1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউজ ওয়েবসাইটের ক্লিক বাড়াচ্ছে ফেসবুক

১০ মে ২০১১

বিশ্বের সেরা নিউজ ওয়েবসাইটগুলোর গুরুত্ব আরো বাড়াচ্ছে ফেসবুক৷ কীভাবে? হাফিংটন পোস্ট কিংবা নিউ ইয়র্ক টাইমসের মত ওয়েবসাইটগুলোর আট থেকে ছয় শতাংশ ক্লিকের উৎস ফেসবুক৷ এক্ষেত্রে টুইটার বেশ পিছিয়ে৷

A 24 year old Lebanese woman signing on facebook to upload the latest news on Syria; Beirut, Lebanon, 30. April 2011; Copy right: DW/Dareen Al Omari
ছবি: DW

গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার জানাচ্ছে, বিশ্বের সেরা ২৫টি নিউজ ওয়েবসাইটে ৩৫ থেকে ৪০ শতাংশ ক্লিকই আসে অন্য উৎস থেকে৷ অর্থাৎ খবরের লিংক শেয়ার করা যায় এমন, অন্য কোন ওয়েবসাইট থেকেই একটি বড় অংশের পাঠক সমবেত হয় মূল সাইটে৷ এক্ষেত্রে অবশ্য ফেসবুকের চেয়েও এগিয়ে গুগল৷ কেননা, নামজাদা ইংরেজি নিউজ সাইটগুলোর প্রায় ৩০ শতাংশ ক্লিকেরই উৎস গুগল নিউজ৷

এরপরই অবস্থান ফেসবুকের৷ দ্যা হাফিংটন পোস্ট-এর অনন্য ভিজিটরদের ৮ শতাংশ আসে ফেসবুক থেকে৷ অন্যদিকে, নিউ ইয়র্ক টাইমসের ক্ষেত্রে এই হার ৬ শতাংশ৷ এছাড়া সিএনএন, ইয়াহু নিউজ, ফক্স নিউজসহ অন্যান্য নামজাদা নিউজ সাইটেরও ক্লিক বাড়াচ্ছে ফেসবুক৷

এই অনুপাতে অবশ্য টুইটার বেশ পিছিয়ে৷ এই সামাজিক যোগাযোগ সাইটটি ব্যবহার করে এখন পর্যন্ত সবচেয়ে বেশি লাভবান হয়েছে দ্য লস এঞ্জেলস টাইমস৷ সাইটটির ৩.৫৩ শতাংশ ক্লিকের উৎস টুইটার৷

পিউ'র গবেষণায় ফেসবুক-টুইটার ছাড়াও আরো একধরনের ওয়েবসাইটের নাম উঠে এসেছে৷ এগুলোকে বলা হচ্ছে নিউজ সমষ্টিকরণ ওয়েবসাইট৷ এসব সাইটে সাধারণত বিভিন্ন নিউজ ওয়েবসাইটের সংবাদ শিরোনাম এক সাথে প্রকাশ করা হয়৷ এরপর ব্যবহারকারী এসব শিরোনামে ক্লিক করলে মূল ওয়েবসাইটে চলে যায়৷

ড্রাজ রিপোর্ট ডটকম নামক একটি সাইট ব্রিটিশ নিউজ ওয়েবসাইট দ্য ডেইলি মেইল এর ৩০ শতাংশ ক্লিকের উৎস৷ এছাড়া নিউ ইয়র্ক টাইমসের ১৯ শতাংশ ক্লিক যোগাড় করে দিচ্ছে এই সাইটটি৷ দ্য ওয়াশিংটন পোস্টের ক্ষেত্রে ড্রাজ রিপোর্টের অবদান ১১ শতাংশ৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ