1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সার্নের গবেষণা

২৭ ফেব্রুয়ারি ২০১২

আইনস্টাইনের তত্ত্ব বলে কথা! মাত্র ক’মাস আগে যে বিজ্ঞানীরা আইনস্টাইনের একটি তত্ত্বকে ভুল বলে ধারণা দিয়েছিলেন এখন তাঁরাই স্বীকার করছেন যে, ভুল, ঐ বিখ্যাত বিজ্ঞানীর তত্ত্বে নয়, হয়েছে হয়তো নিজেদেরই গবেষণায়৷

প্রতীকী ছবিছবি: Fotolia/Tjefferson

ইতিহাস

গত বছর সেপ্টেম্বরে ইউরোপের একদল বিজ্ঞানী বলেন, আলোর চেয়ে দ্রুত গতিতে চলে নিউট্রিনো৷ প্রায় তিনবছর গবেষণার পর এই তথ্য প্রকাশ করেন সার্নের বিজ্ঞানীরা৷ সার্ন হচ্ছে বিশ্বের অন্যতম বড় পদার্থবিজ্ঞান গবেষণাগার৷

বিজ্ঞানীদের এই তথ্য হুমকির মুখে ফেলে দেয় বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ E=MC² অর্থাৎ আইনস্টাইনের ‘থিওরি অব স্পেশাল রিলেটিভিটি' বা বিশেষ আপেক্ষিকতা তত্ত্বকে৷ কেননা এই তত্ত্বের মূল কথা হচ্ছে, আলোর চেয়ে দ্রুতগতির আর কিছু নেই৷ আজ থেকে প্রায় ১০৬ বছর আগে আইনস্টাইন এই কথা বলেছিলেন৷ পরবর্তীতে অনেকবার পরীক্ষা করা হলেও আইনস্টাইনের কথাটাই সত্য বলে প্রমাণিত হয়৷ বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের উপর ভর করেই দাঁড়িয়ে আছে পদার্থবিজ্ঞানের অন্যান্য অনেক তত্ত্ব৷

সার্নের গবেষণা ফল প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেন বিশ্বের তাবৎ বিজ্ঞানী৷ তাদের বেশিরভাগই মনে করতে থাকেন যে, নিশ্চয় কোথাও গণ্ডগোল হচ্ছে! কেননা এতদিনকার একটা তত্ত্ব আজ হঠাৎ ভুল বলে প্রমাণিত হবে - সেটা মেনে নিতে পারছিলেন না তাঁরা৷ সন্দেহের মধ্যে ছিলেন খোদ গবেষকরাও৷ নিজেদের গবেষণার ফল নিজেদেরই বিশ্বাস হচ্ছিলনা! তাই বারবার একই পরীক্ষা করে নিশ্চিত হতে চেয়েছেন তাঁরা৷ কিন্তু সবসময় একই ফল পান গবেষকরা৷ এরপর যেদিন গবেষণার ফল প্রকাশ করা হয় সেদিন তাঁরা এই বিষয়ে আরও গবেষণা করার জন্য বিশ্বের অন্যান্য বিজ্ঞানীদের আহ্বান জানান৷

কোথায় ত্রুটি?

সম্প্রতি অ্যামেরিকার বিখ্যাত জার্নাল ‘সায়েন্স ইনসাইডার'এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ তাতে সার্নের বিজ্ঞানীদের গবেষণায় সম্ভাব্য দুটি ত্রুটির কথা উল্লেখ করা হয়৷ এর একটি ‘লুজ' অর্থাৎ ঢিলা অপটিক্যাল ফাইবার কানেকশন - যে কারণে সময় গণনায় ভুল হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ আর আরেকটি ত্রুটি হতে পারে ‘অসিলেটর'এ৷ এটাও সময় গণনার একটি যন্ত্র৷

মার্কিন ঐ জার্নালের প্রতিবেদনের পর সার্নের পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে৷ তাতে সম্ভাব্য ঐ দুটি ত্রুটির কথা স্বীকার করে নেয়া হয়েছে৷ এবং বলা হয়েছে, আগামী মে মাসে তারা আবার নতুন করে গবেষণা শুরু করবেন৷

সার্নের মুখপাত্র জেমস গিলিস বলেন, গবেষণার ফল এখন সন্দেহের মুখে৷ আরেক মুখপাত্র আর্নড মার্সোলিয়ার বলেন, এটা একটা জটিল গবেষণা৷ অনেক কেবল আর যন্ত্র নিয়ে কাজটা করতে হয়েছে৷ পদার্থবিজ্ঞানীরা আবার সবকিছু পরীক্ষা করে দেখা শুরু করেছেন, এবং এটা চলবে৷

পূর্বের গবেষণা

সুইজারল্যান্ডের জেনেভা শহরের কাছে সার্নের ল্যাবরেটরি অবস্থিত৷ বিজ্ঞানীরা সেখান থেকে ৭৩০ কিলোমিটার দূরে থাকা ইটালির রোমের কাছে মাটির নীচের ‘গ্রান সাসো' ল্যাবরেটরিতে নিউট্রিনো পাঠান৷ এসময় তারা দেখতে পান যে, আলোর চেয়েও দ্রুতগতিতে লক্ষ্যে পৌঁছে গেছে নিউট্রিনো৷ সংখ্যার হিসেবে, নিউট্রিনো আলোর চেয়ে ৬০ ন্যানোসেকেন্ড বেশি দ্রুতগতির৷ অর্থাৎ এক সেকেন্ডকে যদি একশো কোটি ভাগ করা হয়, তাহলে তার ৬০ ভাগ যতটুকু সময় হবে ঠিক ততটুকু সময় আগে নিউট্রিনো রোমের ল্যাবরেটরিতে গিয়ে পৌঁছে৷

সার্নের এই গবেষণা ফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সেসময়, বেঁচে থাকা পদার্থবিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে পরিচিত স্টিফেন হকিং, আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন৷ আরেক ব্রিটিশ বিজ্ঞানী ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের কণা-পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক জেফ ফোরশাও বলেছিলেন, সার্নের গবেষণার ফল যদি সত্যি হয় তার মানে হলো আজকের তথ্য পাঠিয়ে দেয়া যাবে অতীতে৷ অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, ‘‘আমরা কল্পবিজ্ঞানে হরহামেশাই যে ‘টাইম ট্রাভেল'এর কথা পড়ি সেটা সত্যি হবে৷'' তবে সঙ্গে সঙ্গে তিনি এও স্মরণ করিয়ে দিয়েছিলেন, তার মানে এই নয় আমরা খুব তাড়াতাড়িই টাইম মেশিন বানাতে যাচ্ছি৷

নিউট্রিনো কী?

সার্নের এক বিজ্ঞানীর মতে, নিউট্রিনো সাধারণত পরমাণু চুল্লিতে তৈরি হয়৷ ১৯৩৪ সালে প্রথমবারের মতো নিউট্রিনোর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটা শুধু বিজ্ঞানীদের অবাকই করে যাচ্ছে৷ এ কারণে অনেকে নিউট্রিনোকে ‘ভুতুড়ে কণা' বলে থাকে৷

প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ