ত সংস্থা জিওনেট৷ গত পঞ্চাশ বছরে নিয়মিতই এটিতে অগ্নুৎপাত ঘটছে৷ সর্বশেষ ঘটেছিল ২০১৬ সালে৷
ছবি: Reuters/SCH
আহতরা হাসপাতালে
আগ্নেয়গিরির অগ্নুৎপাতে আহত পর্যটকদের অ্যাম্বুলেন্সে করে দেশটির মূল ভূখণ্ডের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে৷ এতে অন্তত পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন৷
ছবি: picture-alliance/AP Photo/NZME/K. Shanls
5 ছবি1 | 5
বৃহস্পতিবার স্থানীয় অঞ্চলের মেয়র সাংবাদিক বৈঠক করে জানান, নিখোঁজ পর্যটকদের দেহ যাতে দ্রুত উদ্ধার করে আনা যায়, তার জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু উদ্ধারকারী দলকে বিপদের মুখে ঠেলে দেওয়া যায় না। তাই অপেক্ষা করতেই হচ্ছে। নিহত এবং নিখোঁজ পর্যটকদের পরিবারের প্রতি এ দিনও সমবেদনা জানান তিনি। এর আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীও সমবেদনা জানিয়েছিলেন।